Doha and Dihan

Doha and Dihan আসসালামু-আলাইকুম.. আমি সৌরভি,
,দোহা&দিহানের আম্মু..
ধৈর্য্য ধরুন সফলতা অর্জনের জন্য
(1)

24/09/2025

ভাইয়া মারছে বলে😳😳

মানুষের ভালোবাসা কথাটির মধ্যে অগণিত আবেগ ও সম্পর্ক লুকিয়ে থাকে। তবে বাস্তবতার আয়নায় তাকালে দেখা যায়, মানুষ আসলে আমাদের ব...
24/09/2025

মানুষের ভালোবাসা কথাটির মধ্যে অগণিত আবেগ ও সম্পর্ক লুকিয়ে থাকে। তবে বাস্তবতার আয়নায় তাকালে দেখা যায়, মানুষ আসলে আমাদের ব্যক্তিত্ব, সংগ্রাম কিংবা আত্মত্যাগকে খুব কমই মূল্যায়ন করে। অধিকাংশ মানুষ আমাদের অবস্থানকেই ভালোবাসে। অর্থাৎ, আমরা জীবনে কতটা সফল, কতটা অর্থ-সম্পদ অর্জন করেছি, সমাজে কতটা পরিচিতি বা খ্যাতি পেয়েছি—এসবই অনেক সময় তাদের ভালোবাসার মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

যদি কারও ক্যারিয়ার ভালো হয়, বড় চাকরি থাকে, প্রচুর অর্থ-সম্পদ থাকে, তবে মানুষ তাকে সম্মান করে, তার পাশে থাকতে চায়। আবার বিপরীতে যদি সেই একই মানুষ সবকিছু হারিয়ে ফেলে, তখন আশেপাশের মানুষের ভিড় হঠাৎ কমে যায়। সম্মান, ভালোবাসা, এমনকি সম্পর্কের উষ্ণতাও তখন ক্রমে শীতল হয়ে পড়ে।

এটাই সমাজের কঠিন বাস্তবতা—মানুষ মূলত মানুষকে নয়, বরং তার অবস্থানকে ভালোবাসে। তাই আমাদের বোঝা উচিত, বাইরের ভালোবাসা কিংবা সম্মানকে জীবনের মূল ভরসা করা ঠিক নয়। নিজের প্রতি আস্থা রাখা, নিজের সংগ্রামকে শ্রদ্ধা করা এবং সত্যিকার ভালোবাসা চিনে নেওয়াই হলো আসল শক্তি।

অবস্থানভিত্তিক ভালোবাসা ক্ষণস্থায়ী। সত্যিকারের ভালোবাসা সেই যা মানুষকে তার সত্তার জন্য ভালোবাসে, অবস্থানের জন্য নয়

সহ্য আর ধৈর্য্যএই ২টা জিনিস জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত 🌸🌸    #ফলোয়ারস
23/09/2025

সহ্য আর ধৈর্য্য
এই ২টা জিনিস জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত 🌸🌸
#ফলোয়ারস

উদ্দেশ্য যদি হালাল হয়, তাহলে আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর" –ইনশা"আল্লাহ। ❤️    #ফলোয়ারস
23/09/2025

উদ্দেশ্য যদি হালাল হয়, তাহলে আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর" –ইনশা"আল্লাহ। ❤️
#ফলোয়ারস

কখনো বিকল্প হয়ো নাঅগ্রাধিকার হও,,না হলে  একাই ভালো    #ফলোয়ারস
23/09/2025

কখনো বিকল্প হয়ো না
অগ্রাধিকার হও,,না হলে একাই ভালো
#ফলোয়ারস

সময় কখনো একরকম থাকে না। কখনো হাসি দেয়, কখনো কাঁদায়; কখনো নতুন সম্ভাবনা খুলে দেয়, কখনো পুরনো কষ্টকে স্মরণ করিয়ে দেয়। খারা...
23/09/2025

সময় কখনো একরকম থাকে না। কখনো হাসি দেয়, কখনো কাঁদায়; কখনো নতুন সম্ভাবনা খুলে দেয়, কখনো পুরনো কষ্টকে স্মরণ করিয়ে দেয়। খারাপ মুহূর্তগুলোই আমাদের ধৈর্য, শক্তি আর জীবনের প্রকৃত মান শেখায়। যে বিকেলগুলো অন্ধকার মনে হয়, সেগুলোই রাত পেরিয়ে ভোরকে আমন্ত্রণ করে। জীবনের চক্রের — ওঠা-নামার মাঝেই সুন্দরতা লুকিয়ে আছে।

এতে দোষ নেই যদি আমরা অনলাইনে ক্লান্তি পাই, ব্যর্থতায় হতাশ হই বা পরিকল্পনা ভাঙে। পৃথিবীর প্রতিটি মানুষেরই এমন সময় আসে। গুরুত্বপূর্ণ হলো — সেই সময়ে নিজেকে হারানো না, বরং শেখার চোখে দেখা। কষ্টকে শিক্ষায় বদলে নেওয়া, ছোট্ট সুখগুলোতে কৃতজ্ঞ থাকা, এবং আবার হাঁটা শুরু করা — এটিই জীবনের সহজ অথচ মহান নিয়ম।

সময় শুধু চলে না — সময় আমাদের গড়েও তোলে। তাই এই যে সময়টা যাচ্ছে, সেটাকে শত্রু না ভেবে শিক্ষক ধরো; কারণ ঠিক এই সময়ে তুমি পরবর্তী দিনের জন্য শক্তিশালি হচ্ছ।
#ফলোয়ারস

22/09/2025

জিন্দা থাকলে নিন্দা হবেই
মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে🥰

মানুষের জীবন এক দীর্ঘ দৌড়ের মতো। জীবনের শুরুতে শক্তি থাকে প্রচুর, স্বপ্ন থাকে অসীম, আর সেই স্বপ্ন পূরণের জন্য মানুষ দৌড়া...
22/09/2025

মানুষের জীবন এক দীর্ঘ দৌড়ের মতো। জীবনের শুরুতে শক্তি থাকে প্রচুর, স্বপ্ন থাকে অসীম, আর সেই স্বপ্ন পূরণের জন্য মানুষ দৌড়ায় নিরন্তর। কিন্তু সময়ের সাথে সাথে শক্তি ক্ষীণ হয়, গতি কমে আসে। তখন হয়তো দৌড়ের জায়গায় হাঁটা শুরু করতে হয়। তবে হাঁটা মানেই থেমে যাওয়া নয়, বরং এগিয়ে যাওয়ারই আরেক রূপ।

জীবনের প্রতিটি মানুষকেই নিজের পথে চলতে হয়। দৌড়ে বা হেঁটে—তফাৎ শুধু গতির, লক্ষ্য কিন্তু একই। এ যাত্রায় অনেকেই ক্লান্ত হয়ে অন্যের পা ধরে চলার চেষ্টা করে। কিন্তু পরনির্ভরতা কখনো স্থায়ী সমাধান নয়। অন্যের পায়ে ভর দিলে সাময়িকভাবে হয়তো এগোনো যায়, কিন্তু তাতে নিজের শক্তি, আত্মসম্মান ও আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়
তাই শক্তি যতদিন আছে, নিজের পায়ে দৌড়াতে হবে। শক্তি ক্ষীণ হলে হাঁটতে হবে, কিন্তু কখনোই হাল ছাড়া যাবে না। কারণ প্রকৃত সম্মান তাদের জন্যই, যারা নিজের পথে নিজেই হাঁটে, নিজেদের লড়াই নিজের হাতে লড়ে।

জীবনে যত কষ্টই আসুক, নিজের সামর্থ্য দিয়ে সামনে এগিয়ে যান। দৌড়াতে না পারলে হাঁটুন, কিন্তু কখনো অন্যের পায়ের ভরসায় চলার চিন্তা করবেন না।
#ফলোয়ারস

আজকে বলে স্ত্রীর প্রশংসা করার দিন🥰আমার ভাই তো প্রশংসা করে দিলোআপনি করছেন তো???Momin Islam Momin Mithi #ফলোয়ারস
21/09/2025

আজকে বলে স্ত্রীর প্রশংসা করার দিন🥰
আমার ভাই তো প্রশংসা করে দিলো
আপনি করছেন তো???
Momin Islam Momin Mithi
#ফলোয়ারস

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doha and Dihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share