পঞ্চগড় সংবাদ

পঞ্চগড় সংবাদ পঞ্চগড় জেলার সকল আপডেট সংবাদ পেতে লাইক কমেন্ট শেয়ার করুন!💖

27/11/2025

আজকের ভূমিকম্পের বিস্তারিত!

ভূমিকম্পের সময় : বিকাল ৪ টা ১৫ মিনিট ২০ সেকেন্ড
ভূমিকম্পটির মাত্রা : ৩.৬, (রিখটার স্কেল)
উৎপত্তি স্থল: ঘোড়াশাল, নরসিংদী
গভীরতা: ১০ কিলোমিটার

প্রভাবিত অঞ্চল: ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও হবিগঞ্জ অঞ্চল।
ক্ষয়ক্ষতি : ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

সতর্ক থাকুন, নিরাপদ ধাকুন।

ভেরিফাইড সোর্স: EMSC & BMD

ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।শুক্রবার ...
21/11/2025

ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।

রাজধানীর বাসিন্দারা বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। আমার টেবিলের বই সব পড়ে গেছে, দৌড়ে নিচে চলে গেলাম। বাসার পাশের সবাই নিচে নেমে এসেছেন। মানুষ খুবই উদ্বিগ্ন।

14/11/2025

অনলাইন জুয়া বা বেটিং হতে পারে, সব হারিয়ে নিঃস্ব হবার কারণ। আর্থিক ক্ষতির পাশাপাশি, আইনের আওতায় হতে পারে শাস্তিও। তাই সচেতন হোন, অনলাইনে জুয়া বা বেটিং থেকে বিরত থাকুন। আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনকেও সতর্ক ও সচেতন করুন।

🚫 নগদ 🚫গুগল প্লে স্টোরের এর terms এর বাইরে গিয়ে নগদ তথ্য চুরি করতেছে?কথাটা কিছু হলেও সত্য যে, আজকে থেকে গুগল নগদ app কে ...
14/11/2025

🚫 নগদ 🚫

গুগল প্লে স্টোরের এর terms এর বাইরে গিয়ে নগদ তথ্য চুরি করতেছে?

কথাটা কিছু হলেও সত্য যে, আজকে থেকে গুগল নগদ app কে harmful বলে দেখাচ্ছে। কারণ এটি গুগল প্লে স্টোরের নীতি ভঙ্গ করেছে। এটি ক্যামেরা ও গ্যালারির অ্যাক্সেস চাচ্ছে যা খুবই অপ্রয়োজনীয় ও সন্দেহজনক। এছাড়াও এটি কল রেকোর্ডিং, অডিও এর উপর আড়ি পাতিয়েছে বলে গুগলের Play Protect জানায় 💔

🌟 পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুষ্ঠিত হলো নারী সমাবেশ! 🌟"তারুণ্যনির্ভর, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে নারী সমাবেশ" – ...
03/11/2025

🌟 পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুষ্ঠিত হলো নারী সমাবেশ! 🌟

"তারুণ্যনির্ভর, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে নারী সমাবেশ" – এই গুরুত্বপূর্ণ শ্লোগানকে সামনে রেখে রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দারুণ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে নারীরা আলোচনায় অংশ নেন এবং নিজেদের মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আরো উন্নত ও সমতাপূর্ণ সমাজ গড়তে হবে!

একটু বৃষ্টি হলেই সবাই ভাবে এই বৃষ্টির পরেই হয়ত শীত আসবে।কিন্তু শীত জানিয়েছে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট বৃষ্টি,নট...
02/11/2025

একটু বৃষ্টি হলেই সবাই ভাবে এই বৃষ্টির পরেই হয়ত শীত আসবে।কিন্তু শীত জানিয়েছে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট বৃষ্টি,নট দিস বৃষ্টি। কারন অক্টোবর নভেম্বর মাসে সাগরে ঘনঘন সিস্টেমের কারনে আমরা দেশে আসার মতো ভালো কন্ডিশন পাইনা,অনেক সময় আসলেও ভালো পারফরম্যান্স করতে পারিনা।

তখন গরম তাদের ট্রল করে বলে আমি খারাপ হলেও আমার এভারেজ সবসময় ৩০° এর উপরে থাকে।অথচ তাদের পছন্দের শীতকাল তো ঠিকমতো ২ অংকের ঘরেই পৌছাতে পারেনা।

তবে সব ঠিক থাকলে আগামী ১০ তারিখ থেকেই উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। এবং মাস শেষে সারাদেশে শীত অনুভব হতেপারে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্য প্রবাহ আসার সম্ভাবনা কম।

শীত নিয়ে আরো বিস্তারিত শীঘ্রই জানানো হবে।
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

বৃষ্টি বন্ধ হলেও দেশের অধিকাংশ স্থানের আকাশ মেঘলা রয়েছে। আজকে দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা কম। তবে রংপুর, রাজশ...
02/11/2025

বৃষ্টি বন্ধ হলেও দেশের অধিকাংশ স্থানের আকাশ মেঘলা রয়েছে। আজকে দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা কম।
তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হতেপারে বিকালের মধ্যে।

এছাড়া চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে আগামীকাল সকাল ৭ টার মধ্যে।

01/11/2025

নিজে না পড়লে সমস্যায়,
অন্যের কষ্ট ছোটই লাগে।
জীবন শেখায় —
“সহানুভূতি আসে অভিজ্ঞতা থেকে, মুখের বুলি থেকে নয়।” 🖤

26/10/2025

জীবনের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে কারণ বহু মানুষ বসে আছে শুধু তোমার ভুল ধরার জন্য…🫡

22/10/2025

অতিরিক্ত ম*দ্যপানে কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের মৃ*ত্যু

11/06/2025

ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে দুজন আইসিইউতে!

Address

Panchagarh Sadar
Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when পঞ্চগড় সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পঞ্চগড় সংবাদ:

Share