S M Shamim

S M Shamim স্বপ্নের গতি
আলোর চেয়েও দ্রুততম;
বাস্তবতা তো ঔপন্যাসিক
কচ্ছপের গতিসম

16/05/2025

আপনিও কি মনে মনে ভাবছেন ফেসবুকে হঠাৎ সান্ডা ভাইরাল কেন?

তাহলে শেষ পর্যন্ত পড়ুন।

ফেসবুকে হঠাৎ করে 'সান্ডা' ভাইরাল হওয়ার পেছনে রয়েছে কিছু প্রবাসী বাংলাদেশি ভ্লগারের তৈরি ভিডিও, বিশেষ করে সৌদি আরবের দাম্মামে অবস্থানরত আবদুল মান্নানের একটি ভিডিও, যেখানে একটি সান্ডা (কাঁটাযুক্ত লেজওয়ালা লিজার্ড) ফোঁসফোঁস করছে। এই ভিডিওটি ইতোমধ্যে ৬.৮ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এবং ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

'সান্ডা' আসলে একটি মরু অঞ্চলের সরীসৃপ, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স (Uromastyx)। এটি সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা-শুষ্ক পরিবেশে বাস করে। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল।

এই ট্রেন্ডের সঙ্গে 'কফিলের ছেলে' শব্দটিও জনপ্রিয় হয়েছে, যা মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তার সন্তানকে বোঝায়। এই প্রসঙ্গে বিভিন্ন মজার ভিডিও ও মিম তৈরি হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ।

এই ভাইরাল ট্রেন্ডটি প্রবাসী শ্রমিকদের জীবনের একটি হাস্যরসাত্মক দিক তুলে ধরেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

পরিশেষে ধন্যবাদ সবাইকে ♥

ভোটার নিবন্ধন করলেই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। ভোটার নিবন্ধন করে ছবি ও বায়োমেট্রিক দিয়ে আসার পরে আপনার প্রদত্ত...
18/04/2025

ভোটার নিবন্ধন করলেই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। ভোটার নিবন্ধন করে ছবি ও বায়োমেট্রিক দিয়ে আসার পরে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে NID নম্বর পেলেই আপনি অনলাইন থেকেই আপনার NID আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার প্রক্রিয়াঃ

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য প্রথমে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে।

এখন রেজিস্টার বাটনে ক্লিক করে ইনপুট ফিল্ডে ফরম নম্বর অথবা এসএমএস এ আসা আইডি কার্ডের নম্বর লিখুন। ফরম নম্বর লেখার সময় নম্বরের আগে NIDFN লিখবেন। জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ বসিয়ে এবং ভেরিফিকেশন নম্বর লিখে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।

পরবর্তী ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্য দিন। পরবর্তী ধাপে আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বরে ওটিপি ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে মোবাইল পরিবর্তনে ক্লিক করুন।

উপরের তথ্যগুলো সঠিক থাকলে এখন আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে। এ জন্য আপনার মোবাইলে NID Wallet App থাকতে হবে।

সবশেষে NID Wallet App এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে NID কার্ড ডাউনলোড করার ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড এর নিচের দিকে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

উক্ত NID কার্ড এর ডাউনলোডকৃত অনলাইন কপিটি প্রিন্ট করে এবং লেমিনেটেড করে সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

19/02/2024

যেখানেই রয় গো আমার স্বজন পরিজন
ও দয়াল রাইখোরে আগলাইয়া সারাক্ষণ

Address

Tentulia Road
Panchagarh
5000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801740863080

Alerts

Be the first to know and let us send you an email when S M Shamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share