19/04/2025
"সোনার বাংলা"
মকছেদুল মোমিন
নদীমাতৃক্কের কোলে জেগে ওঠা দেশ,
লাল-সবুজের ঠোঁটে স্বাধীনতার বিশেষ।
মুক্তিযুদ্ধের সুরে বাঙালির প্রাণ,
বর্ষার মেঘে ভেজা ধানের সোনা ক্ষ্যান।
শাপলা-শালিকে ডানা মেলে জলাভূমি,
জামাই-ষষ্ঠীর হাসি মধুর গ্রামী-ঢুস্কি॥
পদ্মা-যমুনার গানে বেঁধেছে সেতু,
মুক্তবাজারির ধোঁয়ায় হারায় না কেতু।
মসজিদ-মন্দিরে মিলে একই বাতাস,
কোভিড-দুঃখেও জ্বলে আশার বাতি।
মাটির গন্ধ মাখা এই বাংলা আমার,
বিশ্বের বুকে যেন জ্বলে স্বপ্নের তার।