Eye জীবন অনেক সুন্দর। জীবনের জন্য আমাদের এই পথ চলা।

02/08/2025

আমি বাস্তবকে প্রাধান্য দিই, কিন্তু বিশ্বাসকে অস্বীকার করি না। যুক্তি ছাড়া কিছু মানি না, তবে বিশ্বাসের মূল্য বুঝি।

19/07/2025

আমি যদি একজনের 'জট' হই,
তাহলে কি আমার ভেতরেই ঘুরে বেড়ায় শত মানুষের মুখ?
হাসি, কান্না, ঈর্ষা, প্রেম, স্বপ্ন আর ভাঙা হৃদয়ের শব্দ.........
সব অনুভূতির জটপাকানো ছায়া কি আমি নিজেই?

02/07/2025

"কেন জানি মৃত্যু ডাকছে"
কেন জানি মৃত্যু বারবার ডাকছে আমায়,
নীরব রাতে, কোলাহলের দিনেও।
হয়তো সে জানে —
আমি আর হাসতে পারি না ঠিকমতো,
আমি আর ঠিকমতো বাঁচি না আজকাল।

জীবনটা ছেঁড়া কাগজের মতো লাগে,
লিখি কিছু, আবার মুছে ফেলি।
হয়তো তাই মৃত্যু বলে —
“এসো, এখানে আর ভুল নেই।”

26/05/2025

সকালের আলো এখনও ঠিকমতো ছড়ায়নি। ফোনটা বারবার বেজে চলেছে, কিন্তু আপনি আর ধরছেন না। বন্ধুরা ভাবছে, "হয়তো ঘুমাচ্ছেন।" পরিবার ভাবছে, "আজকে একটু দেরি করছে হয়তো।" কিন্তু আপনার ঘরের দরজাটা আজ যেন অস্বাভাবিকভাবে নীরব।

হঠাৎ খবরটা ছড়িয়ে পড়ে — "আপনি আর নেই।" কেউ বিশ্বাস করতে পারছে না। এই তো কাল রাতেই তো গল্প করলেন, হাসলেন, কিছু পরিকল্পনা করলেন আগামী দিনের জন্য।

কিন্তু সময় থেমে থাকে না।
আপনার ফোনে এখনও নতুন মেসেজ আসছে। কেউ আপনাকে ট্যাগ করছে সোশ্যাল মিডিয়ায়, কেউ বলছে: "আজও বিশ্বাস হচ্ছে না, তুই চলে গেছিস?"

আপনার চায়ের কাপটা এখনও টেবিলে পড়ে আছে, অর্ধেক খালি। আপনার প্রিয় গানটা ইউটিউবে "সাজেস্টেড" ভিডিওতে ঝুলে আছে। কিন্তু আপনি নেই।

তারপর একদিন... কেউ হয়তো বলে ওঠে—
"তুমি কি জানো, ও চলে যাওয়ার আগে একটা জিনিস অসমাপ্ত রেখে গিয়েছিল..."
আর সেই অসমাপ্ত জিনিসটাই হয়ে ওঠে কারও নতুন শুরুর কারণ।

God blast YoU🤣
21/05/2025

God blast YoU🤣

17/05/2025

মমিন বান্দা কখনো হাল ছেড়ে দেয় না।

17/05/2025

এক মিনিট সময় নিয়ে শুনুন।

26/04/2025

আলহামদুলিল্লাহ 🍀

26/04/2025

Alhamdulillah

27/03/2025

Address

Panchagarh
5010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share