Lavely's Dairy

Lavely's Dairy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lavely's Dairy, Digital creator, Panchagarh.

12/08/2024

মেয়েদের জীবন.......😓🖤..... বয়স ২০ পেরোলেই পাশের
বাসার আন্টির কাছে বুড়ি!!.....একটু কম কথা বললে মেয়েটা
দেমাগি।..... একটু জেদ করলেই মেয়েটা জেদি। ..... একটু বেশি কথা বললে মেয়েটা
বড্ড বাঁচাল।.... বিয়ের চিন্তা বাবা মায়ের চেয়ে
পাশের বাড়ির আন্টির বেশি।.... একটু ভাল করে সাজলে নিশ্চয়
বয়ফ্রেন্ড আছে।... নিজের মত প্রকাশ করতে চাইলেই মেয়েটা বিয়াদব!!.... পড়া লেখা করে কি হবে?? সংসার এর কাজ শিখ কাজে আসবে!!.... অনেকের মতে এদের কোন ঘরই হয়
না!!......পরিশেষে...
..... ঠিক করে চল। .... ঠিক করে বস
ঠিক করে খাও.... ঠিক করে হাট
লোকে কি বলবে?? সমাজ কী বলবে?? সমাজের মানুষ কি বলবে??
পরিশেষে একটাই কথা বলবো। আরে ভাই এরা মেয়ে। মেশিনত নয় । যে একের ভিতর সব গুন থাকবে??ওরাও আমাদের
মতো মানুষ। ওদের ও আমাদের মত একটা মন থাকে...
যদি কথা গুলোই কারো খারাপ লেগে থাকে ক্ষমা করে দেবেন।।
...... Always respect the girl......

11/08/2024

বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি কথা না বললেই নয় যে
এখন দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক যুবতী মেয়েরা ট্রাফিক পুলিশের কাজ করতেছে

প্রথমত:আমি বলব যে এটা শো-অফ ছাড়া কিছুই না।

দ্বিতীয়তঃ এই যে দায়িত্ব পালন করতেছে ট্রাফিক পুলিশের মেয়েরা..
এটা ইসলামের দৃষ্টিতে একদম হারাম।

তৃতীয়ত:এই যে মেয়েরা রাস্তায় রয়েছে এতে করে পুরুষদের চোখের জেনা হচ্ছে.... এর দায়ভার কিন্তু ওই মেয়েটাকেই নিতে হবে

★আমি বলব যত তাড়াতাড়ি সম্ভব মেয়েদেরকে এই কাজ থেকে বিরত থাকার ঘোষণা করা হোক।
আপুদের উদ্দেশ্যে একটি কথা বলবো......
turn back to Allah because your life is very short

বিশেষ দ্রষ্টব্য : পোস্ট না বুঝে কোন আপু তর্ক করতে আসবেন না।বারাকাল্লাহ।

কথা: সংগৃহিত

সব আপুরা গায়ে মাখবেন না,আমার লিখা গুলো  কিছু মেয়ের উদ্দেশ্যে বলা,এই ব্যাপারে ২,৩ দিন ধরে লিখবো লিখবো করেও লিখি নাই,কিন্ত...
08/08/2024

সব আপুরা গায়ে মাখবেন না,আমার লিখা গুলো কিছু মেয়ের উদ্দেশ্যে বলা,এই ব্যাপারে ২,৩ দিন ধরে লিখবো লিখবো করেও লিখি নাই,কিন্তু আর না লিখে পারছি না।

২য় বারের মতো দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিছু মেয়ে এতোটাই নির্লজ্জের পরিচয় দিচ্ছে, উনাদের উপর ক্রাশ খাচ্ছে,, উনাদের ছবি দিয়ে আজেবাজে কথা লিখছে।বেশির ভাগ ক্যাপশন হচ্ছে'গণভবনের সবকিছু নিয়ে যাক শুধু আমার জন্য এনাকে রেখে যাক' আপনারা যারা নির্লজ্জের মতো এসব বলছেন, বলছি উনি কি গণভবনের কোনো আসবাবপত্র? যে সব ভাগাভাগি করে উনাকে আপনাদের জন্য রেখে যেতো। আপনাদের মতো নির্লজ্জরা সম্মান দিতে ও জানে না সম্মান নিতে ও জানে না, সম্মান দিতে যানেন না সম্মান করছেন না তাতে সমস্যা নাই কিন্তু অসম্মান করছেন কেন?নির্লজ্জের মতো এসব বলে বেড়াচ্ছেন কেন? আপনাদের মতো কিছু নির্লজ্জ মেয়ের কারণে আমরা মেয়েরা লজ্জায় পরছি,কিছু কিছু ছেলেরা উনার ছবি দিয়ে লিখছে সব মেয়ের ক্রাশ,আরো কতো কি। আদো-ও কি উনি সব মেয়ের ক্রাশ, কখনোই না,সব মেয়ে নির্লজ্জ না,সব মেয়ে উনাকে লাগবে, উনাকে রেখে যান বলে ফেইসবুকে চিল্লাচ্ছে না।

উনি আমাদের ক্রাশ না,উনি/উনারা সবাই আমাদের ভাই,আমাদের দেশের গর্ব, আমাদের অহংকার

05/08/2024
04/08/2024

আমি কিছু দিন আগে একটা বিদেশি সংবাদ চ্যানেলে একটা নিউজ দেখেছিলাম,,,, একজন মেয়ে খুব সখের বসে কুকুর বেড়াল এর মতো করে একটা সাপ কে পুষতে শুরু করে। মেয়ে টা সাপ টাকে খুব আদর যত্ন করে বড় করতে থাকে একটা সময় সাপ টা অনেক বড় হয়ে যায় মেয়ে টা সাপ টাকে সব সময় নিজের কাছে রাখত এবং প্রতি রাতে সে সাপ টাকে জরিয়ে ধরে ঘুমাতো। এক সময় মেয়ে টা লক্ষ্য করল যে সাপ টা ঠিক মতো খাবার খাচ্ছে না মেয়ে টা সাপ টার জন্য খুব চিন্তিত হয়ে পরে এভাবে কিছু দিন যাওয়ার পর মেয়ে টা সাপ টাকে একজন animal doctor এর কাছে নিয়ে যায় ডক্টর সাপ টাকে ভালো ভাবে পরিক্ষা নিরিক্ষা করে মেয়ে টা কে বলে আপনার সাপ টা সম্পুর্ণ সুস্থ মেয়ে টা তখন ডক্টর কে প্রশ্ন করে তাহলে সে খাবার খাচ্ছে না কেনো? ডক্টর মেয়ে টা কে প্রশ্ন করে সাপ টা রাতে কোথায় ঘুমায়? মেয়েটি বলে আমার সাথে,,,
ডক্টর তখন মেয়েটি কে বলে আপনার সাপ টি আসলে আপনাকেই তার খাবার হিসেবে খেতে চাইছে।
তাই সে না খেয়ে তার পেটে জায়গা তৈরি করছে
এবং সে প্রতি রাতে আপনাকে জড়িয়ে ঘুমাতো কারণ সে এটাই পরিমাপ করতো যে আপনাকে খেতে হলে তাকে কতটা বড় হতে হবে।

Moral of the story.... যার জায়গা যেখানে তাকে সেখানেই রাখা উচিত। যার ন্যাচার রঙ বদলানো তাকে হাজার ভালোবাসেন আগলে রাখেন সে রঙ বদলাবেই সে আপনাকে ঠকাবেই। এটা প্রকৃতির নিয়ম,,, এটা মানতে পারলেই জীবন সুন্দর।
আর বতর্মানে আমাদের দেশের অবস্থা ঠিক এমনি হয়ে গেছে। বেশি দিন ক্ষমতায় থাকায় দেশ টা কে তার নিজের সম্পত্তি ভাবছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আমাদেরকে তার প্রজা ভেবে পা দিয়ে পিষতে চাচ্ছে। কিন্তু এটা তো হতে দিবো না আমরা ✊✊

17/07/2024

কোটা আন্দোলনের প্রেক্ষিতে আমার একজন বড় ভাই এর সাথে গতকাল ফোনে কথা হয়েছিলো। যিনি অনেক বড় একজন ইউটিউবার এবং বিভিন্ন সরকারী কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি নাম গোপন করে একটা পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যদি একমাত্র এটা বাস্তবায়ন করতে পারো তাহলে সরকার বাধ্য হবে তোমাদের এই আন্দোলন নিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিতে।
সেটা হচ্ছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোর সামনে গিয়ে একত্রিত হয়ে ব্যাংক এ ঢুকার সকল রাস্তা ব্লক করে ব্যাংক এর সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া।
কারণ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তাঘাট বন্ধ হলে এতে করে শুধুমাত্র সাধারণ জনগণের ভোগান্তি হবে যেটায় সরকারের কিছুই যায় আসে না। কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো বন্ধ করা গেলে কোটি কোটি টাকা লেনদেন বন্ধ থাকবে, হাজার কোটি কালো টাকা আটকে যাবে। নিম্ন থেকে শুরু করে একদম বড় বড় ব্যবসায়ীদের জন্য সমস্যা সৃষ্টি হবে। এবং তখন তারাই সরকারকে চাপ দিবে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য ।

Collected

17/07/2024

🥺🥺
কোটা বাতিল করা হোক

17/07/2024

রাত ২ টা ২৫ মিনিট, মায়ের ফোনে কল এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঐ পাশ থেকে ছেলে জিজ্ঞেস করল আম্মা কি করছেন, মা বলল, এইতো বাবা তাহাজ্জুদ পড়তে বসলাম। আম্মা আমার জন্য দোয়া করিয়েন হয়তো আর বাড়ি ফেরা হবে না!

- সংগৃহীত।

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lavely's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share