
08/08/2025
অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে
নিজের হাসিটা মুছে ফেলবেন না,
সবাইকে খুশি রাখতে রাখতে
নিজের স্বপ্নগুলো মেরে ফেলে দেবেন না।
দায়িত্বের ভারটা যতই হোক না কেন
মনের শিশুটাকে মরে যেতে দেবেন না।
কারণ শেষ পর্যন্ত নিজের ভালো থাকাই আসল সম্পদ।