Sujan2.0

Sujan2.0 Traveling videos, blogs, tech support. Interesting things etc. https://www.youtube.com/

আমি বাংলাদেশ থেকে বলছি, কারো কাছে কি পৌঁছাচ্ছে এই আর্তনাদ?
27/06/2025

আমি বাংলাদেশ থেকে বলছি, কারো কাছে কি পৌঁছাচ্ছে এই আর্তনাদ?

19/06/2025

ফেসবুক মনিটাইজেশন থেকে Instream Ads তুলে নিলো Meta !!
এখন থেকে সব ধরনের ভিডিও Reels আকারে আপলোড হবে এবং এর মাধ্যমে অফিসিয়ালি ফেসবুকের InStream Ads এর যাত্রা এখানেই শেষ!!
এছাড়াও ৩১ আগষ্ট ২০২৫-থেকে Ads on reels, performance bonus সহ সব ধরনের মনিটাইজেশন টুলস বন্ধ হয়ে যাবে এবং শুধু চালু থাকবে Content Monetization Tools!

19/06/2025
উদ্ধার হল লালমনিরহাটের বহুল আলোচিত ১৩ বছরের নাবালিকা পরশমণি রায়।
19/06/2025

উদ্ধার হল লালমনিরহাটের বহুল আলোচিত ১৩ বছরের নাবালিকা পরশমণি রায়।

দুই হাযার কিলোমিটার দূর থেকে শুধু বেডরুম টার্গেট করা হয়েছে। ফ্ল্যাট এবং বিল্ডিং অক্ষত আছে। কি প্রযুক্তি!  কি জাদু! এটা প...
14/06/2025

দুই হাযার কিলোমিটার দূর থেকে শুধু বেডরুম টার্গেট করা হয়েছে। ফ্ল্যাট এবং বিল্ডিং অক্ষত আছে। কি প্রযুক্তি! কি জাদু! এটা প্রমাণ করে কোনো দেশ এবং কোনো ব্যক্তি নিরাপদ নয়। সবার জীবন এক প্রকার তাদের কাছে জিম্মি। ইবনে খালদুন লিখেছেন জ্ঞানের শক্তিই শক্তি। মানুষ শুধু জ্ঞান দিয়ে তার চেয়ে শক্তিশালী হাতিকে কন্ট্রোল করতে পারে। সংখ্যা এবং এরিয়া কোনো কাজের নয়। নেশা, জুয়া ও খেল-তামাশায় মত্ত জাতি কি শিখবে ঈমান আর কি অর্জন করবে জ্ঞান!

AIR ইন্ডিয়া এখন TATA গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আর আজ আবারও প্রমাণ হলো, কেন মানুষ TATA-কে এত ভালোবাসে।আমেদাবাদ বিমান দুর্ঘটনা...
14/06/2025

AIR ইন্ডিয়া এখন TATA গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আর আজ আবারও প্রমাণ হলো, কেন মানুষ TATA-কে এত ভালোবাসে।

আমেদাবাদ বিমান দুর্ঘটনায়
🔸 নিহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ**,
🔸 আহতদের **উচ্চমানের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার**,
🔸 এবং ক্ষতিগ্রস্ত **মেডিক্যাল কলেজটির পুনর্নির্মাণের দায়িত্ব** নিজের কাঁধে তুলে নিয়েছে TATA গোষ্ঠী— **কোনও সরকারি চাপ ছাড়াই, নিঃশব্দে, দায়িত্ববোধ থেকে।**

TATA চাইলে আজকে বলতে পারত—
*"এটা তো যান্ত্রিক ত্রুটি, আমরা দায়ী নই"*
অথবা
*"এটা তো বিমানের প্রযুক্তিগত সমস্যা, তদন্তের পর দেখা যাবে।"*

**কিন্তু না। তারা দায়িত্ব এড়ায়নি, বরং আগেভাগেই সামনে এসে বলল – 'আমরা পাশে আছি'।**
এইটাই তো **আসল নেতৃত্ব, আসল মহানুভবতা।**

আমার পরিবারে কেউই TATA কোম্পানিতে চাকরি করেন না। তবুও তাদের প্রতি এক অন্যরকম শ্রদ্ধা আর ভালোবাসা আছে— কারণ তারা বারবার প্রমাণ করেছেন, ব্যবসার আগে মানুষের জীবনকে গুরুত্ব দিতে হয়।

আমরা ভুলিনি—
🔹 **করোনার সময়**, নিজের খরচে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করে হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছিল তারা।
🔹 **তাজ হোটেল জঙ্গি হামলার** পর, একটিও কর্মীকে ছাঁটাই না করে, বরং তাদের পরিবারের দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল।

আজও, এই দুর্ঘটনার পর TATA গোষ্ঠী আমাদের শেখালো— **দায়িত্ব মানেই আদালতের রায় নয়, বরং নৈতিকতার প্রতি প্রতিশ্রুতি।**

**সেলাম জানাই এই মহান উদ্যোগকে।
আজকের দিনে ভারতবর্ষে যদি কিছু নাম সত্যিই বিশ্বাসযোগ্য হয়, তার মধ্যে TATA এক নম্বরে থাকবে।**

স্বর্গীয় রতন টাটা কে জানাই প্রণাম 🙏

আম্রপালী....আম্রপালী ছিলেন এমন একজন অনিন্দ্য সুন্দরী ; প্রায় ২,৫০০ বছর আগে রাষ্ট্র যাকে বানিয়েছিল নগরবধূ বা পতিতা। স্বাদ...
13/06/2025

আম্রপালী....

আম্রপালী ছিলেন এমন একজন অনিন্দ্য সুন্দরী ; প্রায় ২,৫০০ বছর আগে রাষ্ট্র যাকে বানিয়েছিল নগরবধূ বা পতিতা।

স্বাদের দিক থেকে অনেকের কাছেই 'আম্রপালী' আম খুবই প্রিয়। আকারে ছোট কিন্তু মিষ্টির দিক থেকে যেন সকল আমকে পিছনে ফেলে দিয়েছে 'আম্রপালী'। কিন্তু এই আমটার নামকরণ কোথা থেকে হল জানেন ?

আম্রপালী জন্মেছিলেন আজ থেকে ২,৫০০ বছর আগে ভারতে। তিনি ছিলেন সে সময়ের শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী। তার রুপে পাগল ছিল পুরো পৃথিবী আর এই রুপই তার জন্য কাল হয়ে ওঠে। যার কারণে তিনি ছিলেন ইতিহাসের এমন একজন নারী, যাকে রাষ্ট্রীয় আদেশে পতিতা বানানো হয়েছিল!

আম্রপালী বাস করতেন বৈশালী শহরে। বৈশালী ছিল প্রাচীন ভারতের গণতান্ত্রিক একটি শহর, যেটি বর্তমানে ভারতের বিহার রাজ্যের অর্ন্তগত।
মাহানামন নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালীকে আম গাছের নিচে খুঁজে পান। তার আসল বাবা-মা কে ইতিহাস ঘেঁটেও তা জানা যায়নি। যেহেতু তাকে আম গাছের নিচে পাওয়া যায় তাই তার নাম রাখা হয় আম্রপালী। সংস্কৃতে আম্র মানে আম এবং পল্লব হল পাতা। অর্থাৎ, আমগাছের নবীন পাতা।

কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালীকে নিয়ে হইচই পড়ে যায়। তার রুপে চারপাশের সব মানুষ পাগল হয়ে যান। দেশ-বিদেশের রাজপুত্রসহ রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য পাগলপ্রায় হয়ে যান। নানা জায়গায় থেকে তাকে নিয়ে দ্বন্দ, ঝগড়া আর বিবাদের খবরও আসতে থাকে। সবাই তাকে একনজর দেখতে চান, বিয়ে করতে চান। এ নিয়ে আম্রপালীর মা-বাবা খুব চিন্তিত হয়ে পড়েন। তারা তখন বৈশালীতে সকল গণমান্য ব্যক্তিকে এর একটি সমাধান করার জন্য বলেন। কারণ, সবাই আম্রপালীকে বিয়ে করতে চান। তখন বৈশালীর সকল ক্ষমতাবান ও ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর যে সিদ্ধান্ত নেন তা হল, আম্রপালীকে কেউ বিয়ে করতে পারবেন না। কারণ তার রুপ। সে একা কারো হতে পারে না। আম্রপালী হবে সবার। সে হবে একজন নগরবধু, মানে সোজা বাংলায় পতিতা।

এটা ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ইতিহাসে এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল! আম্রপালী সে সভায় পাঁচটি শর্ত রাখেন....

(১) নগরের সবচেয়ে সুন্দর জায়গায় তার ঘর হবে।
(২) তার মুল্য হবে প্রতি রাত্রির জন্য পাঁচশত স্বর্ণমুদ্রা।
(৩) একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবেন।
(৪ ) শক্র বা কোন অপরাধীর সন্ধানে প্রয়োজনে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে।
(৫) তার গৃহে কে এলেন আর কে গেলেন- এ নিয়ে কোন অনুসন্ধান করা যাবে না।

সবাই তার এসব শর্ত মেনে নেন। এভাবে দিনে দিনে আম্রপালী বিপুল ধন-সম্পদের মালিক হয়ে ওঠেন। তার রুপের কথাও দেশ-বিদেশে আরও বেশী করে ছড়িয়ে পড়তে থাকে।

প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা ছিলেন বিম্বিসার। শোনা যায়, তার স্ত্রীর সংখ্যা নাকি ৫০০ ছিল! নর্তকীদের নাচের এক অনুষ্ঠানে তিনি এক নর্তকীর নাচ দেখে বলেছিলেন, এ নর্তকী বিশ্বসেরা।
তখন তার একজন সভাসদ বলেন- মহারাজ, এই নর্তকী আম্রপালীর নখের যোগ্য নয় !
বিম্বিসারের এই কথাটি নজর এড়ায়নি। তিনি তার সেই সভাসদের থেকে আম্রপালী সম্পর্কে বিস্তারিত শুনে তাকে কাছে পাবার বাসনা করেন।
কিন্তু তার সভাসদ বলেন, সেটা সম্ভব নয়। কারণ, তাহলে আমাদের যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হবে আর আম্রপালীর দেখা পাওয়াও এত সহজ নয়। দেশ-বিদেশের বহু রাজাসহ রাজপুত্ররা আম্রপালীর প্রাসাদের সামনে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। কিন্তু মন না চাইলে তিনি কাউকে দেখা দেন না।

এত কথা শুনে বিম্বিসারের আগ্রহ আরও বেড়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আম্রপালীকে দেখে আসবেন। কি এমন আছে সেই নারীর মাঝে, যার জন্য পুরো পৃথিবী পাগল হয়ে আছে!
তারপর বহু চড়াই উৎরাই শেষে তার আম্রপালীর সাথে দেখা করার সুযোগ আসে। আম্রপালীর প্রাসাদ আম্রকুঞ্জে। কিন্তু দেখা করতে গিয়ে রাজা চমকে উঠেন, এত কোন নারী নয় ; যেন সাক্ষাৎ পরী ! এ কোনভাবেই মানুষ হতে পারেন না। এত রুপ মানুষের কিভাবে হতে পারে!
কিন্তু অবাক রাজার জন্য আরও অবাক কিছু অপেক্ষা করছিল। কারণ, আম্রপালী প্রথম দেখাতেই তাকে মগধ রাজ্যের রাজা বলে চিনে ফেলেন এবং জানান... তিনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বহু আগে থেকেই।
এই কথা শুনে রাজার বিস্ময়ের সীমা থাকে না।
রাজা সাথে সাথে তাকে তার রাজ্যের রাজরাণী বানানোর প্রস্তাব দেন। কিন্তু আম্রপালী জানান, তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবেন না। উল্টো বহু মানুষের জীবন যাবে। রক্তপাত হবে। তাই রাজাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলেন।
কিন্তু বিম্বিসার বৈশালী আক্রমন করে আম্রপালীকে পেতে চান । ওদিকে আম্রপালী তার নিজের রাজ্যের কোন ক্ষতি চান না। তাই তিনি রাজাকে তার নিজ রাজ্যে ফেরত পাঠান এবং বৈশালীতে কোন আক্রমণ হলে তিনি তা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন।

এদিকে বিম্বিসারের সন্তান অজাতশত্রুও আম্রপালীর প্রেমে মগ্ন ছিলেন। তিনি বিম্বিসারকে আটক করে নিজে সিংহাসন দখল করে বসেন এবং আম্রপালীকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসেন। কিন্তু দখল করতে সক্ষম হননি এবং খুব বাজেভাবে আহত হন। পরবর্তীতে আম্রপালীর সেবায় সুস্থ হয়ে গোপনে তার নিজের রাজ্যে ফেরত যান । সেদিনও আম্রপালী অজাতশত্রুর বিয়ের প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন।

এত নাটকীয়তার পর শেষের দিকে এসে কি হল? গৌতম বুদ্ধর সময়কাল তখন। গৌতম বুদ্ধ তার কয়েকশ সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন। একদিন বৈশালী রাজ্যের রাবান্দা থেকে এক বৌদ্ধ তরুণ সন্ন্যাসীকে দেখে আম্রপালীর মনে ধরে গেল। তিনি ভাবলেন, দেশ-বিদেশের রাজারা আমার পায়ের কাছে এসে বসে থাকেন আর এত সামান্য একজন মানুষ। তিনি সেই সন্ন্যাসীকে চার মাস তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধকে অনুরোধ করলেন। সবাই ভাবলেন, বুদ্ধ কখনই রাজি হবেন না। কারণ, একজন সন্ন্যাসী এমন একজন পতিতার কাছে থাকবেন; এটা হতেই পারে না। কিন্তু গৌতম বুদ্ধ তাকে রাখতে রাজি হলেন এবং এটাও বললেন, আমি শ্রমণের (তরুণ সে সন্ন্যাসীর নাম ছিল) চোখে কোন কামনা-বাসনা দেখছি না। সে চার মাস থাকলেও নিষ্পাপ হয়েই ফিরে আসবে- এটা আমি নিশ্চিত!

চার মাস শেষ হল। গৌতম বুদ্ধ তার সঙ্গীদের নিয়ে চলে যাবেন। তরুণ শ্রমণের কোন খবর নেই। তবে কি আম্রপালীর রুপের কাছেই হেরে গেলেন শ্রমণ? সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রমণ ফিরে আসেন। তার পিছনে পিছনে আসেন একজন নারী। সেই নারীই ছিলেন আম্রপালী। আম্রপালী তখন বুদ্ধকে বলেন, তরুণ শ্রমণকে প্রলুব্ধ করতে কোনও চেষ্টা বাকি রাখেননি তিনি। কিন্তু এই প্রথম কোন পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালীর নগরবধূ আম্রপালী। তাই আজ সর্বস্ব ত্যাগ করে বুদ্ধের চরণে আশ্রয় চান তিনি।

পরে সব কিছু দান করে বাকী জীবন গৌতম বুদ্ধের চরণেই কাটিয়ে দেন ইতিহাস বিখ্যাত সেই রমণী আম্রপালী!
সংগৃহীত 🙏

রাজস্থানের ডাঃ কোমী ব্যাস উদয়পুরে নিজের চাকরি ছেড়ে তিন সন্তানকে নিয়ে লন্ডনে স্বামীর সঙ্গে থাকতে যাচ্ছিলেন। প্লেন টেক ...
12/06/2025

রাজস্থানের ডাঃ কোমী ব্যাস উদয়পুরে নিজের চাকরি ছেড়ে তিন সন্তানকে নিয়ে লন্ডনে স্বামীর সঙ্গে থাকতে যাচ্ছিলেন। প্লেন টেক অফ-এর আগে তিনি এই সেলফিটা শেয়ার করেছিলেন।

হায়রে মানুষের জীবন! 🥹

এই প্রথম এমন ভয়াবহ রকমের ক্র‍্যাশের শিকার হলো কোনো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। ১৪ বছর আগে এ মডেলের প্রোডাকশন শুরু হওয়ার পর থে...
12/06/2025

এই প্রথম এমন ভয়াবহ রকমের ক্র‍্যাশের শিকার হলো কোনো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। ১৪ বছর আগে এ মডেলের প্রোডাকশন শুরু হওয়ার পর থেকে এমন দেখা যায়নি। ভিডিও দেখে মনে হচ্ছে উভয় ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। পাইলট দক্ষ হলেও এখানে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার ছিল না।

এয়ার ইন্ডিয়ার AI171 ফ্লাইটটি যাত্রা করে আহমেদাবাদ থেকে, গন্তব্য ছিল লন্ডন। ২ জন পাইলট ও ১০ জন ক্রুসহ মোট ২৪২ জন ছিলেন প্লেনে। কিন্তু উড্ডয়নের ৫ মিনিটের মাথায় এয়ারপোর্টের কাছের আবাসিক এলাকায় ক্র‍্যাশ করলো বিমানটি। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) মে-ডে কল করেছিলেন, কিন্তু এরপরই সব নিস্তব্ধ হয়ে যায়। এটিসি থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। এরপর বিমান বিদ্ধস্ত হয়।

অন্যদিকের অবস্থাও নাকি ভয়াবহ। বিমানটি আছড়ে পড়ে মেডিকাল কলেজের এমবিবিএস-পড়ুয়াদের একটি হোস্টেলে। (ছবিগুলো কমেন্টে) ওখানে ৫০ জন মারা গেছেন বলে আশংকা, ১৫ জন ডাক্তার আহত।

বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। তিনি পাইলটদের প্রশিক্ষকও ছিলেন। ছিল ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা। আর কোপাইলট ক্লাইভ কুন্দারের ছিল ১১০০ ঘণ্টার।

©

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই...
11/06/2025

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১. নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।

iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।

vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।

viii). ক্ষুধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

২. এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪. তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি নাসোফ্যারিঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি, এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫. COVID-OmicronXBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কেন COVID-Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে। *

৬. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

[বন্ধুবান্ধব বা পরিবারের সাথে এই বিভাগটি শেয়ার করতে ভুলবেন না]।
[এই বার্তাটি নিজে বুকমার্ক করবেন না]।
অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন। অসুস্থ থাকলে, সুস্থ না হওয়া পর্যন্ত বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।
09/06/2025

বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন। অসুস্থ থাকলে, সুস্থ না হওয়া পর্যন্ত বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sujan2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujan2.0:

  • Want your business to be the top-listed Media Company?

Share