07/01/2025
৩ লাখ শহীদ কে ৩০ লাখ বলে রাজনৈতিক ফায়দা লুটতে চাওয়া স্বৈরাচার কে ব্যঙ্গ করতে করতে, শহীদ দের অপমান হয়ে যায় সে লাইন ক্রস না করি।
৩ লাখ হোক আর ৩০ লাখ হোক বা জুলাই এর ২০০০+ শহীদই হোক না কেনো, সবাই স্বাধীন বাংলাদেশ এর জন্য নিজের জীবন দিয়েছে। তারা বাংলাদেশের মাথার মুকুট।