AGH MEDIA BD

AGH MEDIA BD আমি যা করি আল্লাহ সন্তুষ্টির জন্য।

08/07/2025

কাঁঠাল আমাদের জাতীয় ফল।

18/03/2025

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
الصَّدَقَةُ تُطْفِئُ الخَطِيئَةَ كَمَا يُطْفِئُ المَاءُ النَّارَ،
‘ছাদাক্বা গোনাহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়’।[আহমাদ হা/১৫৩১৯; তিরমিযী হা/৬১৪; ইবনু মাজাহ হা/৪২১০; মিশকাত হা/২৯, রাবী মু‘আয বিন জাবাল (রাঃ); ছহীহাহ হা/১১২২।]
তিনি বলেন,
إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ عَنْ أَهْلِهَا حَرَّ الْقُبُورِ، وَإِنَّمَا يَسْتَظِلُّ الْمُؤْمِنُ يَوْمَ الْقِيَامَةِ فِي ظِلِّ صَدَقَتِهِ،...حَتَّى يُقْضَى بَيْنَ النَّاسِ-
‘নিশ্চয় ছাদাক্বা কবরের উত্তাপ নিভিয়ে দেয় এবং ক্বিয়ামতের দিন মুমিন তার ছাদাক্বার ছায়াতলে আশ্রয় পাবে... মানুষের মধ্যে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত’। [ত্বাবারাণী কাবীর হা/৭৮৮, রাবী ওক্ববা বিন ‘আমের (রাঃ); ছহীহ ইবনু হিববান হা/৩৩১০; ছহীহাহ হা/৩৪৮৪।]

10/03/2025

ছাদাক্বা এমনই এক ইবাদত যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাছিল হয় এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,لِيَقِ أَحَدُكُمْ وَجْهَهُ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ ‘তোমরা একটি খেজুরের টুকরা দান করে হ’লেও জাহান্নামের আগুন থেকে বাঁচো’।

* তিরমিযী হা/২৯৫৩, রাবী ‘আদী বিন হাতেম (রাঃ); ছহীহুল জামে‘ হা/৮১৪৭।

01/03/2025

আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে।

01/12/2024

হিন্দু মুসলিম দাঙ্গা আমরা চাই না।
এবারে মুখ খুললেন। ভারতের দাদা বাবুরা।

07/10/2024

আলহামদুলিল্লাহ।
সুস্থতা আল্লাহর নিয়ামত।

আপনারা কে কেমন আছেন ?

আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই। এর প্রতিদান আল্লাহর কাছ থেকে নিব। ইনশাআল্লাহ।
24/08/2024

আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই।
এর প্রতিদান আল্লাহর কাছ থেকে নিব।
ইনশাআল্লাহ।

15/08/2024

আজ থেকে কোন মাসজিদ ও ইসলামিক প্রোগ্রামে রাজনৈতিক নেতা, সুদের ব্যবসায়ী ও ঘুসখোরকে প্রধান বা বিশেষ অতিথি বা সভাপতি বানাবেন না।
--যদি লজ্জা থাকে!

11/08/2024

নতুন সরকারের উদ্দেশ্যে জরুরী কিছু কথা।
শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। #নতুন

খুলনার মুসলিম ভাই ও বোনদের পক্ষ থেকে ❤️ব্যবস্থাপনায় : গোয়ালখালী আহলে হাদীস জামে মাসজিদ।ইন্টারন্যাশনাল কানেকশন : ইউনাইট ট...
05/07/2024

খুলনার মুসলিম ভাই ও বোনদের পক্ষ থেকে ❤️
ব্যবস্থাপনায় : গোয়ালখালী আহলে হাদীস জামে মাসজিদ।

ইন্টারন্যাশনাল কানেকশন : ইউনাইট টিভি। #ইসলামিক

12/06/2024

দিনাজপুরের লিচু হাট।

02/06/2024

মাওলানা আলী হাসান ওসামা।
সম্মিলিত মোনাজাত নিয়ে কি বললেন।
#দোয়া #নামাজ

Address

Panchagarh
Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when AGH MEDIA BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AGH MEDIA BD:

Share

Category