তথ্যের কুয়াশা

তথ্যের কুয়াশা "যে কুয়াশায় তথ্য লুকিয়ে থাকে"
দুনিয়ার অজানা সব অদ্ভুত সত্য তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

29/09/2025

শক্তি, হজম ও ওজন নিয়ন্ত্রণে কলা খাওয়ার সঠিক সময়:
১. ব্যায়াম করার ১৫ থেকে ৩০ মিনিট আগে একটি কলা খেলে শরীরে দ্রুত শক্তি আসে, পেশি কাজ করার জন্য প্রস্তুত হয়।
২. সকালের নাশতার সঙ্গে কলা খেলে দিনের শুরুটা হয় চাঙা, ক্লান্তি আসতে দেরি হয়।
৩. দুপুরের খাবারের পর বা বিকেলের ক্ষুধায় একটি কলা খেলে শক্তি ফিরে পাওয়া যায়, মনও ভালো থাকে।

[ নাশতা বা দুপুরের খাবারের সঙ্গে কলা খেলে ফাইবার হজমপ্রক্রিয়া সহজ করে তোলে। যেকোনো একটা টাইমে খেতে পারলে খাবেন শুধু একটা বেশি খাবেন না । আর রাতে এড়িয়ে চলবেন। ]

25/09/2025

চীন চালু করেছে আধুনিক ট্রেন

25/09/2025

এন্টার্কটিকার আশ্চর্য ঝর্ণা যা দিয়ে গাড় লাল পানি বের হয়

[This Video Only For Educational Purposes ]

24/09/2025

এই দেশে বিরক্তিকর কোনো পোকা এমন কি সাপও পাবেন না

23/09/2025

বাইকেও যে এভাবে ব্যবহার করা যায় ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না

22/09/2025

হিমালয় পর্বত না পৃথিবীর সর্বোচ্চ কবরস্থান

22/09/2025

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।
গতকাল রোববার দেশগুলো আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর ফলে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল।
#ফিলিস্তিন

ফুটবল ম্যাচে দেখা যায় যে,খেলোয়াড়েরা পানীয়ের বোতল থেকে এক চুমুক নিয়ে তা কিছুক্ষণ পরই মুখ থেকে ফেলে দেয়। ব্যাপারটি দেখে অব...
22/09/2025

ফুটবল ম্যাচে দেখা যায় যে,খেলোয়াড়েরা পানীয়ের বোতল থেকে এক চুমুক নিয়ে তা কিছুক্ষণ পরই মুখ থেকে ফেলে দেয়।
ব্যাপারটি দেখে অবাক লাগলেও এর পেছনে রয়েছে কৌশল এবং বৈজ্ঞানিক কারণ।
মুলত সেই পানিয় পানি না বরং কার্বোহাইড্রেট পানিয় হয়ে থাকে।
এতে কার্বোহাইড্রেটের স্বাদ মস্তিষ্কে পৌঁছায় এবং শরীরকে আরও শক্তি পাওয়ার সংকেত দেয়। এর ফলে তাৎক্ষণিকভাবে শক্তি বাড়ে এবং খেলার শেষ পর্যন্ত পারফর্ম করার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি জোগায়। তাই গিলে ফেলার চেয়ে কুলি করা অনেক বেশি কার্যকরী ও নিরাপদ।

21/09/2025

ভিয়েতনামিরা কেন শতশত বাদুর পালে জানলে অবাক হবেন আপনিও

21/09/2025

পৃথিবীতে পাওয়া এমন কিছু আজব ফল

কী হতে পারে এর ফলে? ধ্বংস হয়ে যেতে পারে কি প্রাণীকুল? প্রশ্ন উঠেছে নানা সম্প্রতি নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় ...
17/09/2025

কী হতে পারে এর ফলে? ধ্বংস হয়ে যেতে পারে কি প্রাণীকুল? প্রশ্ন উঠেছে নানা
সম্প্রতি নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় এবং অল্প সময়ের মধ্যেই বিপরীত দিকে ঘুরতে শুরু করে। ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে। গবেষকদের মতে, বর্তমানে পৃথিবীর কেন্দ্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে—যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ২০০৯ সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থেমে গিয়েছিল। তারপর থেকেই এটি উল্টো অভিমুখে ঘুরতে থাকে। সংবাদ সংস্থার খবরে আরও জানা যায়, চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য উন্মোচন করেছেন। তাদের মতে, গড়ে প্রতি ৩৫ বছর অন্তর পৃথিবীর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে, যদিও কখনো কখনো এ ব্যবধান ৭০ বছর পর্যন্ত হতে পারে।
প্রথমবার ১৯৭০-এর দশকের গোড়ার দিকে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন নিয়ে ধারণা পান। তাদের অনুমান, আবারও ২০৪০ সালের মাঝামাঝি সময়ে পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণন দিক পরিবর্তিত হতে পারে।
কিন্তু ঘটনাটি বড় কোনো বিপদ ডেকে আনতে পারে? এ ঘটনার ফলে জীবকুলের অস্তিত্ব কি বিপন্ন হতে পারে? গবেষকরা অবশ্য জানিয়েছেন, তেমন কোনো আশঙ্কা নেই। পৃথিবীর উপরিভাগে এই ঘূর্ণনের প্রভাব টেরও পাওয়া যাবে না। ফলে এই মুহূর্তে জীবকুলের কোনো ভয় নেই বলে আশ্বাস দিয়েছেন তারা।

14/09/2025

ব্রেনের সার্জারি করার সময় রোগী ডাক্তারদের জন্য গান-বাজনা বাজায়

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when তথ্যের কুয়াশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তথ্যের কুয়াশা:

Share