Faruk ফারুক

Faruk ফারুক HI there, I am a Digital Marketer & Professional SEO I am a Digital Marketer & Professional SEO

সুবাহান আল্লাহ পেজের সেই রকম পারফরমেন্স
08/09/2023

সুবাহান আল্লাহ পেজের সেই রকম পারফরমেন্স

Follow TO Follow Back 100%  Faruk ফারুক
08/07/2023

Follow TO Follow Back 100%
Faruk ফারুক

SEO এর ব্যাসিক নিয়ে পরিপূর্ণভাবে আলোচনা করেছি। 🙂🙂যথেষ্ট সময় ও শ্রম দিয়ে পর্যাপ্ত যন্ত্রণা করে লিখেছি, প্রচুর মন্তব্য প্র...
21/06/2023

SEO এর ব্যাসিক নিয়ে পরিপূর্ণভাবে আলোচনা করেছি। 🙂🙂
যথেষ্ট সময় ও শ্রম দিয়ে পর্যাপ্ত যন্ত্রণা করে লিখেছি, প্রচুর মন্তব্য প্রার্থনা করছি। আপনার যেকোনো মন্তব্য গ্রহন করা হবে।
প্রথমেই বলে রাখি, এই কন্টেন্ট টা সম্পূর্ণ বিগেনার ও মিড লেভেলদের জন্য, এক্সপার্টরা এড়িয়ে যেতে পারেন অথবা পড়তেও পারেন।
বর্তমানে পুরো পৃথিবীতে প্রচুর ধরনের পেশা বিদ্যমান তার মধ্যে ডিজিটাল মার্কেটিং সেরা একটি পেশা। ইনফরমেশন টেকনোলজি উদাহরণসরূপ প্রতিনিয়ত উন্নত হচ্ছে, প্রচুর অনলাইনে অধিভুক্ত হচ্ছে। যার ফলে প্রতিটা কোম্পানি মডার্ন এর সঙ্গে জড়িত হচ্ছে আর এইজন্নই সংগঠন গুলোতে অনেক মডার্ন মার্কেটার দরকার হচ্ছে।
বর্তমান যুগ মডার্ন যুগ। আপনি বিশ্বে বাস করছেন মডার্ন প্রযুক্তির মাঝে। সেই হিসেবে আপনার ব্যবসায় সফলতা পেতে নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিং ঠিকভাবে করতে হবে। আপনি ট্র্যাডিশনাল প্রচার হতে তুলনা মুলক ভাবে কম খরচে আধুনিক মার্কেটিং এর সাহায্যে যেকোনো পণ্যের প্রসার ও প্রচার করা যায়।

The Importance of digital marketing

আমরা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে একটু ধারণা লাভ করি। জগতে যেখানে আজকাল ৪০০ কোটির বহু মানুষ ইন্টারনেট ব্যবহার করে তার সাথে তার মধ্যে ৩০০ কোটির বহু মানুষ নানারকম সামাজিক গণমাধ্যম প্রয়োগ করে থাকে। (সূত্র- statista.com )
সেখানে বাংলাদেশের ১৬ কোটি জনগনের প্রায় ৮ কোটিরও বেশী ব্যক্তি বর্তমান ইন্টারনেট ব্যাবহার করছে। ( সূত্র- btrc.gov.bd ) সেই সঙ্গে সনামধন্য যোগাযোগের মাধ্যম এফবির ইউজারের সংখ্যা ৩ কোটি। যেখানে ২০১২ সালে মোট ইন্টারনেট ইউজার ছিল মাত্র ৩১ হাজারের একটু বহু ( সূত্র- btrc.gov.bd ) ।আর সে টাইমে এফবির ইউজার ছিল তো গুটি কয়েকটি লোক ।
এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় কেন দিন দিন ডিজিটাল প্রচার এত জনপ্রিয় হচ্ছে।

তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর মর্যাদা অনেক, সম্প্রতি মাঝারি ও বিশাল পর্যায়ের প্রায় সব ব্যবসাকে প্রমোট করার জন্য ডিজিটাল মার্কেটিং করার জন্য হয় এমনকি ছোট খর্ব ব্যবসায় গুলোতেও আধুনিক মার্কেটার চাই হচ্ছে।

আমরা প্রভাতে উঠে শুরুতে কি করি, স্মার্টফোন হাতে নেই, গতকাল ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কতটা লাইক পরেছে, কতটা কমেন্ট পরেছে সেগুলো চেক করি, কিংবা অন্য কেউ পোস্ট করলো কিনা, কি পোস্ট করেছে সেইটা দেখার চেষ্টা করি। অনেকেই আবার ঘুম থেকে উঠে অফিসের মেইল চেক করছি, ক্লায়েন্টের কোন মেইল আসছে কিনা দেখছি, ই-কমার্স বাজারে নতুন কোন পন্য আসছে কিনা খুঁজে দেখি, এইভাবে প্রায় সবাই ইন্টারনেটের সঙ্গে জড়িয়ে যাচ্ছি। এতে করে এক পক্ষ্যকে কিন্ত চান্স করে দিচ্ছি, আর তারা হলো আধুনিক মার্কেটার। তারমানে বুঝতেই পারছেন, মডার্ন প্রচার কতটা জরুরি ও প্রয়োজনীয়।

ডিজিটাল মার্কেটিং করার গুরুত্বপূর্ণ উপায় গুলো হচ্ছে

সার্চ ইঞ্জিন অপটিমাউজেশন (SEO)
সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ইনফ্লুয়েন্সার মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং
কন্টেন্ট অটোমেশন
ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন
ভাইরাল মার্কেটিং
ইমেইল মার্কেটিং
ক্যাম্পেইন মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং
ডাটা-ড্রাইভেন মার্কেটিং
ইন্টারেক্টিভ মার্কেটিং
ই-কমার্স মার্কেটিং
টার্গেটেড রিমার্কেটিং
এবং স্পন্সর প্রচার স্ট্রেটেজি অন্যতম।

এছাড়াও বিদ্যমান পর্যাপ্ত প্রচার স্ট্রেটেজি, সময়, ট্রেন্ড ও পরিস্থিতি বুঝে মার্কেটিং এর বিভিন্ন কৌশল আপ্লাই করতে হয়, তাহলে জানানো যায় মডার্ন মার্কেটিং পর্যাপ্ত বৃহৎ একটা সেক্টর।

ডিজিটাল মার্কেটিং এর সেরা ১টি অংশ হলো এসইও

ডিজিটাল মার্কেটিং এর সেরা একটি পার্ট হচ্ছে এসইও। এসইও কাজের চাহিদা আছে অনেক। আজকে শুধু এসইও সম্মন্ধে ব্যাসিক পরিপূর্ণভাবে ধারণা দেওয়ার ট্রাই করবো।
আচ্ছা আধুনিক প্রচার এর সংজ্ঞাটা দিয়ে ফেলি তাহলে এসইও টা বুঝতে এইরকম সোজা হবে। শুধুমাত্র প্রচার বলতে আমরা কি বুঝি, যেকোনো পণ্য পক্ষান্তরে সেবা, অ্যাডভারটাইজমেন্ট বা বিকাশ করে বিক্রয় করা।

ডিজিটাল প্রচার বলতে, যেকোনো মডার্ন টেকনোলজি ব্যবহার করে, প্রধানত ইন্টারনেট তার সাথে আরও আদার্স মডার্ন টুলস ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেকোনো পণ্যের বা সেবার বিজ্ঞাপন ও প্রচারণা করাকে বোঝায়।

অর্থাৎ, মডার্ন প্রচার এর ধাপ উদাহরণসরূপ অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও), অনুসন্ধান ইঞ্জিন প্রচার (এসইএম), সোশাল গণমাধ্যম মার্কেটিং (এসএমএম), সোশাল মিডিয়া অপ্টিমাইজেশান, ই-মেইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, ডিসপ্লে এ্যাডভারটাইজিং, টেলিভিশন এ্যাডভারটিজিং, মোবাইল ফোন এসএমএস তার সাথে এমএমএস, কলব্যাক, তার সাথে ইলেক্ট্রনিক্স বিলবোর্ডসহ এইরকম প্রযুক্তির মাধ্যমে সঠিক এবং খাটি ভাবে যেকোনো পণ্য বা সেবা নির্দিষ্ট কোনো ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানোকেই আধুনিক প্রচার বলে।

তাহলে এখন বুঝতেই পারছেন, আধুনিক প্রচার প্রচুর বৃহৎ একটা ডিপার্টমেন্ট, এটা হতে পারেন ইন্টারনেটে কিংবা অফলাইনে, তবে ডিজিটাল তার সাথে ইলেকট্রনি মিডিয়ার সাহায্যে হবে এবং বেশির ভাগ কাজ হবে ইন্টারনেটের মাধ্যমে। বেশির ভাগ বলতে বুঝাচ্ছি ৯০% মার্কেটিং ইন্টারনেটে।

এখন কি বুঝলেন, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন টা আসলে কি? বলা যায় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হচ্ছে মডার্ন প্রচার এর অন্যতম, জরুরি এবং সুবিশাল পার্ট বা উপায়। মডার্ন প্রচার করার জন্য গেলে প্রথমেই এসইও এর কথা সবার প্রথমে আসে। তাহলে আমরা প্রথমে এসইও দিয়েই আরম্ভ করবো। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সম্মন্ধে ডিটেইলস আন্দাজ নেওয়া ট্রাই করবো।

What is SEO?

এসইও এর কুসুম এলাভোরেশন হচ্ছে –
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO – Search Engine Optimization)।

মূল বিষয় গুলো মাথায় রেখে অধিকাংশই পর্যাপ্ত ভাবে এসইও এর সংজ্ঞা দিয়ে থাকেন, সবগুলোই সঠিক। আমি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর সংজ্ঞা যেভাবে দিয়ে থাকি অলওয়েজ -

এসইও হচ্ছে এমন কতিপয় পদ্ধতি, যে পদ্ধতি গুলো নির্ভর করে সার্চ ইঞ্জিন গুলোতে যেকোনো ধরনের ওয়েবসাইটকে প্রোমোট করা যায়।

যদি একটু অগাধ ভাবে বলি – এসইও হল কতিপয় নীতি বিধান বা টেকনিক যার মাধ্যমে যেকোনো একটা সাইটে বিভিন্ন ধরনের অনুসন্ধান ইঞ্জিন (যেমন- গুগল, বিং ইয়াহু) থেকে বেশি পরিমানে পরিদর্শক বা ট্রাফিক বিনামূল্যে নিয়ে আসা।

এক কথায়, যদি আমরা আমাদের ওয়েবসাইট গুলোতে ট্রাফিক আনতে চাই, তাহলেই এসইও করা দরকার। একটা ওয়েবসাইট কে যদি অনুসন্ধান ইঞ্জিন গুলোতে প্রথম পেইজ এবং ১ম পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে বিনামূল্যে অনেক ট্রাফিক পাওয়ার সম্ভবনা থাকে। যদি ১ম পেইজে ও প্রথম পজিশনে আনতে চাই, তাহলেই ওয়েবসাইটকে ঠিকভাবে এসইও করা প্রয়োজন।

খুব সহজ ভাষায় বলছি, আপনার ওয়েবসাইটে বিনামূল্যে পরিদর্শক নিয়ে আসতে চাইলে এসইও করার জন্য হবে।

এসইও সম্মন্ধে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে, ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে এবং সাথে সঙ্গে অনুশীলন ও গুগলে রির্সাচ করার জন্য হবে। কিছু কয়েকটি টেকনিক্যাল ব্যাপার অতিশয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে।

এসইও সম্পর্কে এই সিরিজে ডিটেইলস জানতে পারবেন, আমি যতটুকু জানি নির্ভুল ততটুকু জানাবো। তারজন্য আপনাকে ধাপে স্তরে পড়ে যেতে হবে।

আচ্ছা যাইহোক, আশাকরি কিছুটা আন্দাজ পেয়েছেন, এসইও টা কি? আরেকটু সোজা করার ট্রাই করছি, আমরা গুগলে হাজার হাজার ওয়েবসাইট দেখতে পায়, আপনি যখন কোন একটা কী ওয়ার্ড (ছোট করে বলি, কী ওয়ার্ড হচ্ছে গুগলে বা ইউটিউবে যা লিখে অনুসন্ধান দেয় সেই গুলোই এক একটা কী ওয়ার্ড) কী ওয়ার্ড দ্বারা গুগলে অনুসন্ধান করবেন, সেই সময় কিন্ত গুগলের প্রথম পেইজে ১০টা ওয়েবসাইট দেখায়, পাদদেশে দেখতে পারবেন ২য়, ৩য়, ৪র্থ এরকম প্রচুর পেইজে ১০টা ১০টা প্রচুর ওয়েবসাইট রয়েছে। কিন্ত আপনি যখন কোন কতিপয় গুগল হতে খুঁজে বের করার জন্য যাবেন তখন তো সব সাইটে যাবেন না, এজন্য না। শুধুমাত্র ১ম পেইজে থাকা ১, ২, ৩ নাম্বার এর ভিতরে যেকোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করছেন, আপনার কাঙ্খিত ইনফরমেশন পাওয়া জন্য।

তাহলে অবশিষ্ট ওয়েবসাইট গুলো তো ভিজিটর পাচ্ছে না, আর সাইটে পরিদর্শক না থাকা মানে, কাস্টমার ছাড়া দোকান, ওয়েবসাইট থেকে করার জন্য হলে, ওয়েবসাইট দিয়ে বিজনেস করার জন্য হলে নিশ্চয়ই প্রচুর ট্রাফিক নিয়ে আসতে হবে। অর্থাৎ কাস্টমার নাই, আপনার বিজনেস ও নাই, লাভ লস পড়ে হিসাব করবেন। আশা করি এইবার বুজাতে পেরেছেন, না বোঝে থাকে তাহলে আবার পড়ুন।

People spend a lot of time developing their websites and designing them. A lot of work goes into making the perfect website. But the small amount of time spent to optimize the posts on the website is easily the most important part. This is where SEO or search engine optimization comes in.

Why need SEO for Online Business?

অনলাইন বিজনেস করার অন্যতম ও উত্তম স্তর হলো প্রথমেই একটা ওয়েবসাইট থাকা। আপনি একটা অনলাইন বিজনেস দিয়েছেন, একটা ওয়েবসাইট বানিয়েছেন আপনি বা ডেভেলপার দ্বারা, তারপর এইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রয় করবেন পক্ষান্তরে কোন সার্ভিস দিবেন।
এখন আপনার প্রোডাক্ট বা সেবা বিক্রয় করার জন্য কাস্টমার দরকার ( সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর ল্যাংগুয়েজে ট্রাফিক)। যেকোনো কাস্টমার ব্যবস্থা করলেই কিন্ত শক্তিস্তর হবে না, অবশ্যই আপনার পণ্য সামঞ্জস্যপূর্ণ থেকে হবে। অর্থাৎ আপনার টার্গেটেড লোকদেরকে জানাতে হবে আপনার একটা বিজনেস আছে। আর বিনামূল্যে জানানোর মাধ্যমটাই হচ্ছে এসইও। এসইও ব্যতীত আপনি আপনার বিজনেস প্রমোট করার জন্য পারবেন না, মার্কেটিং করার অন্যতম উপায় হচ্ছে এসইও। এইটাও বলতে পারি যে, নির্ভুল এসইও ব্যতীত আপনি অনলাইনে আপনার বিজনেসের প্রচার করার জন্য পারবেন না।

তাই অনলইনে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠা করতে হলে, যেকোনো অনলাইন ব্যবসাকে বেশ ভালো পজিশনে নিয়ে যেতে হলে ওয়েবসাইট দরকার, আর যেখানেই ওয়েবসাইট সেখানেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন প্রয়োজন।

Why SEO is so important for any website?

আগের কথাই, আপনার সাইটে পরিদর্শক না থাকলে, সেই ওয়েবসাইট দিয়ে কিছুই করার জন্য পারবেন না। ওয়েবসাইট খুলে লাভ নেই যদি প্রচুর পরিদর্শক না থাকে তার সাথে অনেক ভিজিটর ছাড়া আপনি আপনার পন্য সেল করতে পারবেন না, ট্রাফিক ছাড়া ওয়েবসাইট মানে, কাস্টমার ছাড়া দোকান। একারণে প্রতিটা ওয়েবসাইটকেই এসইও করার জন্য হবে। প্রতিটা ওয়েবসাইটকে অতিশয় মর্যাদা সহকারে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করা আবশ্যক, যদি ওয়েবসাইট হতে করার জন্য চান বা আপনার কোন পন্য বা পরিসেবা শক্তিস্তর করতে চান।

SEO as a carrier

কেন ক্যারিয়ার হিসেবে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কে বেঁচে নিবেন? এইটা কি আধৌ সুন্দর ডিসিশন হবে আপনার জন্য? ফিউচারে কি এইটার মূল্য থাকবে? জবের ক্ষেত্র কেমন আছে বাংলাদেশে বা বিশ্বে? এসইও শিখে কোথায় কোথায় চাকরি করা বা কাজ করা যাবে। এসইও এক্সাপার্ট হয়ে কিরকম আয় করা যায়। এরকম প্রচুর প্রশ্নই আপনার মনে থাকতে পারে।

আসলে, এক কথায় যদি বলি – এসইও এক্সপার্টদের আজকাল অনেক মূল্য রয়েছে। একজন স্কিলফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজারের কাজের ক্ষেত্রের অভাব নেই দেশে বা সারা পৃথিবীতে বলেন। আপনি চাইলে অনলাইনে ও কাজ করার জন্য পারেন কিংবা অফলাইনে কোন কোম্পানির সঙ্গে ও কাজ করতে পারেন। তারজন্য নিশ্চয়ই আপনাকে এসইও স্কিলফুল থেকে হবে তার সাথে এ টো জেড প্রচণ্ড খাটি ভাবে জানতে হবে। সাম্প্রতিক সময়ে ১টি ওয়েবসাইটের অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজেশন অতি গুরুত্বপূর্ণ বিষয়। সময় তার সাথে কাজের ধরনের এই পরিবর্তনে যুগোপযোগি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যারা এই পেশার সঙ্গে জড়িত তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজার জানানো হয় বা এসইও এক্সপার্ট জানানো হয়।

বাংলাদেশেই হাজার হাজার নবযৌবনপ্রাপ্ত তরুণী অনুসন্ধান ইঞ্জিন অপটিমাইজার হিসেবে প্রতি মাসেই হাজার হাজার ডলার ইনকাম করছে। ইন্টারনেটে নানারকম ধরনের মার্কেটে কাজ করতে পারবেন, অন্য কোন দেশের সাথেও সরাসরি কক্ষে বসে কাজ করার জন্য পারবেন অনালাইনে। হাঁ ভবিষ্যতেও এইটার দর থাকবে। যতদিন ওয়েবসাইট থাকবে, ইন্টারনেট থাকবে, ফেইসবুক, ইউটিউব থাকবে নির্ভুল ততদিন এসইও এর চাই হবে, ততদিন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর কাজ পাওয়া যাবে।

আপওয়ার্ক মার্কেটে এ দেখা গেছে প্রায় ৫ হাজারের বেশি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ পাওয়া যায়। ফ্রিল্যান্সার.কম অনলাইন মার্কেটপ্লেসটিতেও প্রায় দুই হাজারের বহু প্রজেক্ট রয়েছে। এবং অনলাইন মার্কেটপ্লেসের মধ্যে সেরা হচ্ছে ফাইবার.কম এখানেও সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সম্পর্কিত ৫ ডলার হতে আরম্ভ করে ১০০০/২০০০ ডলারের সার্ভিস দেওয়া যায়। এগুলো ঘন্টাচুক্তিতে বা ফিক্সড প্রাইসে করা যায়। এছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজারকে পসিবল হলে লোকাল মার্কেটের কিছু কাজ করে ব্যক্তিগত ব্র্যান্ডিং দর বাড়ানো উচিত। এতে জাতীয় বা আন্তর্জাতিকভাবে কাজ প্রাপ্তির নিশ্চয়তা থাকে। লোকাল সুবিশাল বড় কোম্পানি আপনাকে হায়ার করে নিবে যখন প্রচুর এক্সপিরিয়েন্স হবে। বাংলাদেশের পর্যাপ্ত কোম্পানী সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন দক্ষ হায়ার করে নিচ্ছে প্রতিনিয়ত।

What can be done after learning SEO?

এসইও শিখে কি করবেন, এত কষ্ট করে শিখে লাভ কি হবে? দিনের পর দিন তত্ত্বানুসন্ধান করে কি করবেন? আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন? সরল ল্যাংগুয়েজে যদি বলি, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শিখে কিভাবে আপনি ইনকাম করবেন? এ জাতীয় ও প্রশ্ন আপনার মনে আসতে পারে।

আপনার অনলাইন কোন বিজনেস থাকলে, সেইটাকে এইরকম পুষ্ট করতে পারবেন, এসইও দ্বারা বিজনেসের শক্তিস্তর বাড়াতে পারবেন। Anything online that actually require traffic, online a website, blogging, e-commerce website, affiliate marketing etc.

এসইও শিখার পর কি ধরনের কাজ করতে পারবেন, ডিটেইলস জানুন

০১। আপনি ইন্টারনেটে ব্যবসা করতে পারবেনঃ

হাঁ, আপনি চাইলে নিজের একটা ব্যবসা অনলাইনে করতে পারবেন এসইও শিখার পর। অফলাইনে তো হাজার হাজার বিজনেস দেখছেন প্রতিষ্ঠা হতে। তবে অধুনা ইন্টারনেটে ও অনেক বিজনেস দিন দিন প্রতিষ্ঠা হচ্ছে। অনেকেই ই কমার্স বিজনেস করছে, আপনি ও চাইলে করার জন্য পারবেন। এসইও জানা থাকে তাহলে অনেক অনেক ভালো ভাবে মার্কেট ধরতে পারবেন তার সাথে নিজের ব্যবসাকে প্রমোট করার জন্য পারবেন। নিজের কোন ওয়েবসাইট থাকে তাহলে সেখানেও যেকোনো পরিসেবা প্রোভাইড করতে পারবেন। ধরুন আপনি বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি সেল করবেন, তাহলে একটা ওয়েবসাইট ওপেন করার জন্য পারেন, এবং এসইও করার সাহায্যে ট্রাফিক নিয়ে আসতে পারবেন, আর পর্যাপ্ত টার্গেটেড ট্রাফিক নিয়ে আসতে পারলে ঘড়ি গুলো প্রচণ্ড সহজেই শক্তিস্তর করতে পারবেন।

০২। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শিখে আপনি ব্লগিং করার জন্য পারবেনঃ

এসইও শিখে আপনি নানারকম ধরনের সিংগেল নিস সাইট বা মাল্টি নিস সাইট তৈরি করতে পারবেন। এককথায় যাকে আমরা ব্লগিং বলে থাকি, হাঁ ব্লগিং করে সম্প্রতি হাজার হাজার ডলার ইনকাম করছে দক্ষ এসইও এক্সপার্টরা। ব্লগিং কাকে বলে? কোন একটা টপিক বা বিষয় সম্মন্ধে দিন দিন পর্যায়ক্রমে আর্টিকেল পাব্লিশ করাকেই ব্লগিং বলে। ধরুন আপনি একজন একাউন্টিং বা ম্যানেজমেন্ট এর ছাত্র, আপনি চাইলে এই বিষয় গুলোর ওপর বিভিন্ন ধরনের কার্যকরী ইনফরমেশন দিয়ে আর্টিকেল লিখতে পারেন, প্রতিনিয়ত আপনার ওয়েবসাইট এ আর্টিকেল পাব্লিশ করাকে ব্লগিং বলে। ব্লগিং করে বহু রোজগার করার জন্য পারবেন।
ওয়েবসাইটে বিভিন ধরনের ইনফোরমেটিভ ও কার্যকরী ইনফরমেশন দিয়ে বা যেকোনো ধরনের সেবা দিয়ে চালু করার জন্য পারবেন আপনার নিজস্ব ব্লগিং সাইট। সেখান থেকে অ্যাডসেন্সে করতে পারবেন। ব্লগিং এ ট্রাফিক নিয়ে আসতে হলে অবশ্যই সবগুলো কন্টেন্টকে এসইও করতে হবে। আর ট্রাফিক পর্যাপ্ত হলে অ্যাডসেন্স ব্যতীতও আরও প্রচুর উপায়ে টাকা করার জন্য পারবেন। যদি আপনার সাইটের টার্গেট হয় লোকাল তাহলে লোকাল কোন কোম্পানির অ্যাড দিয়ে ও রোজগার করার জন্য পারবেন। যদি গ্লোবালি ওয়েবসাইট বানান, তাহলে অ্যাডসেন্স দিয়ে পর্যাপ্ত করার জন্য পারবেন। এছাড়াও আছে মিডিয়া.নেট কিন্তু তার জন্য অবশ্যই প্রথম পৃথিবীর দেশ গুলোতে হতে ট্রাফিক আনতে হবে। আর এইজন্য়ই আপনার ভালো ভাবে জানা উচিত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কেমনে করতে হয়।

যারা ব্লগিং শুরু করছেন, তাদের উদ্দেশ্যে -

"একটা উত্তম কথা সবসময় মাথাই রাখা উচিত, সেটা হচ্ছে সঠিক, কোন কিছু লেখার টাইম সৎ এবং ঠিক ইনফরমেশন দিতে হবে, কোন লোক বা প্রতিষ্ঠান সম্মন্ধে দোষ তার সাথে ব্রিভান্তিকর ইনফরমেশন দেওয়া যাবে না। অর্থাৎ, বিতর্ক বিতর্কের বা ভিত্তিহীন বিভ্রান্তিকর কোন আর্টিকেল দেওয়া যাবে না।"

ব্লগিং ওয়েবসাইট বানিয়ে পর্যাপ্ত ভাবে করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে গুগল অ্যাডসেন্স দিয়ে রোজগার করা।
AdSense পাবার সবচেয়ে উপায়।
১. ইংরেজী কন্টেন্ট হলে কপি ফ্রি ৬-১০টা ইউনিক পোস্ট করুন। বাংলা হলে ১০-১৫টা অদ্বিতীয় পোস্ট করুন।
২. প্রতিটা পোস্টে অন্তত একটা ছবি রাখন, ২/৩ টি হলে ভালো হয় এবং ফটো গুলোর সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করুন।
৩. সাইটের থিম/ট্যামপ্লেট/ডিজাইন এক্সট্রা গর্জিয়াস করবেণ না, ট্রাই করবেন একদম সিম্পল রাখতে।
৪. ওয়েবসাইটের ল্যান্ডিং/হোম পেইজ এর লোডিং টাইম যাতে কম থাকে সেদিকে লক্ষ রাখুন।
৫. Contact Us, About Us, Privacy Policy এই ৩টা পেইজ অবশ্যই থাকতে হবে।
৬. Google এর নিজস্ব প্ল্যাটফর্ম Blogger এ সাইট হলে Adsense পাওয়ার সম্ভাবনা অন্য প্ল্যাটফর্ম এর তুলনায় ১০-২০% বেশি। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা করবো, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে করলে সহজেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করতে পারবো। যেহেতু সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ব্যতীত উপায় নাই, তাই যে সাইট দিলে সহজেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করার জন্য পারবো, সেটা দিয়ে করবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট সৃষ্টি করবো।
৭. সাইট নিশ্চয়ই অনেক ভালোভাবে Google Search Console এ সাবমিট করা থাকতে হবে।
৮. AdSense আবেদন করার সময় ওয়েবসাইটে যেনো কোন এডাল্ট কন্টেন্ট এবং অন্য কোম্পানির Ad/Affiliate Link/Promote Link etc. না থাকে।
৯. AdSense আবেদন করার সময় সাইটে কোন কিছুর ডাউনলোড ইউআরএল পোস্ট না করাই ভালো। কারন এতে গুগল মনে করে আপনি ঐ এপ বা প্রোডাক্ট টাকে প্রমোট করছেন।
এই নিয়মগুলো মেনে আপিল করলে ইনশাআল্লাহ ১-৩ দিনের মধ্যেই এপ্রুভাল ইমেইল পেয়ে যাবেন। তার সাথে ইনকাম করা চালু করে দিতে পারবেন। ইদানিং যত ট্রাফিক নিয়ে আসবেন, তত অ্যাড এ ক্লিক পরবে তার সাথে তত করতে পারবেন।

০৩। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর পরিসেবা দিতে পারবেনঃ
আপনি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এক্সপার্ট, রোজগারের কথা ভাবছেন? এসইও শিখে টাকা করার অন্যতম উপায় হচ্ছে। নানারকম সংস্থা বা ক্লায়েন্টকে এসইও এর সার্ভিস দেওয়া। ঘরে বসে ইন্টারনেটে বর্তমান সারা জগতের যেকোনো প্রান্তে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর সার্ভিস গুলো দিয়ে অনেক ডলার ইনকাম করতে পারবেন। তাছাড়া লোকাল সংস্থা তো আছেই। আপনি চাইলে প্রজেক্ট হিসেবে কাজ করার জন্য পারেন, চাইলে অফিসে গিয়ে সার্ভিসেস দেওয়ার জন্য পারবেন। ইদানিং হইতো বলবেন, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শিখে কি কি সার্ভিস দেওয়া যায়। কোম্পানির প্রয়োজন অনুযায়ী, নিস প্ল্যান দিতে পারবেন, কীওয়ার্ড রির্সাচ করে দিতে পারবেন, কোম্পিটিটর এনালাইসিস করে দিতে পারবেন, তাছাড়া সর্বাপেক্ষা জনপ্রিয় কাজ হচ্ছে অন পেইজ এসইও , বন্ধ পেইজ এসইও, বা সম্পূর্ণ ওয়েবসাইট এর অডিট করে দেওয়ার জন্য পারেন। বিস্তারিত এইরকম জানতে পারবেন, যখন এসইও দক্ষ হয়ে যাবেন। কেবল লেগে থাকেন, গুগল ইউটিউবে রির্সাচ করেন আপডেট থাকেন নিয়মিত।

০৪। অনলাইন মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে পারবেনঃ
এসই শিখে আপনি অনলাইনে কাজ করতে পারবেন, যেইটা আমরা ফ্রীলাঞ্চিং বলে থাকে। সনামধন্য অনলাইন মার্কেট প্লেস হচ্ছে, আপওয়ার্ক, ফ্রীলান্সার, ফাইবার, পিপল লঙ্ঘন আওয়ার সহ আরও প্রচুর অনলাইনে মার্কেটপ্লেস রয়েছে। যেখানে আপনি এসইও এর নানারকম সার্ভিসেস দেওয়ার জন্য পারবেন। কিন্তু অবশ্যই আপনাকে ক্লিয়ারভাবে কাজ শিখে মার্কেটপ্লেস গুলোতে যেতে হবে। ওখান যারা কাজ করে তারা প্রচুর এক্সপার্ট, তাছাড়া যেহেতু আপনার আমার মতো আরও হাজার হাজার সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন দক্ষ কাজ করবে, একারণে কাজ পাওয়াটাও একটু কঠিন হয়ে পরবে। তবে যতদিন যাবে ঠিক অভিজ্ঞতা বৃদ্ধি পাবে তত কাজ পাবেন। তারজন্য কাজ করে লেগে থাকতে হবে, রির্সাচ করতে হবে। অন্যরা কেমন করে কাজ নিচ্ছে ক্লায়েন্ট হতে সেগুল ক্লিয়ারভাবে এনালাইসি করতে হবে।

০৫। কোন লোকাল কোম্পানিতে জব করার জন্য পারবেনঃ
এসইও এক্সপার্ট হয়ে লোকাল কোন কোম্পানির সাথে সরাসরি ভাবে কাজ করার জন্য পারেন। তাদের সাইটে ট্রাফিক নিয়ে প্রবল বৃষ্টিপাত জন্য আপনাকে হায়ার করবে। সম্প্রতি বাংলাদেশে পর্যাপ্ত কাজ পাওয়া যাচ্ছে এসইও এক্সপার্টদের, সুনির্দিষ্ট কোন সালারি দিয়ে হায়ার করছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এক্সপার্টদের। পক্ষান্তরে আপনি প্রজেক্ট আকারেও কাজ করার জন্য পারবেন। এইটা শিওর রাখেন যে এসইও নিয়ে আগামিতে আমাদের দেশের প্রচুর চাকরি পাওয়া যাবে। রিজন দিনের পর অধিকাংশই ওয়েবসাইট তৈরি করছে, তাহলে কেনই বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শিখবেন না। যারা জব পছন্দ করেন তারাও কাজ করতে পারবেন প্রজেক্ট আকারে।

০৬। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য পারবেনঃ
অ্যাফিলিয়েট প্রচার সম্মন্ধে কিছু জানেন কি? অনেক মানুষ বিদ্যমান অ্যামাজন অ্যাফিলিয়েট করে হাজার হাজার ডলার ইনকাম করছে। সরল করে স্বল্প ভাষায় বলি, অ্যামাজন অ্যাফিলিয়েট প্রচার হলো – আপনার ওয়েবসাইট দ্বারা অ্যামাজনের মতো যারা ডিস্কাউন্ট দেয় বা অ্যাফিলিয়েট প্রচার এর অ্যারেঞ্জমেন্ট রেখেছে তাদের কোন প্রোডাক্ট শক্তিস্তর করে দিবেন। অর্থাৎ আপনার যদি একটা নিস ওয়েবসাইট থাকে বা সৃষ্টি করেন এবং সেখানে অ্যামাজনের কোন প্রোডাক্টের সম্পর্কিত কন্টেন্ট দেন, তার সাথে পর্যাপ্ত টার্গেটেড ট্রাফিক নিয়ে আসেন তারপর তারা যদি আপনার ওয়েবসাইট হতে পণ্য কিনার জন্য অ্যামাজন ওয়েবসাইট যায় এবং আপনার রেফারেন্সে কোন কাস্টমার যদি অ্যামাজন হতে প্রোডাক্ট কিনে, তাহলে অ্যামাজন আপনাকে কিছু ডিস্কাউন্ট দিবে এইটাই হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি অ্যাফিলিয়েট প্রচার যেকোনো ইকমার্সের সাথে করতে পারবেন। তাদের পণ্য সেল করে দিবেন তার বিনিময়ে নির্দিষ্ট একটা কমিশন পাবেন।

০৭। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে পারবেনঃ
ওয়েবসাইট থেকে করার সেরা উপায় হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ ওয়েবসাইট হতে রোজগার করার জন্য নিশ্চয়ই আপনাকে কন্টেন্টের অ্যারেঞ্জমেন্ট করার জন্য হবে। কন্টেন্ট কি? একটা ওয়েবসাইট আমরা যা দেখি সবগুল এক ১টি কন্টেন্ট। উদাহরণসরূপ ইমেজ, ভিডিও, আর্টিকেল, ইত্যাদি হলো কন্টেন্ট। আর্টিকেল রাইটিং করার জন্য নিশ্চয়ই আপনাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন জানতে হবে। অর্থাৎ গুগলে রাঙ্ক করার জন্য তার সাথে ভিজিটর বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং করতে হবে। বর্তমানে এসইও ফ্রেন্ডলি রাইটিং এর জন্য প্রচুর বড় বিশাল কোম্পানি এক্সপার্ট রাইটার খুঁজে। এসইও এর সাথে রাইটিং এর সামঞ্জস্য থাকলে ও অধিকাংশই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন তার সাথে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিংকে আলাদা আলাদা পেশা হিসেবে নিয়ে থাকে। আবার অধিকাংশই একসাথে কাজ করে। আপনি যদি ইংলিশে স্কিলফুল থাকেন তার সাথে লিখনি লিখি করার অভ্যাস থাকে, তাহলে এই পেশাটাকে নিয়ে পারেন। এসইও শিখতে হবে শুরুতে অতঃপর সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ফ্রেন্ডলি রাইটিং এ এক্সপার্ট হয়ে যাবেন। মার্কেটপ্লেস গুলোতে প্রচুর কাজ পাওয়া যায় রাইটিং এর। অধিকাংশই ১০০০ শব্দের জন্য ১০০০ টাকা নিয়ে থাকে আবার হাই কোয়ালিটি রাইটাররা ১০০০ ওয়ার্ডের জন্য ১৫০০ থেকে ২০০০ পর্যন্ত নিয়ে থাকে। এছাড়াও বর্তমানে বাংলা ওয়েবসাইট বারার কারনে বাংলা রাইটিং এর ও চাই পড়ে দেশে। এক কথায়, আপনাকে আগে এসইও জানতে হবে অতঃপর সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বন্ধুত্বপূর্ণ রাইটিং করার জন্য পারবেন।

০৮। কোন আপস এর এসইও সেবা দিতে পারবেনঃ
আপস ছাড়া মুঠো ফোন অচল আমরা সকলেই জানি, সম্প্রতি আপস এর জনপ্রিয়তা অনেক যা বলার অপেক্ষা রাখে না। এপস প্রমোশনের জন্য আপনি কাজ করে দিতে পারবেন।

০৯। অনলাইনে সবকিছুতে যেখান ভিজিটর প্রয়োজন, সেখানেই কাজ করার জন্য পারবেনঃ

অনালাইনে যেসব সাইটে পরিদর্শক চাই হবে, সেসব সাইটেই কাজ করতে পারবেন। ইকমার্স ওয়েবসাইট এর সেল বাড়িয়ে দেওয়ার জন্য পারেন এসইও করে। এছাড়া যেকোনো সাইটের কাজ করতে পারবেন, প্রমোশনের জন্য নিশ্চয়ই আপনাকে হায়ার করবে, যদি দক্ষ হন।

How to I become an SEO specialist?

এসইও বিশেষজ্ঞ হওয়ার কয়েকটি টিপস বলে দেয়, আসলে কেমন করে ধারাবাহিকভাবে কাজ করলে বা আগাতে পারলে, একজন পেশাদার সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন স্কিলফুল হওয়া যায়।

এইরকম প্রশ্ন পেলে আমি প্রথমেই যে কথাটি বলে থাকি, আপনাকে নিশ্চয়ই অনুসন্ধান ইঞ্জিন গুলোতে অনুসন্ধান করার হ্যাবিট থাকতে হবে, গুগল, ইউটিউব তার সাথে ফেইসবুকে যেকোনো কার্যকরী তথ্য খুঁজে বের করার সামর্থ্য থাকতে হবে। নানারকম সাইটে ভিজিট করে জ্ঞান আহরন করতে হবে, যেকোনো বিষয় সম্মন্ধে জানতে গুগল করতে হবে। এবং বহু অধিক অথেনটিক কন্টেন্ট পড়তে হবে। (কন্টেন্ট কি? একটা ওয়েবসাইটে যা থাকে সবকিছুই একটা একটা কন্টেন্ট)। সবার নিম্নদেশে প্রচুর গুলো সাইট এর তালিকা দিয়েছি, যেখানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ও প্রচার নিয়ে বিস্তারিত দেওয়া আছে। সেগুলো পড়তে হবে দিন দিন এবং ইউটিউব থেকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ও মার্কেটিং সম্পর্কিত ভিডিও টিউটরিয়াল দেখতে হবে। তাছাড়া সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শিখার পর গুগলের এর সব অ্যালগোরিদমের সঙ্গে আপনাকে ও আপডেট থাকতে হবে। অর্থাৎ এক কথায় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন তে বিশেষজ্ঞ থেকে হলে, আপনাকে আপডেট থাকতে হবে তার সাথে গুগলে রির্সাচ করার ক্ষমতা থাকতে হবে।
ডিজিটাল প্রচার এর যাত্রা এসইও দিয়ে শুরু করুন, কেন বলে থাকি?

নতুন সদস্য গ্রুপে এসেই পোস্ট করেন মডার্ন মার্কেটিং শিখবো? অপরদিকে কতিপয় তাবিজ ব্যবসায়ীরা কমেন্টে এসে বলে ইনবক্সে আসো, কুসুম আধুনিক প্রচার কোর্স ফ্রিতে? সেই সময় আমার বলতে ইচ্ছা করে, ডিজিটাল মার্কেটিং কি কলা যে ছোলাও আর খাও।

কেন একেবারে আধুনিক মার্কেটিং শিখতে না করি।

১) আধুনিক প্রচার পরিপূর্ণভাবে শিখতে হবে অনেক উপায় রয়েছে, সবগুলো সম্পর্কে বহু ধারণা থাকবে হবে, কিন্তু জরুরি ২০ টির মতো স্ট্রেটেজি কাজে লাগে তার সাথে এইগুলোর সম্পর্কে প্রচুর আন্দাজ থাকবে হবে।

২) আমাদের বাঙ্গালীদের পর্যাপ্ত কম, অনেক অল্পে টাইমে ডলারের ভাবা করার জন্য থাকি, আর ডিজিটাল প্রচার এর সবকিছু পাশাপাশি শিখতে গেলে যথেষ্ট সময় লেগে যায়, সেগুলো আবার বাস্তবায়ন করার জন্য টাইম প্রয়োজন। যার ফলে অবস্থা ত্যাগ দেওয়ার সম্ভবনা থাকে।

প্রথমেই এসইও শিখতে বলি কেন?

১) ডিজিটাল মার্কেটিং এর সর্বাপেক্ষা অধিক কাজ পাওয়া যায় এসইওতে।
২) এসইও এর কাজের ডিমান্ড রয়েছে তার সাথে বরাদ্দ সবসময় বহু থাকে।
৩) মডার্ন মার্কেটিং এর সেরা অংশ হলো এসইও।
৪) বিশ্বে যতদিন ওয়েবসাইট থাকবে ততদিন এসইও এর কাজ থাকবে।
৫) সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শিখতে পারলে প্যাসিব আয়ের বড় একটি উৎস অ্যাফিলিয়েট মার্কেটিং করা যেতে পারে অনেক সহজেই।
৬) আপনি চাইলে এসইও ইম্পোর্টেন্ট একটা অংশ শব্দ রিসার্চ (২ মাস পুরো টাইম দিলেই শিখতে পারবেন, এক্সপার্ট থেকে একটু সময় লাগতে পারে) কিওয়ার্ড রিসার্চ করেই আপনি রোজগার আরম্ভ করে দেওয়ার জন্য পারেন।

আমার মেইন পয়েন্ট হচ্ছে, মডার্ন মার্কেটিং পর্যাপ্ত সুবিশাল একটা সেক্টর, যেকোনো একটা দিয়ে জার্নি চালু করার জন্য পারেন, আপনার লাইক হলে, সোশাল গণমাধ্যম প্রচার দিয়ে গমন আরম্ভ করতে পারেন, ইমেল মার্কেটিং, অনুসন্ধান ইঞ্জিন প্রচার দিয়েও চালু করতে পারেন।

তাই অধুনা হতে নতুনদের কাছ থেকে প্রশ্ন পাবো, কেমনে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শিখতে হয়, কোথায় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শিখবো এ জাতীয় প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।

আমি আধুনিক মার্কেটিং শিখতে চাই, কিন্ত আমি নতুন, কিছুই জানি না কোথায় থেকে শুরু করবো, বেসিক গুলো কোথায় থেকে শিখবো? ধারাবাহিকভাবে কোনটি দিয়ে চালু করলে বেশ ভালো হবে? ১ম কোনটি শিখতে হবে?

আপনারা ইতোমধ্যে জানেন, আধুনিক মার্কেটিং অনেক বিশাল একটা ডিপার্টমেন্ট, একেবারে শিখা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার।

তাদের জন্য আমার ছোট একটা টিপস, নিম্নদেশে দেখেন প্রায় ৪০টা প্রশ্ন দিয়েছি। প্রশ্ন গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একটা একটা করে গবেষণা করার জন্য হবে, গুগল, ইউটিউবে।

উদাহরণসরূপ -
=> What is Digital Marketing? এই কীওয়ার্ড টা শুরুতে নিবেন, এরপর গুগলে অনুসন্ধান দিবেন, যে ওয়েবসাইট গুলো আসবে, সেগুলো থেকে প্রথম ৫/৬ টা সাইটে ভিজিট করবেন এবং অভিনিবেশ সহকারে প্রতিটা কন্টেন্ট পড়ার ট্রাই করবেন।
=> গুগলে রিসার্চ করার পর ইউটিউবে যাবেন, একই ভাবে অনুসন্ধান করবেন, আর ভিডিও দেখার ট্রাই করবেন। আশা করি, অনেকটা ধারণা পেয়ে যাবেন। অন্নতপক্ষে বেসিক একটা স্বচ্ছ অনুমান পাবেন।
=> এইভাবে ৪০টা প্রশ্ন রিসার্চ করুন, ধাপে ধাপে।
(ধন্যবাদ)
01. What is Digital Marketing?
02. What is the difference between digital marketing and internet marketing?
03. What is the difference between digital marketing and traditional marketing?
04. What are the types of digital marketing?
05. What are the benefits of digital marketing
06. Why digital marketing is so important?
07. Is Digital Marketing the future?
08. What jobs are in digital marketing?
09. What skills do you need for digital marketing?
10. How to become a digital marketer?
11. What is the Website?
12. What are domain and hosting?
13. How to buy domain and hosting?
14. What is a niche?
15. What is Blog?
16. What is the difference between website and blog?
17. Blog or website which is better?
18. What is the difference between blog and vlog?
19. How to start an online blog?
20. The free website creates the list.
21. What is SEO?
22. What is SEM?
23. What is SMM?
24. What is PPC?
25. What is CPC?
26. What is Email Marketing?
27. What is Affiliate Marketing?
28. What is CPA Marketing
29. What is Content Marketing?
30. What is Inbound Marketing?
31. What is E-commerce marketing?
32. What is the difference between SEO and SEM
33. What is the difference between SEO and SMM
34. What is the difference between SEO and PPC
35. What is the difference between PPC and CPC
36. Which is better SEO or SEM?
37. Why SEO and SMM are more important?
38. Digital Marketing glossary.
39. Introduce Digital Marketing experts in the world.
40. Some important websites for learning Digital Marketing update.

Types of SEO. (From Business Perspective)
Busines perspective এ এসইওকে ২ ভাবে ভাগ করা যায়। ১) লোকাল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ২) গ্লোবাল এসইও।
১) অনলাইনে সার্চ ইঞ্জিন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি প্রতিনিয়ত ট্রাই করে যাচ্ছে ভিজিটরদের সবচেয়ে সঠিক ও নিখুঁত অনুসন্ধান রেজাল্ট প্রদানের জন্য। এ কারণে সাধারণ এসইও’র একসাথে লোকাল এসইও সার্চ ইঞ্জিনগুলির কাছে আজকাল সমানভাবে গুরুত্বপূর্ণ।

লোকাল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (লোকাল অনুসন্ধান ইঞ্জিন অপটিমাইজেশন) হচ্ছে কোন সুনির্দিষ্ট অডিয়েন্সকে লক্ষ্য করে ওয়েবসাইটকে অনুসন্ধান ইঞ্জিনে র‌্যাংক করানোর জন্য অপটিমাইজ করা। এটি উত্তম যে একটি ওয়েবসাইট আপনাকে ইন্টারনেটে গোটা পৃথিবীর অডিয়েন্সকে টার্গেট করার সুবিধা দেয়। কিন্তু আপনার ব্যবসা ইন্সটিটিউট যদি শুধুই অনলাইন কেন্দ্রিক না হয়ে থাকে, তাহলে আপনার জন্য লোকাল এসইও খুবই প্রয়োজনীয়।

অনেকেরই এরূপ ব্যবসা প্রতিষ্ঠান বা লোকাল বিজনেস উদাহরণসরূপ দোকান, সার্ভিস সেন্টার থেকে থাকে যেখানে তারা ইন্টারনেটের একসাথে অফলাইনে সার্ভিস প্রদান করে থাকেন। লোকাল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এই কাজটিকেই এইরকম করে তোলে যাতে আপনার ব্যবহাকারীরা সহজেই আপনাকে খুঁজে পায়।

যখন আমরা কোন সুনির্দিষ্ট শহর বা দেশ কেন্দ্রিক কোন কিছু গুগল এ খুঁজে থ

07/06/2023

I got 4 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

02/06/2023

Follow To Follow Back

Follow To Follow Back 💯✅ Faruk ফারুক
29/05/2023

Follow To Follow Back 💯✅

Faruk ফারুক

20/05/2023

Hello Everyone

Address

Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Faruk ফারুক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faruk ফারুক:

Share