08/07/2025
সবাই জামাত ইসলামের পাশে থাকুন ইনশাআল্লাহ জামায়াত ইসলামের চারটি সংগঠন----
১।জামায়াতে ইসলামী
২।ইসলামী ছাত্রশিবির
৩।ছাত্রী সংস্হা
৪।শ্রমিক কল্যাণ ফেডারেশন
এই চারটি সংগঠনে কোনটিতেই আকাবির পূজা শেখানো হয়না।কেননা,মহানবী (সা.)-এর পরেই ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হন হযরত আবু বকর সিদ্দীক (রা.)। খলিফা নিযুক্তির পর হযরত আবু বকর সিদ্দীক (রা.) তাঁর প্রথম ছোট ভাষণে বলেন, ‘আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। আপনাদের সকলের সাহায্য ও পরামর্শ আমার কাম্য।
আমি ন্যায় ও সত্যের পথে থাকলে আপনারা আমাকে সমর্থন করবেন। বিপথগামী হলে আমাকে উপদেশ দেবেন। আমি সত্য গ্রহণ করবো,মিথ্যা বর্জন করবো। আমার চোখে ধনী-গরীব, সবল-দুর্বল সকলেই সমান। আপনারা আমাকে ততক্ষণ মেনে চলবেন, যতক্ষণ আমি আল্লাহ ও তাঁর রাসূলকে মেনে চলব। অন্যথায় আপনাদের নেতা হওয়ার আমার কোনো অধিকারই নেই'
উক্ত নীতি আদর্শ চার সংগঠেনেরই চলার পাথেয়।
এই সংগঠনে নেতা নির্বাচিত করার পদ্ধতিও স্বতন্ত্র।এখানে কারো মুখের দিকে তাকিয়ে নেতা বানানো হয়না। নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তি নেতা নির্বাচিত হয় বিধায় বাতিল শক্তি বার বার এই সংগঠনের মধ্যে ফাটল সৃষ্টিতে ব্যর্থ হয়েছে।
পদ-পদবি ও ই*হুদিবাদী ই*সরাইলের টাকার ভাগ বাটুয়ারা নিয়ে তাবলিগ জামায়াতে সংঘর্ষ,পীরের নামে মাজার ব্যবসা নিয়ে একে অপরকে কাফির ফতুয়া-শত দল উপদলে যখন বিভক্ত ক্বওমী ধর্মের অনুসারীগণ যখন জামায়াতের আক্বিদা নিয়ে প্রশ্ন তুৃলে বেমানান লাগে তাদের মুখে
আবারও বলি,নিজেদের ঘর সামলান,নিজেদের আক্বিদা ঠিক করুন,নিজেদের মধ্য ঐক্য গড়ে তুলুন।জামায়াতের আক্বিদা খারাপ,তাদেরকে বাদ রেখে দ্বীন কায়েমের কর্মসুচি দিয়ে মাঠে নামুন।তাহলেই বুঝা যাবে ঈমানের দৌড় কতদূর!
ফিরে দেখা পোস্ট আল্লাহ হাফেজ
Write . Muhammad Al Amin