Institute of Health Technology-IHT,Dhaka। ঢাকা আইএইচটি

Institute of Health Technology-IHT,Dhaka। ঢাকা আইএইচটি The Institute of Health Technology (IHT) Dhaka is one of the pioneer Government Medical Technology institutions in Bangladesh.
(8)

It was established in 1963 by the then East Pakistan Government. Institute of health technology-Dhaka Mohakhali-1212

ফার্মেসী রেজাল্ট প্রকাশিত হয়েছে অভিনন্দন সবাইকে ❤️
30/12/2025

ফার্মেসী রেজাল্ট প্রকাশিত হয়েছে

অভিনন্দন সবাইকে ❤️

30/12/2025
30/12/2025

ঢাকা আইএইচটির শরীফ মোহাম্মদ হলে এই নাটকটি করা হয় অসাধারণ একটা নাটক।

নাটক নাম: ফেরা (ঈদ এক্সপ্রেস)

বিএনপির অনেক রাজনীতি, অনেক সিদ্ধান্ত আপনার ভালো নাও লাগতে পারে। তর্ক হতে পারে, মতভেদ হতে পারে। কিন্তু একজন মানুষকে অপছন্...
30/12/2025

বিএনপির অনেক রাজনীতি, অনেক সিদ্ধান্ত আপনার ভালো নাও লাগতে পারে। তর্ক হতে পারে, মতভেদ হতে পারে। কিন্তু একজন মানুষকে অপছন্দ করার সুযোগ খুব কমই আছে—তিনি বেগম খালেদা জিয়া।
এই মানুষটার ধৈর্য ছিল পাহাড়সম, সহনশীলতা ছিল নীরব শক্তির মতো। জীবনের পর জীবনে তিনি যে আঘাতগুলো সহ্য করেছেন, তাতে অনেকেই ভেঙে পড়ত, প্রতিহিংসায় জ্বলে উঠত, স্বৈরাচার হয়ে যেত। কিন্তু তিনি হননি।
স্বামীকে হারিয়েছেন।
এক সন্তানকে হারিয়েছেন।
আরেক সন্তানকে দেশছাড়া নির্বাসনে যেতে হয়েছে।
ঘরবাড়ি গেছে, দলীয় নেতাকর্মীরা একে একে জেলে গেছে।
নিজেও জীবনের শেষ প্রান্তে এসে কারাগারের অন্ধকার দেখেছেন।
এত কিছুর পরেও তিনি মাথা নত করেননি। কাউকে দমন করতে ক্ষমতার নেশায় মত্ত হননি। প্রতিশোধের রাজনীতি বেছে নেননি। নিজের কষ্টগুলোকে বুকের গভীরে চেপে রেখে, তিনি নিজেকে হিমালয়ের মতো স্থির ও উঁচু রেখেছিলেন।
আজ সেই আপোষহীন, দৃঢ়চেতা নারী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। একটি অধ্যায় শেষ হলো—কিন্তু ইতিহাস শেষ হয়নি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
আর বিএনপি যদি সত্যিই তাঁর প্রতি সম্মান দেখাতে চায়, তবে তাঁর আদর্শ—সহনশীলতা, দৃঢ়তা ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস বাঁচিয়ে রাখুক।
কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের নীরব দৃঢ়তা বহুদিন মানুষের বিবেক নাড়িয়ে দেয়।
বেগম জিয়া তেমনই একজন।

28/12/2025

ঢাকা আইএইচটি তে শীতের একটি বিকেল

আজকে ঢাকা আইএইচটিতে তুষার পড়তেছে🥶🥶🥶
28/12/2025

আজকে ঢাকা আইএইচটিতে তুষার পড়তেছে🥶🥶🥶

২০২৩-২৪ সেশনের যাদের রেজিষ্ট্রেশনের নিজ নাম/পিতা/মাতার নাম ভুল হয়েছে তাদের জন্য :
28/12/2025

২০২৩-২৪ সেশনের যাদের রেজিষ্ট্রেশনের নিজ নাম/পিতা/মাতার নাম ভুল হয়েছে তাদের জন্য :

আপনারা গ্যালারিতে  থাকা ক্যাম্পাসের  সুন্দর ছবিটি কমেন্ট করুন।
25/12/2025

আপনারা গ্যালারিতে থাকা ক্যাম্পাসের সুন্দর ছবিটি কমেন্ট করুন।

🙂
25/12/2025

🙂

পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধা। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন হয়তো ক্যা’ন্সার বা বড় কোনো...
24/12/2025

পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধা। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন হয়তো ক্যা’ন্সার বা বড় কোনো টিউমার হয়েছে। কিন্তু সিটি স্ক্যান করার পর যা দেখা গেল, তাতে ডাক্তারদের চোখ কপালে ওঠার মত ছিল! পেটের ভেতর টিউমার নয়, ছিল ৫৬ বছর আগের একটি আস্ত শিশু! ঘটনাটি ব্রাজিলের, যেখানে ১৯৬৮ সাল থেকে নিজের অজান্তেই এই মৃ’ত ভ্রূণটি বহন করছিলেন ড্যানিয়েলা ভেরা।

বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘লিথোপেডিয়ন’ বা ‘স্টোন বেবি’। এটা আসলে আমাদের শরীরের একটা অদ্ভুত ডিফেন্স মেকানিজম। জরায়ুর বাইরে কোনো ভ্রূণ মারা গেলে শরীর যদি সেটাকে বের করতে বা মিশিয়ে ফেলতে না পারে, তখন ইনফেকশন ঠেকাতে শরীর নিজেই সেটার চারপাশে ক্যালসিয়ামের শক্ত দেয়াল তৈরি করে ফেলে। অনেকটা সিমেন্টের আস্তরণ বা খোলস তৈরির মতো। ফলে ভ্রূণটি ‘পাথরে’ পরিণত হয় এবং বছরের পর বছর শরীরে সুপ্ত অবস্থায় থেকে যায়।

ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এখন পর্যন্ত এমন ঘটনা ৩০০টিরও কম রেকর্ড করা হয়েছে। গত বছরের ১৪ মার্চে বিরল এই অস্ত্রোপচার করা হলেও দুর্ভাগ্যবশত পরদিনই মা’রা যান ড্যানিয়েলা। মানবদেহ যে কতটা অদ্ভুত আর রহস্যময় হতে পারে, এই ঘটনাই তার জ্বলজ্যান্ত প্রমাণ। (বিজ্ঞান্বেষী)

সূত্র: সিএনএন, দ্য সান

Address

Mohakhali 1212
Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Health Technology-IHT,Dhaka। ঢাকা আইএইচটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Institute of Health Technology-IHT,Dhaka। ঢাকা আইএইচটি:

Share