Faruk Hossain

Faruk Hossain দেশকে ভালবাসি দেশের মানুষকে ভালবাসি
?

11/05/2025

এবার তাদের টার্গেট সংবিধান, তারপর রাষ্টপতি,তারপর........(যারা তাদের বিপক্ষে যাবে তারাই)

11/05/2025

গত ৯ মাস কার্যত আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধই ছিল।ঢাক ঢোল পিটিয়ে কি ধামাচাপা দিলেন জনগণ কিন্তু সেদিকে খেয়াল রাখছে।এর পর তো আর কোন ইস্যু থাকলনা আপনাদের জন্য রাস্তায় নামার।এখন থেকে জনগণের পেদানি খাওয়ার জন্য তৈরি থাকুন!!!!

10/05/2025

শাহবাগ এর আজকের শ্লোগানে তারা ভুল করেছে!
বাংলা হল বিশ্ব কবির,নজরুলের জিবনানন্দের,বঙ্গবন্ধুর,ত্রিশ লক্ষ শহীদের, ২ লক্ষ মা বোন যারা পাক বাহিনীর হাতে সম্ভ্রম হারিয়েছে।সমগ্র মুক্তিযুদ্ধের এবং সর্বোপরি বাংলাদেশ প্রেমিক সকল নাগরিকের।বাংলা গোলাম আজমের হতে পারে না।
তাই তারা শ্লোগানে "গোলাম আজমের পাকিস্তানে " কথাটি বললে পারফেক্ট হত।

10/05/2025

ভারতীয় বাহিনীর হামলা মোকাবিলা করতে না পেরে এবার পরমাণু অস্ত্রের জন্য নিয়োজিত সংস্থা কে তলব করল পাকিস্তানি কতৃপক্ষ।
(উপমহাদেশের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে)

10/05/2025

চুরি করার লাইসেন্স দেন!!!!

10/05/2025

ওরা ভেবেছিল গণজাগরণ মঞ্চের মতো জমায়েত করবেন। বাট মানুষ যে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটাই প্রমাণ।

09/05/2025

জুলাই আহতরা রাইতে কইরা আন্দোলন এ যায় আর দিনে তারা হাসপাতালে থাকে।শেখ হাসিনার সরকার এদের কিভাবে আহত করেছে মাথায় ঢুকছে না!!!

09/05/2025

বেছে বেছে শুক্রবারকেই টার্গেট করছে লাল বাদর গুলো সমাবেশে লোক সমাগম দেখানোর জন্য।আজকের পরিকল্পনাও তাই।

08/05/2025

নারায়ণগঞ্জ এর মেয়র আইভিক ধরতে এসে স্থানীয় বিপুলসংখক জনতার বাধার মুখে পড়েছে প্রাশাসন।যমুনার সামনে যতগুলো কুত্তা জড়ো হয়েছে তার চেয়ে পাঁচগুণ বেশি মানুষ জনতার মেয়র আইভিকে আটক করতে প্রশাসনের সামনে ঢাল হয়ে দারিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এতো সহজ না।

10/11/2024

Address

Panchagarh

Telephone

1865049552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faruk Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faruk Hossain:

Share