পঞ্চগড় জেলা-Panchagarh District

পঞ্চগড় জেলা-Panchagarh District Panchagarh District Official Page.
পঞ্চগড় জেলার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগত।। 🍁
(10)

19/04/2025

আপনি কি শরীয়াহ চান?
সবাই গলা ফাটিয়ে বলবে: হ্যাঁ, অবশ্যই!

তবে আপনি কি শরীয়াহ বাস্তবায়নের জন্য প্রস্তুত?
প্রশ্নটা কঠিন হয়ে গেলে, অধিকাংশ মুখে তালা পড়ে যাবে।

আর যখন বলা হবে-- "শরীয়াহ কায়েমের জন্য জান-মাল নিয়ে ময়দানে নামতে পারবেন?"
তখন বোঝা যাবে, এই কথার জবাব দেওয়ার মতো সাহস হাতেগোনা কয়েকজনেরই আছে।
বাকি সবাই পালাবে, চুপ থাকবে, কিংবা নিজের স্বার্থের খোলসে ঢুকে পড়বে।

"উম্মাহ'র উত্তম ব্যক্তিরা আমাদের থেকে বিদায় নিয়ে রবের ডাকে লাব্বাঈক বলে সাড়া দিয়েছেন" রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসি'আ"

12/04/2025

মুসয়াব বিন উমাইর কিংবা খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রওয়াহা কিংবা জাফর ত্বইত্যার, যায়েদ বিন হারেসাহ কিংবা আলি ইবনে আবি ত্বলিব জিহাদের মাঠে যারা কর্তিত হাতে পতাকা বহন করেছিলেন সেই শুভ্র ও কালো পতাকায় সুস্পষ্ট অক্ষরে লিখিত ছিল
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "

আর সেই পতাকা স্বয়ং প্রিয় নাবি সাহাবিদের হাতে
তুলে দিয়েছিলেন অদম্য স্বাধীন ও অপ্রতিরোধ্য এক জাতিসত্ত্বার নিদর্শন হিসেবে। কোন পরাশক্তির সেবক জাতীয়তাবাদের নিদর্শন হিসেবে নয়!

অতএব কালিমার পতাকা নিয়ে যাদেরই এলার্জি তারা নেহায়েত জাহেল অথবা জালেম!

04/04/2025

ফেসবুক টাত ঢুকিলে খালি বিহা আর বিহা।,মুষলধারে বিয়ে হচ্ছে।লাগাও বিহাখান।।🌺✅💙🥰

11/03/2025

মোল্লারা মব না করলেও মব। আর শাহবাগীরা মব করলেও তা গুড জব।

(মব-মারানিদের না বলা কথা)

05/03/2025

অপারেশন ডেভিল হান্ট অভিযানে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে । আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।

আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এছাড়াও তিনি অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’এর অন্যতম সক্রিয় সদস্য।

🔥 পঞ্চগড়ে জেনারেল পড়ুয়া ভাইদের জন্য কুরআনের মঞ্চ প্রস্তুত!পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে পঞ্চগড়ের জেনারেল শিক্ষিত ভাইদের ...
27/02/2025

🔥 পঞ্চগড়ে জেনারেল পড়ুয়া ভাইদের জন্য কুরআনের মঞ্চ প্রস্তুত!

পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে পঞ্চগড়ের জেনারেল শিক্ষিত ভাইদের জন্য দারুল আরকাম ইনস্টিটিউট আয়োজন করছে "কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫"!

এটি শুধুমাত্র জেনারেল পড়ুয়া ভাইদের জন্য। (নির্দিষ্ট বয়সসীমা নেই।)
যেকোনো বয়সের ভাইয়েরা অংশগ্রহণ করতে পারবে ইংশা-আল্লহ্‌ 💥

🏆 বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার!
🥇 প্রথম পুরস্কার: 🚴 সাইকেল
🥈 দ্বিতীয় পুরস্কার: 🍽 ডিনার সেট
🥉 তৃতীয় পুরস্কার: 🍚 রাইস কুকার
🎁 চতুর্থ পুরষ্কার: ইলেকট্রিক কেটলি
🎁 পঞ্চম পুরষ্কার: নন স্টিকি ফ্রাই পেন
🎁 ষষ্ঠ পুরষ্কার: প্লেট সেট
🎁 ৭ম- ৯মপুরষ্কার: গ্লাস সেট
🎁 ১০ম পুরষ্কার: বাটি সেট
🎁 ১১-২০তম পুরষ্কার: বিশেষ উপহার!

⭐এছাড়াও সকল প্রতিযোগী ভাইদের জন্য থাকছে শুভেচ্ছা পুরস্কার ইনশাআল্লাহ!

🗓️ প্রতিযোগিতার তারিখ:
🔹 ১৫ রমাদ্বান ১৪৪৬ হিজরি (২০২৫) | সকাল ৯:০০ টা

📍 প্রতিযোগিতার স্থান:
🏛 দারুল আরকাম ইনস্টিটিউট, পঞ্চগড়
সদর থানার পশ্চিম সংলগ্ন, পুরাতন ক্যাম্প, সদর, পঞ্চগড়।

📌 যেভাবে রেজিস্ট্রেশন করবেন-
• অনলাইনে Google Form-এর মাধ্যমে রেজিস্ট্রেশন চলছে! 📲 লিংক কমেন্টে।

• এছাড়াও অফলাইনে ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। (ফরম প্রাপ্তির স্থান পোস্টারে লেখা আছে)

📱যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
+88 01766-996300
+88 01752-827714

📢 পঞ্চগড়ের প্রতিভাবান তিলাওয়াতকারীরা, প্রস্তুত তো?
💬 বন্ধুদের ট্যাগ করুন, যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে!

24/02/2025

জেনারেল শিক্ষিত হলেও এবার হাফেজ, আলেম হতে পারবেন আপনিও ইংশা-আল্লহ! 📢

❇ মাদরাসাতুল মাদীনাহ পঞ্চগড় ❇
মাদানী নেসাব ও দারসে নিজামীর সমন্বিত সিলেবাসে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ তথা মিযান ও নাহবেমীর জামাতে ভর্তি চলছে।

(আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ারে ২০২৫ ইং ১ লা রামাদান থেকে ১০ ই শাওয়াল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকিবে ইংশাআল্লাহ।)

💠আবাসিক কিতাব বিভাগটি:
☞৮ বছর ব্যাপী।এ-বিভাগে মাদানী নেসাব ও দারসে নেজামী এবং জেনারেল শিক্ষার সমন্বিত সিলেবাসে ছাত্রদেরকে দক্ষ ও আমলদার এবং শরীয়তের মেজাজধারী ও যুগসচেতন আলেম হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষ থেকেই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সু-ব্যবস্থা।
=======================================
✅ নৈশ ও প্রভাতী বিভাগ।
জেনারেল শিক্ষার্থী ও সর্বস্তরের পেশাজীবীদের জন্যঃ
💠 ফরজে আইন কোর্স- ১ বছর মেয়াদি।
☞কুরআনে কারীম বিশুদ্ধকরণ এবং ধর্মীয় জীবনঘনিষ্ঠ মাসআলা-মাসায়েল শিক্ষা প্রদান।

💠জেনারেল শিক্ষার্থী ও সর্বস্তরের পেশাজীবীদের জন্য আলিম কোর্স- ৭ বছর মেয়াদি।
☞দারসে নিজামী ও মাদানী নেসাবের নির্বাচিত মৌলিক সিলেবাসের মাধ্যমে অন্যান্য আবাসিক তালিবুলইলমদের মতোই ক্লাস প্রদান এবং তাদের মতোই আলেম হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ প্রয়াস।
☞বাংলাদেশ নৈশ বোর্ড অথবা বেফাক্ব বোর্ডে পরীক্ষা দেওয়ার সু-ব্যবস্থা।

💠 মক্তব ও নাজেরা বিভাগ:
☞এ বিভাগে ২ বছরে মক্তব ও নাজেরা শেষ করার পাশাপাশি স্কুল সিলেবাসে ৪ র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনার সু-ব্যবস্থা।

💠 হিফজুল কুরআন বিভাগঃ
☞এ-বিভাগে ৩ বছরে হিফজ শেষ করার পাশাপাশি স্কুল সিলেবাসে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার সু-ব্যবস্থা।

ঠিকানা-
পঞ্চগড় ফায়ার সার্ভিসের বিপরীত পার্শে, মাহির পাম্প সংলগ্ন, টাওয়ার বিশিষ্ট দোতলা ভবন, পঞ্চগড় সদর ,পঞ্চগড়।

❇ প্রতিষ্ঠাতা পরিচালকঃ-
হাফেজ মাওলানা মুখতারুল ইসলাম
যোগাযোগঃ-
01765647958 / 01707789090

24/02/2025

মেয়েদের জন্য বিশেষ সতর্কবার্তা ⚠️

প্রিয় বোনেরা! নিজের নিরাপত্তার জন্য সর্বদা সতর্ক থাকুন!

🔴 স্কুল-কলেজ বা কোচিংয়ে আসা-যাওয়ার সময় জনসমাগমপূর্ণ রাস্তা ব্যবহার করুন। প্রয়োজনে পরিবারকে জানান কোন রুটে যাচ্ছেন।

🔴 সন্ধ্যার পর একা বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। খুব জরুরি হলে পরিবারের কাউকে সঙ্গে রাখুন।

🔴 রিকশা, অটো, সিএনজি বা বাসে ওঠার আগে নিশ্চিত করুন সেখানে অন্য নারী যাত্রী আছেন কিনা। একা হলে অন্য যানবাহন নিন।

🔴 মোবাইল ফোন ব্যবহার সীমিত করুন। রাস্তায় হাঁটার সময় বা বাহনে বসে মোবাইল স্ক্রিনে না তাকিয়ে চারপাশে খেয়াল রাখুন।

🔴 অপরিচিত স্থানে একা যাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি বন্ধ রাখুন।

🔴 পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। বিপদে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।

✅ নিজেকে সুরক্ষিত রাখুন, আত্মবিশ্বাসী হন, এবং কখনোই ভয় পাবেন না! 💪🔥

ধন্যবাদ
আসসালামু আলাইকুম ❤️‍🩹

22/02/2025

আল্লাহর রাসূল কে গালি দিবে৷
তারপর ভাইরাল হয়ে যাবে।
জনগণ রাস্তায় নেমে যাবে।
তারপর কার্যসিদ্ধি করে তওবা বা ক্ষমার নাটক করবে৷
এখানেই সব শেষ। মিশন সাকসেসফুল৷

হ্যা এভাবেই চলতে থাকলে। শাতিম হওয়া টা আরো ফ্যাশন হয়ে দাঁড়াবে৷
ক্ষমা নামক কোনো শব্দ নাই তাদের জন্য৷

বস্তাপচা মৌলভী শাইখরা সময় থাকতে ভালো হয়ে যাও৷ না হলে তোমাদের অবস্থা শোচনীয় হবে৷

- নোট : রাখাল রাহা একজন স্বঘোষিত নিধর্মী ( না'স্তিক) তার মূল নাম রাখাল রাহা নয়৷ তার একটা মুসলিম নাম ছিলো আগে৷ এক কথায় সে একজন ধর্ম'ত্যাগী মুর'তা'দ।
নবীর ইজ্জ্বত কারো বাপের সম্পত্তি না! চাইলে মাফ করে দিবে।

সাধু সুশীল সাবধান।

চার মাজহাব এর ফতোয়া,শা**তি**মের কোন ক্ষমা নেই,
ওরে ক্ব*ত**ল করতেই হবে মানে হবেই, এটাই ওর উপযুক্ত শা*স্তি। সোজা গড় দ* ন কে* #টে ফেলা ।

হেলমেট ফিরে এসেছে গামছালীগ হয়ে।
18/02/2025

হেলমেট ফিরে এসেছে গামছালীগ হয়ে।

Address

Panchagarh District পঞ্চগড় জেলা হিমালয় কন্যা পঞ্চগড়
Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when পঞ্চগড় জেলা-Panchagarh District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share