11/05/2024
তেঁতুলিয়ায় ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে উৎসুক জনতার ঢল
স্টাফ রিপোর্টার :
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া-দেশের সর্বত্র ছড়িয়ে পরেছে ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমি। এবার দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কাশফিয়া ফুটবল একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটির আয়োজন করে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন।
শুক্রবার (১০ মে) বিকেল ৪টায় তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় খেলাটি। ফুটবলে ব্যাপক পরিচিত ব্যারিস্টার সুমনের আসার খবরে দুপুর থেকেই খেলা দেখতে ঐতিহ্যবাহী এ স্কুল মাঠটিতে বাড়তে থাকে দর্শকের উপস্থিতি। সময় হওয়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠটিতে ভরে যায় খেলা দেখতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভিড়।
খেলা শুরুর আগে মাঠ জুড়ে দর্শকের মুখে ‘সুমন, সুমন’ ধ্বনি উচ্চারিত হলে মাঠ ঘুরে দর্শকের হাত নেড়ে জবাব দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পুরো মাঠ জুড়ে ভরে যায় হাজার হাজার দর্শকের। বিভিন্ন শ্রেণি পেশার দর্শকের সাথে নারী ও শিক্ষার্থীদের খেলা উপভোগ করতে দেখা যায়।
খেলাটি পরিচালনায় সাজেদার রহমান রাজু। তাকে সহযোগিতা করেন আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির হিটলার আসাদুজ্জামান আসাদ। খেলার ধারাভাষ্য দেন দিনাজপুরের তরুণ ভাষ্যকার জয়নাল আবেদীন সোহেল।
খেলায় প্রথম অংশে গোল না হলেও দ্বিতীয় সময়ে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। তার কয়েক মিনিট পর ১-০ গোলে কাশফিয়া ফুটবল একাডেমির গোল বক্সে গোল হলে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠে পুরো মাঠ। শেষ পর্যন্ত কাশফিয়া ফুটবল একাডেমি কোন গোল দিতে না পারায় ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমি জিতে নেয় জয়ের ট্রফি।
খেলা দেখতে আসা দর্শকরা বলেন, আমরা টিভিতে ও লাইভে ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমির খেলা দেখে আসছি। যখনই শুনেছি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিনি ফুটবল খেলতে আসছেন। তা শোনার পর থেকেই ছুটে এসেছি। এরকম কথা খেলা দেখতে আসা দর্শকদের।
খেলার উদ্ভোধনীর সময় ও পরে ব্যারিস্টার সুমন বলেন, আমরা সারাদেশেই ফুটবল খেলেছি। জীবনের প্রথম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসেছি। এখানকার খেলোয়ারদের সাথে হার-জেতা বড় কথা নয়, আমরা এখানে এসেছি দেশের সব জায়গায় ফুটবলের খেলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ুক। তারা মাদকাসক্ত পরিবেশ থেকে মুক্ত হয়ে খেলাধূলায় চর্চায় উদ্বুদ্ধ হোক।
তিনি আরও বলেন, পঞ্চগড়ের মানুষ খুবই অতিথি পরায়ন। এখানে এসে বুঝতে পেরেছি এখানকার মানুষ কতোটা আন্তরিক। কতোটা ভালোবাসতে পারে। আগে যদি জানতাম, এখানে এতো শান্তি তাহলে এখানেই থেকে যেতাম। যাই হোক, এখানে আসার আরেকটি কারণ হচ্ছে সরকারের উন্নয়ন কতোটা হয়েছে তা দেখা। আমি বিশ্বাস করি বর্তমান পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জুামান ভুইয়া মুক্তা এখানে নতুন কিছু উদারণ তৈরি করবে। এ জন্য আমাদের হবিগঞ্জে ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে এ খেলার আয়োজক বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি পঞ্চগড়ের এমপি মুক্তা ভাই ও মিলন এ ধরণের ব্যক্তিদের কর্ম পরিকল্পনায় জেলার উন্নয়ন প্রসারিত হবে।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারীর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম, তেঁতুলিয়া উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তৌহিদ হাসান তুহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।