দাঁড়ি পাল্লা

দাঁড়ি পাল্লা ছীড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায়,
ফিরে আসুন রবের ভালোবাসায় ...।🇸🇦🇧🇩🤝 (:)"(:)

25/08/2025
তুমি যাদের করতে চেয়েছিল শূন্য  তারাই আজ  পরিপূর্ণ আল্লহামদুলিল্লাহ
20/07/2025

তুমি যাদের করতে চেয়েছিল শূন্য
তারাই আজ পরিপূর্ণ আল্লহামদুলিল্লাহ

18/07/2025

আহ কি সুন্দর চমৎকার
১০০% মিলছে রাকিব তোমার আশা পুরন হলো গানের কথা টি

15/07/2025

যোগ্য ব্যক্তি ছাড়া রাজনীতির মাঠ দুর্নীতি হয়

সবাই জামাত ইসলামের পাশে থাকুন ইনশাআল্লাহ  জামায়াত ইসলামের   চারটি সংগঠন----১।জামায়াতে ইসলামী২।ইসলামী ছাত্রশিবির৩।ছাত্রী ...
08/07/2025

সবাই জামাত ইসলামের পাশে থাকুন ইনশাআল্লাহ জামায়াত ইসলামের চারটি সংগঠন----
১।জামায়াতে ইসলামী
২।ইসলামী ছাত্রশিবির
৩।ছাত্রী সংস্হা
৪।শ্রমিক কল্যাণ ফেডারেশন

এই চারটি সংগঠনে কোনটিতেই আকাবির পূজা শেখানো হয়না।কেননা,মহানবী (সা.)-এর পরেই ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হন হযরত আবু বকর সিদ্দীক (রা.)। খলিফা নিযুক্তির পর হযরত আবু বকর সিদ্দীক (রা.) তাঁর প্রথম ছোট ভাষণে বলেন, ‘আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। আপনাদের সকলের সাহায্য ও পরামর্শ আমার কাম্য।

আমি ন্যায় ও সত্যের পথে থাকলে আপনারা আমাকে সমর্থন করবেন। বিপথগামী হলে আমাকে উপদেশ দেবেন। আমি সত্য গ্রহণ করবো,মিথ্যা বর্জন করবো। আমার চোখে ধনী-গরীব, সবল-দুর্বল সকলেই সমান। আপনারা আমাকে ততক্ষণ মেনে চলবেন, যতক্ষণ আমি আল্লাহ ও তাঁর রাসূলকে মেনে চলব। অন্যথায় আপনাদের নেতা হওয়ার আমার কোনো অধিকারই নেই'

উক্ত নীতি আদর্শ চার সংগঠেনেরই চলার পাথেয়।
এই সংগঠনে নেতা নির্বাচিত করার পদ্ধতিও স্বতন্ত্র।এখানে কারো মুখের দিকে তাকিয়ে নেতা বানানো হয়না। নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তি নেতা নির্বাচিত হয় বিধায় বাতিল শক্তি বার বার এই সংগঠনের মধ্যে ফাটল সৃষ্টিতে ব্যর্থ হয়েছে।

পদ-পদবি ও ই*হুদিবাদী ই*সরাইলের টাকার ভাগ বাটুয়ারা নিয়ে তাবলিগ জামায়াতে সংঘর্ষ,পীরের নামে মাজার ব্যবসা নিয়ে একে অপরকে কাফির ফতুয়া-শত দল উপদলে যখন বিভক্ত ক্বওমী ধর্মের অনুসারীগণ যখন জামায়াতের আক্বিদা নিয়ে প্রশ্ন তুৃলে বেমানান লাগে তাদের মুখে

আবারও বলি,নিজেদের ঘর সামলান,নিজেদের আক্বিদা ঠিক করুন,নিজেদের মধ্য ঐক্য গড়ে তুলুন।জামায়াতের আক্বিদা খারাপ,তাদেরকে বাদ রেখে দ্বীন কায়েমের কর্মসুচি দিয়ে মাঠে নামুন।তাহলেই বুঝা যাবে ঈমানের দৌড় কতদূর!

ফিরে দেখা পোস্ট আল্লাহ হাফেজ
Write . Muhammad Al Amin

এক মুসুল্লি হুজুরকে প্রশ্ন করলো,       আচ্ছা হুজুর! !দাজ্জালের কপালে      কাফের লেখা থাকা সত্বেও মানুষ      কিভাবে তার অ...
03/03/2025

এক মুসুল্লি হুজুরকে প্রশ্ন করলো,
আচ্ছা হুজুর! !দাজ্জালের কপালে
কাফের লেখা থাকা সত্বেও মানুষ
কিভাবে তার অনুসারী হবে

হুজুর বললেন, যেভাবে মানুষ
সিগারেটের প্যাকেটে "ধুমপান মৃত্যু
ঘটায়" লেখা থাকা স্বত্বেও ধুমপান
করে//_____ ঠিক সেই ভাবে

হে আল্লাহ্! আপনি আমাদের
সঠিক বুঝ দান করুন।

23/02/2025

রাজনীতি করা ফরজ ( মুফতী আমির হামজা )
MD AL Amin Islam দ্বীনের ভাবনা Md Munna Alom

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাঁড়ি পাল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share