02/03/2025
আজ কতই না নিভৃতে বেজে চলেছে বিদায়ের বাঁশি। ভাবনার স্টেশনে মনে হচ্ছে এও কি সম্ভব? কদিন আগেই যেই আমরা এলাম হাঁটি হাঁটি পা করে, আজ কিনা সেই আমাদেরই লিখতে হচ্ছে বিদায় বেলার স্ক্রিপ্ট। বহুদূর পাড়ি দেয়ার পথে মানিব্যাগের পকেটে যেমন যত্ন করে রাখা হয় প্রিয়জনের ছবি, আমাদের চলার পথে সেই ছবিটাই হয়ে থাকবে আমাদের প্রিয় বিদ্যাপীঠ ❤️
নূতনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয়