সোহেল মোশারফ

সোহেল মোশারফ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সোহেল মোশারফ, Digital creator, Chittagong.

09/03/2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য Salahuddin Ahmed বলেছেন, ‘আমাদের কথা পরিষ্কার, এখানে (একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন) কোনো জাতীয় ঐক্য, এ বিষয়ে হয়তো হবে না, একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার।’

শনিবার, মার্চ ৮, ২০২৫, রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ এ কথা বলেন।

বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘গতকাল দেখলাম, আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন। কিন্তু রাজনীতির একটা অভিধান আছে, যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি। সেখানে ওই রকম কোনো শব্দাবলি নেই। যেমন; একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, যদি জাতীয় ঐকমত্য হয়। এ রকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে।’

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। সেই ক্ষেত্রে যেকোনো জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে “এ টু জেড” সংবিধান সংশোধন করার এখতিয়ার। সেখানে আমরা শুনলাম, সংবিধানের ব্যাপক সংশোধনী। এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনাদের মন চায়, নতুন সংবিধান বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা মনে করি, রাজনৈতিক ডিকশনারি বহির্ভূত শব্দাবলি অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে যেন ধুম্রজাল সৃষ্টি না করি।’


#সালাহউদ্দিন_আহমেদ #বিএনপি Shohel Mosaraf

06/03/2025

“আমি এবং আমার পরিবার বিএনপি'র লোক। জননেতা জনাব সালাহউদ্দিন আহমদ আমাদের অভিভাবক। আমার ছেলে শহীদ ওয়াসিম ছাত্রদলকে ভালোবেসে নিজের প্রাণ দিয়েছে।”

— শহীদ MD Wasim Akrum এর বাবা।
ওয়াসিম এর বাবা ঢাকায় গিয়ে ছিলো ওয়াসিমের স্মরণে কয়েকটা প্রোগ্রামে অংশগ্রহর করার জন্য, সেখানে কেউ একজন নাগরিক পার্টি অফিসে নিয়ে যায়, নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দ উনার পরিচয় পাওয়ার পর উনার সাথে ছবি তোলে, এবং সেই ছবি নিয়ে প্রচার করে ওয়াসিম এর বাবা নাগরিক কমিটিতে যোগদান করছে, যা মূলত ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার।

05/03/2025

লাউড এন্ড ক্লিয়ার

23/02/2025

যদি এই জুলাই-আগস্ট আন্দোলন ব্যর্থ হত তাহলে শিবিরের কোন নেতাকর্মী আত্মপ্রকাশ করতো না।

Md Rakibul Islam Rakib ভাই
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

সতর্কবার্তা কোন অপরাধে অপরাধী হিসেবে সনাক্ত হলে বিএনপি করলেও কোন প্রকার ছাড় পাবেনা।প্রিয় নেতা শ্রদ্ধেয় Salahuddin Ahmed ...
23/02/2025

সতর্কবার্তা
কোন অপরাধে অপরাধী হিসেবে সনাক্ত হলে বিএনপি করলেও কোন প্রকার ছাড় পাবেনা।
প্রিয় নেতা শ্রদ্ধেয় Salahuddin Ahmed সাহেব
সদস্য জাতীয় স্হায়ী কমিটি বিএনপি।

22/02/2025
22/02/2025
18/02/2025

১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
কক্সবাজার জেলা বিএনপি’র সমাবেশ | নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা | নির্বাচনী রোডম্যাপ ঘোষণা | পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে।
প্রধান অতিথিঃ Salahuddin Ahmed , সদস্য- জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।

#নিত্য_প্রয়োজনীয়_পণ্যের_মূল্যবৃদ্ধি #নির্বাচনী_রোডম্যাপ #পতিত_ফ্যাসিবাদের_চক্রান্ত #আওয়ামী_লীগের_বিচার #বিএনপি #সমাবেশ

শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্ত...
13/02/2025

শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করে। নি:সন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন।

আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।

স্থানীয় সরকার নির্বাচন একটি দীর্ঘ প্রক্রিয়া।একটি নির্বাচন করতে তিন চার মাস সময় লাগে।উপজেলা, পৌসভা বা সিটি করপোরেশনে আরও ...
13/02/2025

স্থানীয় সরকার নির্বাচন একটি দীর্ঘ প্রক্রিয়া।
একটি নির্বাচন করতে তিন চার মাস সময় লাগে।
উপজেলা, পৌসভা বা সিটি করপোরেশনে আরও সময় লাগে।
এক্ষেত্রে এই নির্বাচনের জন্য এত দীর্ঘ সময় নেই।

জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচনকে আমরা মেনে নেব না। জনগণের প্রথম দাবি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার।

Salahuddin Ahmed
স্থায়ী কমিটির সদস্য, বিএনপি

12/02/2025

১২ই ফেব্রুয়ারি ২০২৫ইং বুধবার
সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই " শীর্ষক আলোচনা সভায়।
উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জননেতা জনাব শ্রদ্ধেয় Salahuddin Ahmed সাহেব।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী।
হোটেল ফারস, বিজয়নগর, ঢাকা।
#বিএনপি #সালাউদ্দিন_আহমেদ

আগামী ১৭ ফেব্রুয়ারি-২৫ইং কক্সবাজার জেলা বিএনপি’র সমাবেশে যোগদিন সফল করুন।
10/02/2025

আগামী ১৭ ফেব্রুয়ারি-২৫ইং কক্সবাজার জেলা বিএনপি’র সমাবেশে যোগদিন সফল করুন।

Address

Chittagong

Telephone

0186.4385095

Website

https://www.youtube.com/@shohelmosaraf

Alerts

Be the first to know and let us send you an email when সোহেল মোশারফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোহেল মোশারফ:

Share