31/10/2023
রাজনীতি নিয়ে লেখা লেখির কোন ইচ্ছা নেই । আগেই ছিল না এখনো নেই , ভবিষ্যৎ এই নেই ।
ˋˋ খেলা হবে ``
এই খেলা হবে , খেলা হবে এই ছোট বাক্যটি অনেক প্রাণ কেরে নিচ্ছে । ইদানিং সরকারী দল , বিরোধি দল, ছোট বড় সকল রাজনৈতিক সংগঠননে নেতা কর্মিরা মঞ্চে উঠেই বলে খেলা হবে । এই খেলাটা ভাই আপনি নিজে খেলেন রাজ পথে সামনে গিয়ে । আপনারা যারা বলেন খেলা হবে ,
নিজেরা সামনে থাকিয়েন, সাধারন জনগনদের আগায় দিয়েন না । আমার আহ্বান যে সকল রাজনৈতিক দল মিছিল অবরত করেন ,তারা নিজেরা নেতা কর্মিরা সামনে থাকবেন । সাধারন মানুষ যেন আর গুলি খেয়ে না মরে । অপর দিকে সরকার কোন পুলিশ সামনে দিবেন না গণ পিটুনিতে মরার জন্য , আপনারা নিজেরা নেতা কর্মিরা সামনে থাকবেন ,। তারপর আপনারা কত খেলবেন খেলেন
আমরা সাধারণ জনগণে বিবেক কবে খুলবে ? যে নেতার কথা মত আমরা নিজের জিবন বিলিয়ে দেই ,
সেই নেতা বিলাশবহুল বাসা বাড়ীতে থাকে ,এবং টাকার পাহাড় রয়েছে , যা তার ছেলে ,মেয়ে , নাতি পুতিরা সারা জিবন খেযে শেষ করতে পারবে না । এ দিকে আপনার আমার পরিবারে কথা মনে করেন তো ? আপনার ইনকাম দিয়ে আপনার স্ত্রী , সন্তান , বৃদ্ধ বাবা মা আপনার বাড়ী ফিরার পথ চেয়ে বসে থাকে ।
আপনাকে আমাকে তারা খেলা হবে বলে উষ্কিযে দেয় । তারা নিজেরা তো খেলতে যায় না । তারা তো গুলি খায় না
তারা তো গণপিটুনি খায় খায় ।
আসুন আর কোন প্রাণ বিসর্জন নয় ,সকল রাজনৈতিক দলেন সকল সম্মানিত নেতা কর্মিরা গণ সুস্থ দ্বারার রাজনীতি করুন , দেশকে সুন্দর করে গড়ুন।
বাংলাদেশ চিরোজীবী হোক ।