Sahariyar Jaman

Sahariyar Jaman Alhamdulillah For Everything

03/02/2024

'এই মুহূর্তে একা আছেন মানে আপনি খারাপ সঙ্গ থেকে দূরে আছেন। তবে ভালো মানুষের সঙ্গে থাকা একা থাকার চেয়ে আরও বেশি উত্তম।'

— উমার ইবনুল খাত্তাব (রা.)
[আল-আদাবুশ শারইয়াহ, ৪/১২৪]

31/01/2024

"অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম"
[ সুরা: আনফাল ৭০]

31/01/2024

মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে, দীর্ঘশ্বাস ফেলে আল্লাহকে মনের সব

- কথাগুলো বলতে অনেক ভালো লাগে। মনের মধ্যে আলাদা একটা শান্তি আসে।❤️

31/01/2024

আমরা কেউ ই নিখুঁত নই
অথচ সবাই, সবার খুঁত ধরতে ব্যস্ত।

31/01/2024

তোমার চরিত্র আর যৌবন
দীর্ঘস্থায়ী নয়।
ধ্বংস হবে
আত্মসমর্পণ করতেই হবে রবের কাছে।

31/01/2024

আপনি যতই আল্লাহর অনুগত্য হবেন

ততই সুখের সন্ধান পাবেন
🌸 ইন শা আল্লাহ 🌸

31/01/2024

বিশ্ব ইজতেমা ২০২৪ সফল হোক।

সুবিশাল এ জমায়েত— লাখো মানুষের হিদায়াতের মাধ্যম হোক।

তোমার দ্বারা যদি একটি মানুষও হিদায়াত লাভ করে, তা হবে তোমার জন্য লাল রং এর উট পাওয়ার চেয়েও উত্তম।
-----------[সহীহ বুখারী : ৩৭০১]

31/01/2024

জান্নাত
কোন ব্যক্তি তিনবার জান্নাত প্রার্থনা করলে জান্নাত বলে,
হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও।
-সুনানে ইবনে মাজাহ ৪৩৪০

31/01/2024

নেতার ডাকে মাঠ পরিপূর্ণ-
আর মুয়াজ্বিনের ডাকে মসজিদ শূন্য🥲
নেতায় ডাকে নিজের স্বার্থে😜
আর মুয়াজ্বিন ডাকে নিঃস্বার্থে✔️

29/01/2024

৭ ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করেন।

ওযূ অবস্থায় ঘুমানো ব্যক্তি।
(সহীহ ইবনে হিব্বান ৩/৩২৮-৩২৯)

নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি।
(সহীহ মুসলিম ৬১৯)

প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি।
(মুসনাদে আহমাদ ২২৩১৭)

রাসুল (সাঃ) এর প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি।
(সহীহ আত-তারগীব ৬৮০ )

রোগী পরিদর্শনকারী ব্যক্তি ।
(সহীহ ইবনে হিব্বান ২৯৫৮),

মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি।
(সহীহ মুসলিম ৮৮)

কল্যাণের পথে দানকারী ব্যক্তি।
(সহীহ বুখারী ১৪৪২)

28/01/2024

"যে ব্যক্তি রমাদানের পূর্বেই নিজেকে সংশোধন করে তার জন্য রয়েছে সু-সংবাদ।"

- উমর ইবনু কায়স (রহ.)
[লাতায়িফুল মাআরিফ: পৃ: ১৩৮]

28/01/2024

আজকের সর্বনিম্ন তাপমাত্রা

তেঁতুলিয়া ৫.০
দিনাজপুর ৫.৩
সৈয়দপুর ৬.০
ডিমলা ৭.২
রাজারহাট ৭.৩
রংপুর ৭.৫

সূত্র : একাত্তর টিভি।

Address

Uttar Mithapukur
Panchagarh
5000

Website

https://www.youtube.com/@SahariyarJamanOfficial501

Alerts

Be the first to know and let us send you an email when Sahariyar Jaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category