Alokito Panchagarh Digital

Alokito Panchagarh Digital Local newspaper of the northern township Journalist, content creator, graphic designer, writer and columnist and organizer.

04/04/2025
ঈদে সড়কে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযান
01/04/2025

ঈদে সড়কে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযান

রংপুর বিভাগ থেকে উপদেস্টো হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ পড়বেন না বলে ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ উদ দৌলা চৌধুরী...
14/03/2025

রংপুর বিভাগ থেকে উপদেস্টো হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ পড়বেন না বলে ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ উদ দৌলা চৌধুরী ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তিনি রংপুর জেলার গঙ্গা চড়া উপজেলার বেদ বাড়ি পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে।

বিস্তারিত-কমেন্টে

মাগুরায় নির্যাতিত শিশুটি আজ (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল...
13/03/2025

মাগুরায় নির্যাতিত শিশুটি আজ (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে এ তথ্য।

অভিনন্দন বাংলাদেশ
08/12/2024

অভিনন্দন বাংলাদেশ

কবিরা উদাস পাগল হয়ে উঠে কখনো কখনো। কখনো বসন্তের ঝরার পাতার মর্মর শব্দ কানে পেতে শুনে বলে আহা: কী সুন্দর শব্দ। কখনো সন্ধ্...
27/10/2024

কবিরা উদাস পাগল হয়ে উঠে কখনো কখনো। কখনো বসন্তের ঝরার পাতার মর্মর শব্দ কানে পেতে শুনে বলে আহা: কী সুন্দর শব্দ। কখনো সন্ধ্যার ঝিঝি পোকার ডাক শুনে সাহিত্যের উপমায় দারুণ সব কবিতার মায়াজাল তৈরি করে।

কখনো বর্ষণ দিনকে ভিন্নরূপে প্রকাশ করে এই উদাস পাগলেরা। সারাক্ষন সৃষ্টির নেশায় বুঁদ থাকে। এরকম পাগলরা হয় শিক্ষার আলোর বাতিঘর। বই-পুস্তকে জ্ঞানের আলোর ছড়ায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

সেদিন পঞ্চগড় নজরুর পাঠাগারের আড্ডাটা আমার কাছে মন মোহনে নিয়ে গিয়েছিল। আবার আড্ডা হবে জোসনা কিংবা জোনাকি রাতে......

অনেক দিন পর কোন সাহিত্য আড্ডায় হাজির হয়েছিলাম গতকাল শুক্রবার বিকেলে। রংপুর বিভাগীয় লেখক পরিষদের জেলা পর্যায়ে সে সাহিত্য ...
26/10/2024

অনেক দিন পর কোন সাহিত্য আড্ডায় হাজির হয়েছিলাম গতকাল শুক্রবার বিকেলে। রংপুর বিভাগীয় লেখক পরিষদের জেলা পর্যায়ে সে সাহিত্য আড্ডা। সময়টা দারুণ কেটেছে। যদিও সাহিত্যিক হয়ে উঠতে পারিনি। কিন্তু সাহিত্য আমায় ভীষণ টানে।

পঞ্চগড়ের বর্তমান সময়ে এগিয়ে থাকা তরুণ সাংবাদিক এখন টিভি ও কালের কন্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর ভাই কয়েকদিন আগেই পঞ্চগড় নজরুল পাঠাগারের অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় আমন্ত্রণ করেছিলেন।এ আমন্ত্রণে সেখানে না গেলে মনে হয় বুঝতে পারতাম না, দীর্ঘদিন ধরে ফেলে আসা স্মৃতি আবার জেগে উঠবে। দারুণ লেগেছে।

অনেক ধন্যবাদ লুৎফর ভাই। একই সাথে রংপুর বিভাগীয় লেখক পরিষদের নবগঠিত কমিটির সভাপতি তেঁতুলিয়ার কথা সাহিত্যিক ও প্রভাষক হাফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক সাংবাদিক ও লেখক লুৎফর রহমান ও সাংগঠনিক সম্পাদক তেঁতুলিয়ার সাহিত্যিক ও লেখক এম এ বাসেত ভাইকে। অনেক ভালো লেগেছে দায়িত্ব পাওয়ায়।

আশা করছি এবার সাহিত্য অঙ্গন নতুন কলরব হবে। নতুন জাগরণ ঘটবে। শিল্প-সাহিত্য সমৃদ্ধ হলে বুদ্ধিজীবি, জ্ঞানী, দার্শনিক তৈরি হয়। সমাজে, রাষ্ট্রে এ মানুষগুলো নিভৃতচারী হলেও অনেক ভূমিকা রাখে প্রতিটি সভ্যতার শিক্ষাঙ্গনে।

পঞ্চগড়ে শিল্প-সাহিত্যের সঞ্চারণ ঘটুক। নতুন নতুন লেখক সৃষ্টি হোক।

মফস্বল সাংবাদিকদের ভবিষ্যত কী?রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। এ গণমাধ্যমে যারা কাজ করেন তারা গণমাধ্যমকর্মী। সহজ ভাষায় ...
24/10/2024

মফস্বল সাংবাদিকদের ভবিষ্যত কী?

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। এ গণমাধ্যমে যারা কাজ করেন তারা গণমাধ্যমকর্মী। সহজ ভাষায় সাংবাদিক হিসেবেই বেশি পরিচিত শব্দটির সাথে। যদিও পাঠ্যবাসে শব্দটিকে ঘিরে কারা সাংবাদিক, কারা সংবাদদাতা বিভাজন বিশ্লেষণ রয়েছে। তারপরেও গণমাধ্যমে যারা কাজ করেন তারা এক কথায় গণমাধ্যমকর্মী। হোক তিনি জার্নালিস্ট কিংবাদ রিপোর্টার।

যাই হোক অঞ্চল হিসেবে করলে দুইভাগে ভাগ করা হয়ে থাকে। একটি সারাদেশ তথা মফস্বল, আরেকটি হাউজ। যেটা সংবাদ প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা দায়িত্ব পালন করেন। এই দুই ভাগের সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেন হাউজে যারা কাজ করেন। তারা বেতন ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন। আর যারা মফস্বলে কাজ করে থাকেন তারা যে বেতনই দেয়া হোক না কেন, সেটা সম্মানি হিসেবেই ধরা হয়।

তবে মফস্বলে যারা স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করে থাকেন, তারা কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। বাকি যারা রয়েছেন তাদের বেশির ভাগই সম্মানীটাও পান না। তাহলে চলে কীভাবে?

সংখ্যানুপাতে মফস্বলেই সাংবাদিকই বেশি। প্রশ্ন উঠতে পারে, এই বিপুল সংখ্যক
সব মফস্বল সাংবাদিকদের বেতন ভাতা হয় না কেন। প্রশ্ন সহজ হলেও উত্তর ভিন্ন ভিন্নভাবে দিলে বাস্তবচিত্র কঠিন। একটি সংবাদমাধ্যম চালাতে হলে কী পরিমাণ অর্থের যোগান দিতে হয়, তা সে সংবাদমাধ্যমগুলোই ভালো জানে। আর যেসব সংবাদমাধ্যম তাদের কর্মীদের যে বেতনই দিয়ে থাকেন না কেন, কর্ম, যোগ্যতা, অভিজ্ঞতা দেখেই তারা কর্মী নিয়োগ দিয়ে থাকেন।

যাই হোক, সাংবাদিকতা নির্ভর জীবন চলতে গেলে মফস্বল সাংবাদিকদের ভবিষ্যত যে সমৃদ্ধ হবে তা ভাবা নিত্যান্তই ভুল। কারণ, মফস্বলে বহুবিধ সমস্যা থাকে, যা মফস্বল সাংবাদিকদের প্রতিকূলতার সাথে লড়াই করে কাজ করে যেতে হয়। সাংবাদিকতার মহান পেশাকে বুকে লালন করে কাজ করে যাওয়া এই সাংবাদিকরা এক সময় অসহায় জীবনে পৌছে। যার দূর্ভোগ হয় অত্যন্ত নিদারুন।

কারণ একজন সরকারি চাকুরিজীবির অবসরের পর পেনশনের গ্যারান্টি থাকে। নির্ভরতা থাকে। কিন্তু একজন মফস্বল সাংবাদিকের কোন অবসর থাকে না। তিনি যতদিন পর্যন্ত রিপোর্টটি চালিয়ে যেতে পারবেন, ততোদিনই তার মূল্যায়ন হবে। এরপর থেমে যায় সব স্বপ্ন।

অনেক সাংবাদিককে দেখেছি নিদারুণ রোগ-ভুগে মৃত্যুর কাছে হার মেনেছে।অনেকে জীবনের শেষ বেলায় সাহসী সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, আদর্শ সাংবাদিক উপাধী পেলেও সংসার জীবনে তার অদেখা অসহায় জীবনের গল্প থাকে নিদারুণ চিত্রে। যা দেখা যায় না। তারা লজ্জায় বলতে পারেন না। যারা অপরের জীবনের কষ্ট তুলে সমৃদ্ধ করেছেন, সেই কলম যোদ্ধা অসহায়ত্বের কথা খবর নেয় কয়জন।

এ কারণে মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও জীবন উন্নয়নে প্রাতিষ্ঠানিক পেনশন সিস্টেম থাকা প্রয়োজন। নির্দিষ্ট সময় পর্যন্ত তার বেতন নির্ধারণের মধ্য দিয়ে তাদের দায়িত্বের অবসরের সময় পেনশন প্রদান করা। মফস্বল সাংবাদিকরা সংবাদপত্রের প্রাণ। কারণ সারাদেশের সকল খবরাখবর তারা নিরলসভাবে দিয়ে থাকেন।

সংক্ষেপ :

Address

Panchagarh
5030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alokito Panchagarh Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Dtv

One of the first 24 hour Online news portal and television channels in the country began its journey with a vision to serve the finest and authentic news for its viewers. Throughout the years, the channel has established itself as the largest news broadcaster in Bangladesh. channel Dtv excels in delivering business insights, investigative journalism, national & international politics, technology, sports and entertainment. Incorporating a dedicated and insightful team, the channel engages with the audience though its daily news and special prime time news analysis.