মনির ভাইয়া

মনির ভাইয়া Wellcome to my Page.
(1)

01/05/2025

আমাদের পঞ্চগড়ে যা যা দরকার;
১। সরকারি নার্সিং ইনস্টিটিউট।
২। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।
৩। ক্যাডেট কলেজ
৪। আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর
৫।মেডিকেল অথবা ভালো মানের হাসপাতাল।
৬। বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।
৭। সেনা ক্যান্টনমেন্ট।
৮। প্রশস্ত পাকা রাস্তা।
৯। সৌন্দর্যবর্ধণ বৃক্ষ।
১০। সরকারি / প্রাইভেট কৃষিভিত্তিক বৃহৎ প্রজেক্ট।

এগুলো হলে পঞ্চগড় অন্তত বাংলাদেশের মানচিত্রে দৃশ্যমান হতে পারবে নয়তো পঞ্চগড়ের মানুষের ট্যাক্স দেওয়া বন্ধ করা উচিত।

16/04/2025

Big shout out to my newest top fans! Nasrin Nehar

13/03/2025

অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে।

- ইন্টেরিম লাস্ট ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।

- দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।

- দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি টাকা।

- হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।

- দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।

- রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।

- গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।

- ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

- আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

- জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে আসতেছে। ইমাজিন! যেটা কেউ পারে নাই, সেটা ইউনুস পারতেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷

অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ বিএনপি সবসময় নির্বাচন চাইতেছে জাস্ট একটু চাপে রাখার জন্য এবং পলিটিক্যাল এক্টিভিজম হিসেবে৷ বিএনপির হাই-কমান্ড জানে যে, হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে বিএনপি আইসা সোজা করতে ঘাম ছুইটা যাবে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে বিএনপির ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা ভালো করেই জানে।

ইউনুস সাব হিমশিম খাইতেছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ এবং চুতিয়া একটা জাতিকে ঠিক করতে। তারপরও, অনেক কিছু করতেছে এবং করবে। একটু ক্ল্যাপ দেন লোকটারে। ইন্টেরিমকে একটু সাহস দেন।

13/03/2025

কেমন আছ সবাই?

05/02/2025

With Musfiqur Monir – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

29/10/2024

With Musfiqur Monir – I just got recognized as one of their top fans!

13/10/2024

Big shout out to my newest top fans! মুসফিকুর মনির, Nasrin Nehar

08/10/2024

Big shout-out to my newest top fans! মুসফিকুর মনির

02/10/2024
02/10/2024

টিভি দেখি📌🥰

Address

Panchagarh
5030

Alerts

Be the first to know and let us send you an email when মনির ভাইয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share