Freelancer Arman Alif

  • Home
  • Freelancer Arman Alif

Freelancer Arman Alif Hi, I am a Digital Marketer, Social Media Manager, and YouTube Management expert.

চাকরি নয়, 💐 ফ্রিল্যান্সার হও।💐 ফ্রিল্যান্সিং মানে হচ্ছে🎓Learn, Earn & Fun🎓আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা...
31/01/2023

চাকরি নয়, 💐 ফ্রিল্যান্সার হও।

💐 ফ্রিল্যান্সিং মানে হচ্ছে🎓Learn, Earn & Fun🎓
আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। কিন্তু অনেকেই জানিনা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়।
🗣️ পড়াশুনা এবং চাকরির পাশা-পাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করার নামই ফ্রিল্যান্সিং👩‍💻

কেন ফ্রিল্যান্সিং করবো?
▫️ফ্রিল্যান্সিং অন্যান্য চাকরির মতই। তবে এর কিছু বিষয় একদম নিয়মিত অফিসের চাকরির মত নয়। প্রথম পার্থক্য হল সময়ে। এক্ষেত্রে আপনাকে ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ করতে হয় না। বরং আপনি আপনার সময় মত কাজ করতে পারেন।
▫️এছাড়া, এটি অ্যাকাডেমিক্স এর ওপর নির্ভরশীল নয় বরং স্কিল সেটের ওপর নির্ভরশীল। যা শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী।




🌼🍂

💐 ফ্রিল্যান্সিং কাজ কি ?ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে মূলত নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের স্বাধীনে কাজ করা।এখানে নিজের স্বা...
24/01/2023

💐 ফ্রিল্যান্সিং কাজ কি ?
ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে মূলত নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের স্বাধীনে কাজ করা।

এখানে নিজের স্বাধীনে নিজে কাজ করা যায়।
অথবা নিজে একটা টিম তৈরি করেও কাজ করা যায়।
বর্তমান দেশে চাকরির সংকট অনেক, দিন দিন বাড়ছে বেকারত্ব। হাজার হাজার ছেলেমেয়ে কাজ না পেয়ে, ঘরে বসে থাকছে।
কিন্তু ফ্রিল্যান্সিং কাজটা এমনই একটা কাজ, এই কাজটা মূলত যে কোনো স্থান থেকেই করা যায়।

অফিস অথবা বাসায়, বসে নিজের একটা ল্যাপটপ বা কম্পিউটার অথবা একটা স্মার্ট ফোন থেকে, খুব সহজে অনলাইনে কাজ করা যায়।

তাই দিন দিন বাড়ছে ফ্রিল্যান্সারদের সংখ্যা,
দেশে জনপ্রিয়তা অর্জন করছে ফ্রিল্যান্সিং।

বর্তমানে প্রত্যেকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে,
হয়ে উঠছে একজন সফল ফ্রিল্যান্সার।

💐 ফ্রিল্যান্সিংয়ে যে সেক্টরগুলো রয়েছে! বর্তমানে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো- ডিজিটাল মার্কেটিং। ⭐ আমরা দৈনন্দিন জীবনে স...
23/01/2023

💐 ফ্রিল্যান্সিংয়ে যে সেক্টরগুলো রয়েছে! বর্তমানে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো- ডিজিটাল মার্কেটিং।
⭐ আমরা দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ায় যে প্লাটফর্ম ব্যবহার করে থাকি অর্থাৎ ➡️Facebook ➡️Instagram ➡️YouTube ➡️Twitter ➡️LinkedIn ➡️Pinterest - সহ অনলাইনে যেসব প্লাটফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে ব্যক্তিগত বা কোনো ইনস্টিটিউট/প্রতিষ্ঠানকে সার্ভিস দেওয়াকে ডিজিটাল মার্কেটিং বলা হয়।
⭐ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলোঃ চাকরিতে যেমন সময় নিয়ে ধরাবাঁধা অফিস সিডিউল থাকে সেরকম কোনো ধরাবাঁধা নিয়ম বা সিডিউল নেই।
শিক্ষার্থী কিংবা গৃহিনী, বেকার কিংবা চাকরিজীবী সবাই ফ্রিল্যান্সিং করতে পারে, শুধু দরকার একটি ডেস্কটপ / ল্যাপটপ এবং তার পাশাপাশি পরিশ্রম ও ধৈর্য।

💐 ফ্রিল্যান্সিং এখন তরুণদের অনুপ্রেরণার নাম। 💚নিজ দেশে ভালো লেখাপড়া করেও অনেকেই চাকরি থেকে বঞ্চিত!💐 ফ্রিল্যান্সার ভাই ও...
19/01/2023

💐 ফ্রিল্যান্সিং এখন তরুণদের অনুপ্রেরণার নাম। 💚
নিজ দেশে ভালো লেখাপড়া করেও অনেকেই চাকরি থেকে বঞ্চিত!
💐 ফ্রিল্যান্সার ভাই ও বোনেরা বিদেশী কোম্পানির হয়ে ঘরে বসে কাজ করছেন অনবরত 💲।

বাংলাদেশের যদি কোনো একটা কোম্পানি আপনাকে 💸 9000 টাকা স্যালারি প্রদান করে, আপনি যদি সেই একই কাজ ফ্রিল্যান্সিং সেক্টরে একটি বিদেশী কোম্পানির জন্য একই কাজ করেন তাহলে আপনি 💸 50,000 টাকা আয় করবেন।

পার্থক্য শুধু এখানেই নয়, ফ্রিল্যান্সিং সেক্টরে বিদেশি কোম্পানিতে কাজ করলে স্বাধীনতা পাওয়া যায়।

আপনার অবসর সময়কে কাজে লাগান এবং আজই আপনার 💐 ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন। ✅

💐 ফ্রিল্যান্সিং -এর ভবিষৎ কেমন?ফ্রিল্যান্সিং-এর ভবিষৎ নিঃসন্দেহে  অনেক ভালো। বর্তমানে পৃথিবী উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং...
17/01/2023

💐 ফ্রিল্যান্সিং -এর ভবিষৎ কেমন?
ফ্রিল্যান্সিং-এর ভবিষৎ নিঃসন্দেহে অনেক ভালো। বর্তমানে পৃথিবী উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং প্রযুক্তি নির্ভর হচ্ছে। আর এই প্রযুক্তি যা কিনা আইসিটির অংশ।

✅বিভিন্ন কোম্পানি তাদের আইসিটি বিষয়ক কাজ করানোর জন্য ফ্রিল্যান্সার খুজে থাকেন।

একজন দক্ষ ফ্রিল্যানসারের মার্কেটপ্লেসে অনেক চাহিদা।
ফ্রিল্যান্সিং করার আরো একটি সুবিধা হচ্ছে, এই সেক্টরে বয়স কোনো বাধা নয়।যেকোনো বয়সের ছেলে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারে।
১৮ বছরের নিচের ছেলে মেয়েরা ও ফ্রিল্যান্সিং করতে পারে এবং কোনো সার্টিফিকেট ছাড়াই।

💐 ফ্রিল্যান্সিং করতে প্রয়োজন দক্ষতা। তাই আপনিও আপনার দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।

আলহামদুলিল্লাহ 💐 আউট অফ মার্কেটপ্লেস থেকে অন্য আরো একটা ক্লায়েন্ট এর কাছ থেকে সামান্য পেমেন্ট নিলাম। এটা ১২ তারিখ এর পেম...
16/01/2023

আলহামদুলিল্লাহ
💐 আউট অফ মার্কেটপ্লেস থেকে অন্য আরো একটা ক্লায়েন্ট এর কাছ থেকে সামান্য পেমেন্ট নিলাম।
এটা ১২ তারিখ এর পেমেন্ট ছিলো, কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নাই।

সবসময় আমার পাশে থেকে আমার কাজে সাহায্য করার জন্য এবং পরামর্শ দেয়ার জন্য Mentor Freelancer Rimon & Freelancer Rasel Hasan & Md. Sujan Ali & Freelancer Rahim ভাইদের অনেক অনেক ধন্যবাদ 💖💖💖💖

জীবনের সবকিছু অন্তত একবার চেষ্টা করা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কোন না কোন উপায়ে অনন্য ক্ষমতা দিয়ে দান করেছেন, আপনি...
14/01/2023

জীবনের সবকিছু অন্তত একবার চেষ্টা করা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কোন না কোন উপায়ে অনন্য ক্ষমতা দিয়ে দান করেছেন, আপনি এটি চেষ্টা না করা পর্যন্ত আপনি কখনই জানতে পারবেন না।

Alhamdulillahআমার নতুন একাউন্ট থেকে পরিপূর্ণ ভাবে আরো একটা অর্ডার সম্পূর্ণ করলাম।  & অর্ডার এইমাত্র ডেলিভারি দিলাম। আশা ...
12/01/2023

Alhamdulillah
আমার নতুন একাউন্ট থেকে পরিপূর্ণ ভাবে আরো একটা অর্ডার সম্পূর্ণ করলাম।
& অর্ডার এইমাত্র ডেলিভারি দিলাম। আশা করি ক্লায়েন্ট এর কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাবো, ইনশাআল্লাহ।
আমার কাজে আমাকে সাহায্য করার জন্য Mentor Freelancer Rimon & Md. Sujan Ali ভাইকে অনেক অনেক ধন্যবাদ

💐 ফ্রিল্যান্সিং পেশাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এটি দেখতে খুব সহজ।ডাল ভাতের মতোহ্যাঁ, আপনি যখন একটি নির্দিষ্ট বিষয...
10/01/2023

💐 ফ্রিল্যান্সিং পেশাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এটি দেখতে খুব সহজ।
ডাল ভাতের মতো
হ্যাঁ, আপনি যখন একটি নির্দিষ্ট বিষয়ে স্কিল ডেভেলপ করবেন তখন এটি আরও সহজ হবে।
হ্যাঁ, আপনি অল্প সময়ের মধ্যে মাসে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন।
আবার অনেক কম টাকাও ইনকাম হয়,এটা সম্পূর্ণ আপনার উপর।
আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন তবে আপনার আয় বৃদ্ধি করা সম্ভব। যেমন স্কিল তেমন ইনকাম । 💪
যেখানে 14/15 বছর পড়ালেখার পর চাকরির জন্য দৌড়াতে হয়, চাকরি পেলেও বেতন হয় 15000-20000 টাকা।
সেখানে, আপনি আপনার পড়াশোনার পাশাপাশি অনলাইন সেক্টরে স্কিল ডেভেলপ এবং উপার্জন করতে পারেন আর আপনি চাইলে আপনার চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং বেছে নিতে পারেন।💐

কেন ফ্রিল্যান্সিং করবো? 💐 ফ্রিল্যান্সিং অন্যান্য চাকরির মতই। তবে এর কিছু বিষয় একদম নিয়মিত অফিসের চাকরির মত নয়। প্রথম প...
03/01/2023

কেন ফ্রিল্যান্সিং করবো?

💐 ফ্রিল্যান্সিং অন্যান্য চাকরির মতই। তবে এর কিছু বিষয় একদম নিয়মিত অফিসের চাকরির মত নয়। প্রথম পার্থক্য হল সময়ে। এক্ষেত্রে আপনাকে ৯টা থেকে ৫টা কাজ করতে হয় না। বরং আপনি আপনার সময় মত কাজ করতে পারেন।

▫️এছাড়া, এটি অ্যাকাডেমিক্স এর ওপর নির্ভরশীল নয় বরং স্কিল সেটের ওপর নির্ভরশীল। যা শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী।

29/12/2022

37 Advice Fiverr এ Successful Freelancing Career Build করার জন্য
🧑‍💼 Goals Set করে নিজের Progress Track রাখবেন
📝 Gig Copy না করে নিজে বানিয়ে দিবেন
📝 Gig Title দেখে Service যেনো Clearly বুঝা যায়
💬 Gig Description এ Client কে Convince করবেন
🔎 Gig SEO Friendly করে বানাবেন
💲 Gig Pricing Package Competitor দের মত রাখবেন
📅 Pricing & Service Organized রাখবেন
💡 Gig এর সার্ভিস গুলো Unique ভাবে দিবেন
📷 Professional Gig Image দিবেন
🌄 Gig Image Eye Catchy ভাবে Design করবেন
📽️ Gig এ Video দিবেন
💼 Different Service Offer করবেন
🚀 Gig কখনো Edit করবেন না
📣 Order কম আসলে Gig Promotion ব্যাবহার করবেন
💼 Professional Portfolio Sample বানাবেন
🤝 Buyer দের সাথে সম্পর্ক Build করবেন 💬
🌟 Buyer দের ইঙ্গিত এর মাধ্যমে Review and Rating দিতে বলবেন
🚀 Client Need অনুযায়ী আরো Gig বাড়াবেন
🤝 Senior ভাইদের সাথে Connected থাকবেন 💬
📊 প্রতি মাসের Order & Earning এর হিসাব রাখবেন
🤖 কোন Buyer কে কখন মেসেজ দিতে হবে Reminder Set করবেন
💰 Income Stream 1 টা না রেখে, আরো বাড়াবেন
💸 অন্য Marketplace গুলোতেও Gig দিবেন
🕦 Time & Money Management শিখবেন
🌀 কোনো Update আসলে জেনে নিবেন, সেটা ব্যাবহার করবেন।
🎓 নিয়মিত Course করবেন, Certificate Profile এ Add করবেন।
🤝 Regular কাজ পায়, এমন Freelancer দের সাথে Collaborate করবেন
💬 Fiverr Community Club এর Update গুলো খেয়াল করবেন
🌀 New Technology এর সার্ভিস গুলো Explore করবেন
📊 নিয়মিত Order থাকলে Seller Plus নিয়ে দেখবেন
💬 Old Client দের 6 মাসে অন্তত 1 বার Follow Up করবেন
💸 Occasion গুলোতে Discount Offer দিবেন
📱 Social Media গুলোতে Activity বাড়াবেন
🔍 Competitor দের নিয়মিত Analyses করবেন
💡 একই জিনিষ ভিন্ন ভাবে করে Test করে দেখবেন
🤝 Buyer দের Friend এর কাছে Recommend করতে বলবেন
🚀 নিয়মিত Service Quality বাড়াবেন

28/12/2022

ফ্রিল্যান্সিং নিয়ে যা বললেন প্রিয় বক্তা

লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে ১৫-২০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, "হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের প...
26/12/2022

লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে ১৫-২০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, "হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। "

কিন্তু ৩ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর ,যেই ছেলেটা সমপরিমাণ টাকা উপার্জন করে অর্থাৎ ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের এ সমাজ বলে, ছেলেটা এখানো দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত ......."ব্যবসা"।

যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে, সেই সমাজ তাকে করে পুরস্কৃত।
আর যেই ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সেই সমাজ তাকে তিরস্কার ক‌রে।
বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে , হালালকে নয় ।

অথচ "ইবাদত কবুলের পূর্ব শর্তই হল হালাল উপার্জন। "

সময়ের পরিবর্তনে অনলাইনের সুযোগ অনেক বেড়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং। আজকাল একজন মানুষ ফ্রিল্যান...
25/12/2022

সময়ের পরিবর্তনে অনলাইনের সুযোগ অনেক বেড়েছে।
তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং।
আজকাল একজন মানুষ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেকে স্বাবলম্বী ও নিজের দায়িত্বে যোগ্য করে তুলতে পারে।
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন? কিভাবে বাড়িতে থেকে অর্থ উপার্জন করতে? ফাইভার এবং আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন?
এই সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন |

Most of the current world 💐      # Wealthy Freelancer Dan Locke.His total income from the freelancing sector is USD 80 m...
24/12/2022

Most of the current world
💐 # Wealthy Freelancer Dan Locke.
His total income from the freelancing sector is USD 80 million which is around (Tk 8,08,00,00,000) in Bangladeshi Taka.
This dan lock from Hong Kong is for all freelancers today
Starting with Idol, Freelancing, today he is one of the most successful entrepreneurs in the world.
↕↕↕↕↕
বর্তমান বিশ্বের সবচেয়ে
#ধনী ফ্রিলান্সার ড্যান লক।
তার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে মোট ইনকাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় (৮ ০৮,০০,০০,০০০ টাকা)।
হংকং এর এই ড্যান লক আজ সকল ফ্রিল্যান্সারদের
আইডল, ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করে আজ তিনি বিশ্বের অন্যতম একজন সফল উদ্যোক্তা।








💐【ফ্রিল্যান্সিং এ কমন একটি প্রশ্ন:】 ফ্রিল্যান্সিং করে যদি আসলেই ইনকাম করা যায় তবে দেশের এত শিক্ষিত লোক বসে আছে কেনো? আস...
23/12/2022

💐【ফ্রিল্যান্সিং এ কমন একটি প্রশ্ন:】 ফ্রিল্যান্সিং করে যদি আসলেই ইনকাম করা যায় তবে দেশের এত শিক্ষিত লোক বসে আছে কেনো?
আসলেই কি ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকাম করা যায় নাকি পুরোটাই মিথ্যা, লোক দেখানো, প্রতারণা ।

【উত্তর:】বিদেশী বায়াররা সার্টিফিকেট দেখে কাজ দেয় না । তারা গুরুত্ব দেয় আপনি প্র্যাক্টিক্যালি কম্পিউটারের কি কি কাজ পারেন । কত ভালোভাবে পারেন । আপনি যদি অনেক বেশী শিক্ষিত হয়ে থাকেন তবে আপনাকে অনেক বেশী গুরুত্ব দিবে । কিন্তু কাজ না জানলে শুধুমাত্র সার্টিফিকেট দেখে কখনোই চাকরী দিবে না । আপনার যোগ্যতাকে দেখবে আপনি কি করতে পারেন🌈
প্রফেশনাল কম্পিউটার স্কীল বলতে ওয়ার্ড এক্সেল জানা না বরং ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ইত্যাদি যে কোন একটি কাজ ভালভাবে জানা ও স্কিল হওয়া 🌠
মনে করুন ফ্রিল্যান্সিং নামে দুনিয়াতে কোন কিছু নেই । কিন্তু কোন বেকার ছেলে যদি এই প্রফেশনাল কাজগুলো শিখে তবে সে দেশের মধ্যেই অনেক ভালোকিছু করতে পারবে । আপনারা দেখেবেন এই- আই.টি রিলেটেড কাজগুলো করে লাখ লাখ ছেলে দেশের মধ্যেই অনেক ভালো জব ও ভালো ব্যবসা করে মাসে ৫০/৬০ হাজার টাকা ইনকাম করছে ।
তাদের গাফিলতির জন্য তারা নিজেরাই দায়ী
কিন্তু না আমাদের বেকাররা শিখতে রাজী না । তাদের মতে জীবনে তো ২৫/২৬ বছর পড়ালেখা করলাম আর কত ? আসলে আপনি শিক্ষিত হয়েছেন কিন্তু দক্ষ হন নাই । শিক্ষা দিয়ে টাকা উপার্জন হয় না - টাকা💴 উপার্জন হয় দক্ষতা দিয়ে ।
পৃথিবী বদলে গেছে । আগে হয়ত সার্টিফিকেট দিয়ে চাকরী পাওয়া যেত কিন্তু এখন দক্ষতা ছাড়া কোন সেক্টরেই ক্যারিয়ার গড়া সম্ভব না ।
শুভকামনা বাংলাদেশের সকল শিক্ষিত বেকারের জন্য। সময়কে কাজে লাগাতে শিখুন,বেকারত্ব দূর করুন।



💐 Freelancing ✅করবেন কি?  কাজ নাই,  চাকরি নাই,  বেকার বসে আছেন কেনো?চাকরি পান না ব্যবসা করুন , কিন্তু ব্যবসা করতেও অনেক ...
21/12/2022

💐 Freelancing ✅

করবেন কি? কাজ নাই, চাকরি নাই, বেকার বসে আছেন কেনো?
চাকরি পান না ব্যবসা করুন , কিন্তু ব্যবসা করতেও অনেক টাকা লাগে এত টাকা কোথায় পাবে? এত কিছু না ভেবে ফ্রিল্যান্সিং করুন খুব সহজে শিখে খুব তাড়াতাড়ি ইনকাম করুন। আমি নিজে করতেছি আপনিও শুরু করুন।

🆘 সহযোগিতা লাগলে ইনবক্সে করুন। 📩



👩‍🦰 নারীদের জন্য সবচেয়ে সহজ, সুন্দর ও নিরাপদ কাজ হলো ফ্রিল্যান্সিং করা।💐প্রায় প্রতিটি মেয়েরাই চায় নিজে কিছু একটা করে স্ব...
20/12/2022

👩‍🦰 নারীদের জন্য সবচেয়ে সহজ, সুন্দর ও নিরাপদ কাজ হলো ফ্রিল্যান্সিং করা।💐

প্রায় প্রতিটি মেয়েরাই চায় নিজে কিছু একটা করে স্বাবলম্বী হতে। হোক সেটা পার্সোনাল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা সাংসারিক জিবনে আর্থিক সচ্ছলতার মাধ্যমে সুখ বয়ে আনতে।❤️

এক্ষেত্রে বেশিরভাগ মেয়েরাই চাইলেও তা পারে না কারন বর্তমানে যে চাকরির করুন পরিস্থিতি 🙂

আর কেউ কেউ চাকরি পেলেও যাতায়াত, সময় নিয়ে অফিস করা, সাংসারিক জীবন🙂 ইত্যাদি, আরও অনেক কারনেও ইচ্ছা থাকলেও চাকরি করা সম্ভব হয় না💔

তাই ফ্রিল্যান্সিং ই সেরা একটা পেশা যেখানে কোনো ধরা-বাধা সময় নাই কাজ করার জন্য।😇

যাতায়াত বা অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় না, কারন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বায়ারদের কাজ করে ইনকাম করা যাচ্ছে।🥰
তাই বসে না থেকে নারী উদ্যোক্তা হন😊

আর ফ্রিল্যান্সিং করে💻 ঘরে বসে ইনকাম করুন 💵







Address


Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Arman Alif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share