Kuran Media

Kuran Media আসসালামু আলাইকুম

07/04/2023
29/12/2022
আলহামদুলিল্লাহ  আসসালামু আলাইকুম ,আজ ২৯.ডিসেম্বর রোজ বৃহস্পতিবার,গাউসিয়া কমিটি বাংলাদেশ,দক্ষিন পতেঙ্গা ৪১নং ওয়ার্ডের ব্য...
29/12/2022

আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ,আজ ২৯.
ডিসেম্বর রোজ বৃহস্পতিবার,গাউসিয়া কমিটি বাংলাদেশ,দক্ষিন পতেঙ্গা ৪১নং ওয়ার্ডের ব্যাবস্থাপনায়
দাওয়াতে খায়র মাহফীল,তথা শরীয়তের গুরুর্ত্বপূর্ন
মাসাঅালা মাসায়েল এর অনুষ্টান অায়োজন করা হয়েছে,উক্ত অনুষ্টানে অাপনাদের সকলের উপস্থিতি
কামনা করছি,,স্থান,দক্ষিন পতেঙ্গা দক্ষিন পাড়া কোনার
দোকান,৪১নং ওয়ার্ড পতেঙ্গা চট্রগ্রাম,,সময় বাদে
মাগরীব হতে আরম্ভ,,,,

আলহামদুলিল্লাহ!❤️❤️আজ ৭ই অক্টোবর, ২০২২ইং রোজ বৃহস্পতিবার ৬দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (ﷺ) মাহফিলের « ৪র্থ দিবসে »  থাকছেন...
07/10/2022

আলহামদুলিল্লাহ!❤️❤️

আজ ৭ই অক্টোবর, ২০২২ইং রোজ বৃহস্পতিবার
৬দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (ﷺ) মাহফিলের
« ৪র্থ দিবসে » থাকছেন,

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, যুবসমাজের আইডল,
-- শায়েখ সৈয়্যদ মুহাম্মদ হাসান আল-আযহারী


বাদে এশা থেকে মাহফিলের কার্যক্রম আরম্ভ হবে, ইনশাআল্লাহ।
সকলের প্রতি ঈমানী দাওয়াত রইলো..!

স্থান:- মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ

মাশা অাল্লাহ্ হুজুর কেবলার বানীএবারের অামিরাত সফরে সারজাহ্তে সৈয়দ মুহাম্মদমুসার বাসা থেকে বের হবার সময়, হুজুর কেবলা তাহে...
04/10/2022

মাশা অাল্লাহ্ হুজুর কেবলার বানী
এবারের অামিরাত সফরে সারজাহ্তে সৈয়দ মুহাম্মদ
মুসার বাসা থেকে বের হবার সময়, হুজুর কেবলা তাহের শাহ হেঁসে হেঁসে বলে ছিলেন,বীজ বপন করলেন
সিরিকোটি অার অামরা এর ফল কাচ্ছি ৷

রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত ১০টায় ঘুমিয়ে গেলাম...!!!সকাল গেলো ঘুম থেকে উঠলাম না...!!! আরাম...
14/09/2022

রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত ১০টায় ঘুমিয়ে গেলাম...!!!
সকাল গেলো ঘুম থেকে উঠলাম না...!!!
আরামে ঘুমাবো বলে মা ডাকলো না...!!!
দুপুর হয়ে গেলো ঘুম থেকে উঠলাম না...!!!

এবার মা অনেক ডাকলো আমি উঠলাম না।
মা চলে গেলো।
একটু পর আবার আসলো।
এবার অনেক ডাকার পরেও না উঠায় মা অনেক বকলো আমি তাও উঠলাম না।
এইবার মা একটা থাপ্পড় দিলো।
তাও উঠলাম না।

এবার মা হাত ধরে টান দিলো কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো।
শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে।
মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো।
কিন্তু বাবা অনেক ডাকার পরও আমি উঠলাম না।
এইবার বাবা চোখের জল ফেলে বলছেঃ উঠে আয় তোকে আর কোন দিন কিছু বলবো না।
যেমন করে থাকতে চাস থাক।
তাও উঠে আয়।
তোকে আজকেই ল্যাপটপ কিনে দিবো।

আমি অবাক হয়ে দেখছি বাবা এতো করুণা করে কোনোদিন আমাকে বলে না অথচ আজ বলছে।
আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না।
এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে।
একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো।

ওদিকে মা কাঁদছে কেউ মাকে স্বান্ত্বনা দিচ্ছে কেউবা বাবাকে কেউ ভাই বোনকে নানান কথা বলে বুঝাচ্ছে।
একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়াই শুইয়ে দিলো।

আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যাথা লাগছে নামাও এখান থেকে।
কেউ আমার কথা শুনলো না।
একটু পর ঐ মানুষ গুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ডেলে দিলো।
ঈশ আমার শরীর পুড়ে গেলো বলে চিৎকার করছি কেউ কথা শুনছে না আমার। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুঁইছে।

আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিয়ো না,শরীর পুড়ে যাচ্ছে। আমায় আর ডলা দিয়ো না।খুব ব্যাথা লাগছে কেউ শুনলোনা।
অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে।

আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে এইবার এখানে বসাবে।
কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুইয়ে দিলো।
একটা চাদরও নিচে দিলনা।
একটু পরে মা,বোন আরো কয়জন মিলে আমাকে একটা সাদা কাপড় পড়ালো।
মা অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে।
এতো আদর কোনোদিন করেনি মা আমাকে।

আমি অনেক করে বললাম কান্না থামাতে কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না।
আমি এতো করে বলছি কেঁদো না।
মা কিন্তু কিছুতেই 😭

11/09/2022
09/09/2022
23/08/2022
21/08/2022
20/08/2022
20/08/2022

Address

Potanga
Patenga
FILE

Alerts

Be the first to know and let us send you an email when Kuran Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuran Media:

Share

Category