Rifat Aviary

Rifat Aviary Cokatiel Lover

06/12/2024

06/12/2024

আলহামদুলিল্লাহ আমাদের বাজরিগার পাখি আবার নতুন ডিম পাড়ছে, যা সত্যিই একটি বিশেষ মুহূর্ত। পাখিগুলোর জন্য নিরা পদ ও আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা শান্তিতে তাদের বাচ্চাদের দেখাশোনা করতে পারে।

06/12/2024
07/11/2024

ভালো মানের গিরিবাজ কবুতর চেনার উপায় | গিরিবাজ কবুতর | কবুতর চেনার উপায়

ভালো গিরিবাজ কবুতর চেনার উপায় আমাদের অনেকেরই জানা নেই। কবুতর পালন আমাদের দেশে এই জনপ্রিয় একটি পেশা। অনেকে শখের বসে পালন করে আবার অনেকেই রয়েছে যারা বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালন করে। আমাদের দেশে বেশ কয়েকটি জাতের কবুতর রয়েছে এগুলোর মধ্যে অন্যতম হলো গিরিবাজ জাতের কবুতর।
গিরিবাজ জাতের কবুতর চেনার উপায় অনেকেই জানেন না চলুন আজকে জেনে নেই গিরিবাজ জাতের কবুতর চেনার উপায় সম্পর্কে।

চোখ
গিরিবাজ জাতের কবুতরের চোখ দেখতে অনেক উজ্জ্বল দেখাবে। এই জাতের কবুতরের চোখ রোদের দিকে ধরলে ছোট বড় হবে অর্থাৎ জুমিং করবে। এ জাতের কবুতরের চোখের মনি এক জায়গায় স্থির থাকে না। চোখসহ চোখের মনি কাপাকাপি করতে থাকবে। কিছু সময় হাতে ধরে চোখের দিকে ভালোভাবে তাকিয়ে থাকলেই আপনি এটা বুঝতে পারবেন। গিরিবাজ এর মধ্যে সবচেয়ে ভালো হলো সাদা চোখের কবুতর মানে যে কবুতরগুলোর চোখে কোনরকমের এক্সট্রা দাগ থাকে না। যত কম দাগ থাকবে কবুতরের জাতের বিশুদ্ধতা তত ভালো হবে ‌ ।

ডানা
গিরিবাজ জাতের কবুতরের ডানা সাধারণত গোল আকৃতির হয়ে থাকে। কোন কোন গিরিবাজ কবুতরের ডানার পাখাগুলো তরোয়াল কিংবা তীরের মতো দেখতে হয়। সাধারণত যেসব গিরিবাজ কবুতরের ডানা অপেক্ষাকৃত বড় হয় এবং ডানা চিকন প্রকৃতির হয়ে থাকে সেসব কবুতর বেশি পরিমাণ উড়তে পারে।

লেজ
গিরিবাজ জাতের কবুতর হাতে নিলে দেখা যাবে কিছু কবুতরের লেজ পুরোপুরি খুলে যায় আর কিছু কবুতরের লেজ বন্ধ থাকে। যেসব কবুতরের লেজ পুরোপুরি খুলে যাবে সে সমস্ত কবুতর ওড়ার ব্যাপারে ভালো এক্সপার্ট হয় না। কিন্তু যে সমস্ত কবুতরের লেজগুলো খোলা অবস্থায় থাকে না ওই কবুতরগুলো খুব ভালো উড়তে পারে এবং ঝরঝাপটা যে কোন পরিবেশে তারা উড়ে বাড়িতে ফিরে আসতে পারে। আবার কিছু কিছু গিরি বাজের লেজ দেখতে অনেকটা নৌকার মত হয়। যেসব কবুতরের নৌকার মত হয় তারা আকাশে ডিগবাজি দেওয়ার সময় নিচের দিকে পড়ে না। বরঞ্চ উপরের দিকে উঠতে পারে। গিরিবাজ কবুতরের স্বাস্থ্যের উপর কবুতরের ওড়ার ক্ষমতা অনেকাংশে নির্ভর করে থাকে। তবে যেসব কবুতর বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করে থাকে সেসব কবুতর খুব বেশি উড়তে পারে না। আর কবুতর বেশি স্বাস্থ্যবান হলে সে কবুতরের জাতের বিশুদ্ধতা থাকলেও তারা ভালো উঠতে পারে না। তাই গিরিবাজ জাতীয় কবুতর যদি ওড়ানোর উদ্দেশ্যে পালন করা হয় তা

29/10/2024

27/10/2024

21/10/2024

আলহামদুলিল্লাহ আমাদের কোকাটেল পাখি আবার নতুন ডিম পাড়ছে, যা সত্যিই একটি বিশেষ মুহূর্ত। পাখিগুলোর জন্য নিরা পদ ও আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা শান্তিতে তাদের বাচ্চাদের দেখাশোনা করতে পারে।

17/10/2024

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share