Md.Ahasan Habib Vp

Md.Ahasan Habib Vp শিক্ষামূলক খুঁটিনাটি বিষয়

24/09/2025

শুভ সন্ধ্যা

24/09/2025
With MrBeast – I'm on a streak! I've been a top fan for 10 months in a row. 🎉
12/09/2025

With MrBeast – I'm on a streak! I've been a top fan for 10 months in a row. 🎉

সুন্দর সময় কাটানো মানে শুধু হাসি আর আনন্দ নয়, বরং এমন কিছু মুহূর্ত তৈরি করা— যেগুলো কঠিন সময়ে হৃদয়ে শান্তির বাতি হয়...
11/09/2025

সুন্দর সময় কাটানো মানে শুধু হাসি আর আনন্দ নয়, বরং এমন কিছু মুহূর্ত তৈরি করা— যেগুলো কঠিন সময়ে হৃদয়ে শান্তির বাতি হয়ে জ্বলে।”

With Md Amin – I just got recognized as one of their top fans! 🎉
10/09/2025

With Md Amin – I just got recognized as one of their top fans! 🎉

07/09/2025

Good Night Everyone

বাচ্চারা জেদি হওয়া আসলে তাদের মানসিক বিকাশের স্বাভাবিক একটি অংশ। তবে কিছু বিশেষ কারণে শিশুরা বেশি জেদি হয়ে যেতে পারে। প্...
05/09/2025

বাচ্চারা জেদি হওয়া আসলে তাদের মানসিক বিকাশের স্বাভাবিক একটি অংশ। তবে কিছু বিশেষ কারণে শিশুরা বেশি জেদি হয়ে যেতে পারে। প্রধান কারণগুলো হলোঃ

✅ বাচ্চাদের জেদি হওয়ার কারণ

1. স্বাধীনতা প্রকাশের চেষ্টা – শিশু বড় হতে হতে নিজের মত প্রকাশ করতে চায়। সে যা চায়, তা না পেলে জেদ করে।

2. মনোযোগ পাওয়ার চেষ্টা – অনেক সময় বাচ্চারা চায় বাবা-মা শুধু তার দিকে তাকিয়ে থাকুক। তাই ইচ্ছে করে জেদ করে।

3. অতিরিক্ত আদর বা শাসন – কখনও বেশি শাসন, আবার কখনও বেশি ছাড় দিলে শিশুর স্বভাবের ভারসাম্য নষ্ট হয়, ফলে সে জেদি হয়ে যায়।

4. নিজের প্রয়োজন প্রকাশে অক্ষমতা – ছোট শিশুরা সঠিকভাবে বুঝিয়ে বলতে পারে না। ফলে না পাওয়ার হতাশা জেদে রূপ নেয়।

5. নিয়মের অসঙ্গতি – কখনও মা-বাবা "হ্যাঁ" বলেন, কখনও "না" বলেন। এতে শিশু বিভ্রান্ত হয় ও জেদ বাড়ে।

6. পরিবারের পরিবেশ – পরিবারে ঝগড়া, চাপ, বা মানসিক অশান্তি থাকলে শিশুর মানসিকতায় প্রভাব পড়ে এবং সে জেদি হয়।

7. অতিরিক্ত স্ক্রিন টাইম – মোবাইল/টিভিতে বেশি সময় কাটালে শিশু সহজেই বিরক্ত ও জেদি হয়ে যায়।

8. অনুকরণ প্রবণতা – শিশুরা বড়দের আচরণ অনুকরণ করে। যদি পরিবারে কেউ রাগী বা জেদি হয়, শিশুও তা শিখে নেয়।
বাচ্চাদের জেদ কমানো আসলে ধৈর্য, ভালোবাসা আর সঠিক কৌশলের বিষয় 😊। নিচে কিছু কার্যকর উপায় দিলাম—

✅ বাচ্চাদের জেদ কমানোর উপায়

1. শান্ত থাকুন – বাচ্চা জেদ করলে অভিভাবক রাগ করলে বা চিৎকার করলে সমস্যা বাড়ে। শান্তভাবে সামলান।

2. মনোযোগ ঘুরিয়ে দিন – জেদ করলে তার মনোযোগ অন্য দিকে সরিয়ে দিন, যেমন খেলনা, গান বা গল্প শোনানো।

3. বিকল্প দিন – সরাসরি "না" না বলে তাকে বিকল্প দিন। যেমন: “এখন আইসক্রিম নয়, তুমি চাইলে ফল খেতে পারো।”

4. ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন – যেমন: কোন জামা পরবে বা কোন খেলনা নেবে, এতে সে স্বাধীনতা অনুভব করে এবং জেদ কমে।

5. সময় দিন ও শুনুন – অনেক সময় বাচ্চা শুধু শোনাতে চায়। তাকে মনোযোগ দিয়ে শোনালে জেদ কমে।

6. নিয়মে ধারাবাহিকতা রাখুন – কখনও অনুমতি দেন আবার কখনও না দেন—এতে বাচ্চা বিভ্রান্ত হয়। নিয়ম সবসময় একই রাখুন।

7. ভালো আচরণে প্রশংসা করুন – যখন সে ভালোভাবে কিছু মানে, তখন তাকে প্রশংসা করুন। এতে সে বুঝবে ভালো আচরণেই লাভ বেশি।

8. বেশি শাসন নয়, ভালোবাসা দিন – অতিরিক্ত শাসনে বাচ্চারা জেদি হয়ে যায়। নরমভাবে বোঝালে বেশি কার্যকর হয়।

9. উদাহরণ তৈরি করুন – বাবা-মা বা বড়রা যদি শান্তভাবে সমস্যা সমাধান করেন, বাচ্চাও শিখবে।

10. স্ক্রিন টাইম সীমিত করুন – মোবাইল/টিভি কমিয়ে বাইরে খেলাধুলা বা বই পড়ায় অভ্যস্ত করুন।

05/09/2025

ভাষা শিক্ষা কর্মসূচি ゚viralシfypシ゚viralシ

Address

Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Md.Ahasan Habib Vp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share