HQM Nabab

HQM Nabab ETC

30/08/2024
30/08/2024

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ অনুরোধ জানালে ভারত কী জবাব দেবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে। তবে এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি শুধু বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমাননির্ভর। আর অনুমাননির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে দুটি প্রশ্ন করা হয় রণধীর জয়সওয়ালকে। বাংলাদেশ এমন অনুরোধ জানালে কী করা হবে জানতে চাইলে তিনি ওই কথা বলেন।

31/07/2024

র‌ক্তের গন্ধ শুকা‌বে ক‌বে ?????

06/11/2023

বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানদের রান : 🤦‍♂️🤦‍♂️

1️⃣ তানজিদ তামিম : ৫ + ১ + ১৬ + ৫১ + ১২ + ১৫ = ১০০

2️⃣ লিটন দাস : ১৩ + ৭৬ + ০ + ৬৬ + ২২ + ৩ = ১৮০

3️⃣ নাজমুল শান্ত : ৫৯ + ০ + ৭ + ৮ + ০ + ৯ = ৮৩

4️⃣ মেহেদি মিরাজ : ৫৭ + ৮ + ৩০ + ৩ + ১১ + ৩৫ = ১৪৪

5️⃣ সাকিব আল হাসান : ১৪ + ১ + ৪০ + ১ + ৫ = ৬১

6️⃣ মুশফিকুর রহিম : ২* + ৫১ + ৬৬ + ৩৮ + ৮ + ২ = ১৬৭

7️⃣ তাওহীদ হৃদয় : ৩৯ + ১৩ + ১৬ = ৬৮

8️⃣ মাহমুদউল্লাহ রিয়াদ : ৪১* + ৪৬ + ১১১ + ২০ = ২১৮

04/11/2023

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে খোলা চিঠি পাঠালেন 'বাঘ সমিতি'! চিঠিতে লেখা ছিলো, প্রিয় বাংলাদেশ টিম আমরা অনেক দিন যাবত আপনাদের ক্রিকেট বোর্ডের লোগোতে ছিলাম! ধয়া করে এবার আপনাদের লোগো চেঞ্জ করুন, আমরা আর অপমান নিতে পারছি না! আমরা কাম'লা দিয়ে খাবো তার পরও আপনাদের লোগোতে থাকবো না!🐅


04/11/2023

মাউথ স্পিকার হা‌তে পে‌লে মাই‌কে
চিল্লা‌য়ে সবাই দে‌খ‌ি বীর হ‌য়ে যায় ।

31/10/2023

বি‌‌‌চি ছাড়া তা‌মিম আউট
সা‌থে একটা রি‌ভিও নষ্ট ।

31/10/2023

রাজনী‌তি নি‌য়ে লেখা লে‌খির কোন ইচ্ছা নেই । আ‌গেই ‌ছিল না এখ‌নো নেই , ভ‌বিষ‌্যৎ এই নেই ।

ˋˋ ‌খেলা হ‌বে ``

এই খেলা হ‌বে , খেলা হ‌বে এই ছোট বাক‌্যটি অ‌নেক প্রাণ কে‌রে ‌নি‌চ্ছে । ইদানিং সরকারী দল , বি‌রো‌ধি দল, ‌ছোট বড় সকল রাজ‌‌নৈ‌তিক সংগঠননে নেতা ক‌র্মিরা ম‌‌‌ঞ্চে উ‌‌‌ঠেই ব‌লে খেলা হ‌বে । এই খেলাটা ভাই আপ‌নি‌ নি‌জে খে‌লেন রাজ পথে সাম‌নে গি‌য়ে । আপনারা যারা ব‌লেন ‌খেলা হ‌বে ,

নি‌জেরা সাম‌নে থা‌কি‌য়েন, সাধারন জনগন‌দের আগায় দি‌য়েন না । আমার আহ্বান যে সকল রাজ‌নৈ‌তিক দল মিছিল অবরত ক‌রেন ,তারা নি‌জেরা নেতা ক‌র্মিরা সাম‌নে থাক‌বেন । সাধারন মানুষ যেন আর গু‌লি খে‌য়ে না ম‌রে । অপর দি‌কে সরকার কোন পু‌লিশ সাম‌নে দি‌বেন না গণ পিটুন‌ি‌তে মরার জন‌্য , আপনারা ন‌ি‌জেরা নেতা ক‌র্মিরা সামন‌ে থাক‌বেন ,। তারপর আপনারা কত খেল‌বেন খে‌লেন

আমরা সাধারণ জনগ‌ণে বি‌বেক ক‌বে খুল‌বে ? ‌যে নেতার কথা মত আমরা নি‌জের জিবন বি‌‌লি‌য়ে ‌দেই ,
‌সেই নেতা ‌বিলাশবহুল বাসা বাড়ী‌তে থা‌কে ,এবং টাকার পাহাড় র‌য়ে‌ছে , যা তার ছে‌লে ,‌মে‌য়ে , না‌তি পু‌তিরা সারা জিবন খে‌যে ‌শেষ কর‌তে পার‌বে না । এ ‌দি‌কে আপনার আমার প‌রিবা‌রে কথা ম‌নে ক‌রেন তো ? আপনার ইনকা‌ম দি‌য়ে আপনার স্ত্রী , সন্তান , বৃদ্ধ বাবা মা আপনার বাড়ী ‌ফিরার পথ চে‌য়ে ব‌সে থা‌কে ।

আপনা‌কে আমা‌কে তারা খেলা হ‌বে ব‌লে উ‌‌‌ষ্কি‌যে দেয় । তারা নি‌জেরা তো খেল‌তে যায় না । তারা তো গু‌লি খায় না
তারা তো গণ‌পিটু‌নি খায় খায় ।

আসুন আর কোন প্রাণ বিসর্জন নয় ,সকল রাজ‌‌নৈ‌তিক দ‌লেন সকল সম্মা‌নিত নেতা ক‌র্মিরা গণ সুস্থ দ্বারার রাজন‌ী‌‌তি করুন , দেশ‌কে সুন্দর ক‌রে গড়ুন।

বাংলা‌দেশ চি‌রোজীবী হোক ।

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when HQM Nabab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HQM Nabab:

Share