I-D Significant Reader’s

  • Home
  • I-D Significant Reader’s

I-D Significant Reader’s The path is narrow, there is still a long way to reach the goal of liberation.

দুনিয়ায় প্রতিটি হৃদয়কে ভাঙা হবে, প্রতিটি সম্পর্কের অবসান হবে। প্রত্যেক বন্ধুত্বের একদিন না একদিন ইতি ঘটবেই! দেখা হবে—তার...
07/12/2025

দুনিয়ায় প্রতিটি হৃদয়কে ভাঙা হবে, প্রতিটি সম্পর্কের অবসান হবে। প্রত্যেক বন্ধুত্বের একদিন না একদিন ইতি ঘটবেই! দেখা হবে—তার ভাঙাচোরা হৃদয় কতটুকু রবের প্রতি কৃতজ্ঞতা আদায়ের ভাষা জানে!

এখানে আপনি অবহেলিত হবেন, জুলুমের শিকার হবেন, আবার নিজেও ক্ষুদ্র পরিসরে 'জালিম' উপাধি পাবেন। এর সাথে চলমান থাকবে তৃষ্ণা-ক্ষুধা, দারিদ্র্য-বৈষম্য কিংবা জীবন-মৃত্যুর বিরামহীন 'প্লেলিস্ট'।

কোনো বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে আপনাকে ভূয়সী প্রশংসায় মাতানো হবে, আবার একটা সময় পেরিয়ে—সবার সামনে হয়তো টেনে নামানো হবে সেই ক্ষণস্থায়ী সাম্রাজ্যের ক্ষুদ্রতম সিংহাসন থেকেও!

এখানকার মানুষেরা আপনাকে রাগাবে, তিরস্কার করবে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, হিংসার আগুনে পুড়বে, একে-অন্যের সাথে হুমাযাহ-লুমাযাহ (সামনে-পশ্চাতে নিন্দা) করবে, আপনি যা করেননি বা অনেক পূর্বে যা করে এসেছেন তার জন্যও কথা শোনাবে; এমনকি আপনি কিছু না করলেও কথা শোনাবে!

নিয়মের চক্র ঘুরে আপনি বা কাছের কেউ অসুস্থ হবে, পরিবার-অফিস-বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে, পরীক্ষার অকৃতকার্য হবেন, আপনার জীবনের একটা বিস্তৃত সময়জুড়ে একাকিত্ব সঙ্গী হয়ে যাবে; আবার এসব কিছুর শেষে একটা নির্দিষ্ট সময় অবধি 'হ্যাপি মোমেন্ট'-ও বিরাজ করবে।

প্রচন্ড শীতের তান্ডব দেখবেন, গরমে প্রকোপে ঘেমে 'ঘা' হয়ে যাবেন, বর্ষায় ভিজতে ভিজতে হুট করে পিছলে যাবেন, ঝড়ের দিনে আম খেতে গিয়ে ছেলেবেলার কথা মনে করবেন, বৃষ্টি বেলায় খিচুড়ি খেতে চাইবেন, 'এক্কা-দোক্কা'র সব স্মৃতির বায়না ধরে অশ্রু-ও ফেলবেন।আবার ভবিষ্যতের কথা ভেবে সব গিলে হজমও করে ফেলবেন!

আসলে, দুনিয়াতে আপনার সাথে ঘটার মতো অনেক কিছুই আছে, ছিল এবং স্বভাবতই থাকবে।কিন্তু আপনি আসলে কী চান, যদি সেটা ঠিক করে নিতে পারেন, তবে হয়তো আশা করা যায়—আপনার পরিস্থিতি আপনার অনুকূলে চলতেও পারে।

আপনি যদি আপনার রবের সন্তুষ্টিকে প্রাধান্য দেন, তবে সব জায়গায় আপনি জিতবেন, জিতবেন মানে জিতবেন-ই।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার জীবনকে যে জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন! সেই ব্যবসার মালিকের উপর ভরসা রেখে কাজ করবেন, অথচ লোকসান করবেন— সেটা কিভাবে হতে পারে?

হয়তো, আজকে সবার সামনে হেরে গিয়েছেন, এবং আপাতদৃষ্টিতে সেটাকে আপনার পরাজয় মনে হচ্ছে, কিন্তু, দেখবেন—এটাই কোনো না কোনো সময়ে আপনার গলায় বিজয়ের মালা হয়ে ঝুলবে।

হয়তো, এমন হতে পারে—দুনিয়ার মানুষের কাছে আপনি ছোট হয়ে থাকবেন এবং অসম্মানিত হতেও পারেন কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু, না, যদি আপনি প্রকৃতপক্ষেই রবের সন্তুষ্টিকে প্রাধান্য দেন, তাক্বওয়া অবলম্বন করেন—তবে যে-ই বা যারা আপনার বিপরীতে থাকে এবং আপনাকে ভুল প্রমাণ করে—এটা নিশ্চিত থাকুন যে আপনাকে নির্দিষ্ট সময় পরে বা ওই মূহুর্তে জিতিয়ে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার-ই অঙ্গীকার!

শুধু সময়ের অপেক্ষা, কারণ আপনি নিজেও সময়ের সমষ্টি মাত্র। তাই, বিশ্বাস করুন, যদি জীবনে জিততেই হয়—রবের কথা মাথায় রেখে তবেই যেকোনো কাজ করুন, দেখবেন— আপনি নিশ্চিতে কঠিন সমস্ত বিপদ থেকেও উদ্ধার পেয়ে যাচ্ছেন। মনে রাখুন—

‘‘আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার উদ্ধারের পথ তৈরি করে দেবেন।এবং তাকে তার ধারণাতীত উৎস হতে রিযিক দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয় আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেনই।আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা।’’
— সূরা আত-ত্বালাক, আয়াত ২-৩

— Muhammad Amanullah

29/11/2025

আমরা খুব কমই আল্লাহ্ কে স্মরণ করি এবং খুব কমই কুরআন খুলে দেখি। এবং তারপর আমরা আশ্চর্য হই কেন আমরা সুখী নই।

— ড. বিলাল ফিলিপস

সবার সামনে আল্লাহর নাম নিতে লজ্জা পাচ্ছেন। কোনো বক্তব্য, কোনো একাডেমিক সেশন বা লেকচার, কোনো জ্বালাময়ী ভাষণে, কোনো সাক্ষা...
08/10/2025

সবার সামনে আল্লাহর নাম নিতে লজ্জা পাচ্ছেন। কোনো বক্তব্য, কোনো একাডেমিক সেশন বা লেকচার, কোনো জ্বালাময়ী ভাষণে, কোনো সাক্ষাৎকারে। ভয় পাচ্ছেন, সামনে বসা বিধর্মীরা কী ভাববে। সাপোর্ট কমে যায় কি না, লাইক কমে যায় কি না। তালি কমে যায় কি না। কা*ফির বস, বড়ভাই, বড় নেতার সুনজর থেকে বাদ পড়ে যাই কি না আল্লাহর নামটা নিলে। এক তো আল্লাহর প্রসঙ্গ আনারই দরকার নেই। ধর্ম টেনে আনার কী দরকার। আর একান্তই আল্লাহর নাম নিতে হলে অফিস-আদালত-বিশ্ববিদ্যালয়ে-জনসভায়-মিডিয়ায় 'আল্লাহ' নাম বলবা না। সৃষ্টিকর্তা, পরম করুণাময়, গড — এগুলা বলবা। ধর্মনিরপেক্ষ শব্দ। বলবা শুভসকাল বা 'সবাইকে শুভেচ্ছা'। সালাম-টালাম দেওয়ার কী দরকার। বেশি দরকার হলে বলবা 'স্লামালিকুম'। অন্তত ইসলামিক তো হলো না।... আজ আমি এত স্মার্ট হয়েছি যে, আমার Owner, আমার Sustainer (টিকিয়ে রেখেছেন যিনি) 'আমার আল্লাহ'র নাম উচ্চারণ করতে আমার লজ্জা হয়। আমার সেক্যুলার পবিত্রতা (!) নাপাক হয়।

‘জাহা*ন্নামের স্বাদ নাও, তুমি তো দুনিয়াতে সম্মানিত ছিলে।’
— সূরা দুখান, আয়াত : ৪৯

এত সম্মানিত ছিলে, এত জনপ্রিয় ছিলে, আমার নাম নিতেও তোমার মান যেত।

[বই : অবাধ্যতার ইতিহাস, পৃষ্ঠা- ১৮১]

21/08/2025

পুরুষদের ধ্বংসের ৮টি কারণ :

১. নেশায় আসক্তি (সিগারেট, মদ, জুয়া ইত্যাদি)
"তোমরা নিজেদের হত্যা কর না" - (সুরাঃ-নিসা ২৯)

২. কাচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা - (মুসলিমঃ ২০৭৭)

৩. পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করা - (ইবনে মাজাহঃ ৩৫৯৫, আবু দাউদঃ ৪০৫৭)

৪. যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে। নাক-কান ফোড়ানো অর্থাৎ, মহিলাদের চালচলন অনুকরণ করা পুরুষদের জন্য রাসূল (সঃ) এর অভিশাপ - (আবু দাউদঃ ৪০৯৭, ইবনে মাজাহঃ ১৯০৪)

৫. সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা - (নাসাঈঃ ৫১৪৪)

৬. পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসূল (সঃ) বলেছেন, এটা জাহান্নামি পুরুষের লক্ষণ - (আবু দাউদঃ ৩১৪০)

৭. ইচ্ছাকৃত ভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফরজ সালাত আদায়ে অলসতা। কেননা, "যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলো সে কুফরি করলো" - (মুসলিমঃ ৮২, তিরমিজিঃ ২৬১৯)

৮. দৃষ্টি সংযত না রাখতে পারা (গান বাজনা শোনা, মিউজিক এর সাথে লিপ্ত থাকা)
"নিশ্চয়ই কান, চোখ ও অন্তকরন এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে" - (সূরা বনী ইসরাঈলঃ ৩৬)

20/08/2025

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হা*রা*ম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "
"নাউযূবিল্লাহ্"

যেমন:

০১. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।
"নাউযূবিল্লাহ্"

০২. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।
"নাউযূবিল্লাহ্"

০৩. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।
"নাউযূবিল্লাহ্"

০৪. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি,
আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।
"নাউযূবিল্লাহ্"

০৫. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।
"নাউযূবিল্লাহ্"

০৬. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।
"নাউযূবিল্লাহ্"

০৭. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।
"নাউযূবিল্লাহ্"

০৮. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।
"নাউযূবিল্লাহ্"

৯. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।
"নাউযূবিল্লাহ্"

১০. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।
"নাউযূবিল্লাহ্"

১১. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।
"নাউযূবিল্লাহ্"

দা*জ্জা*লের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জা*হা*ন্নাম। আমরা দা*জ্জা*লের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করছি।
এখনি আমাদের এই অবস্থা, না জানি দা*জ্জা*লের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আ-মীন 🤲

- Dr Muhammad Ibrahim

মুসলিমবঙ্গ! 🔥
19/08/2025

মুসলিমবঙ্গ! 🔥

ইসলাম প্রচার ও প্রসারে উনার অবদান অবিস্মরণীয়। তিঁনি ছিলেন মাজলুম। মহান আল্লাহ উনার নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি-ব...
14/08/2025

ইসলাম প্রচার ও প্রসারে উনার অবদান অবিস্মরণীয়। তিঁনি ছিলেন মাজলুম। মহান আল্লাহ উনার নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং এই উম্মাহর জন্য উনার উত্তম বিকল্পের ব্যবস্থা করে দিন!

কেউ মুখ ফিরিয়ে নিলে জোরপূর্বক তাদের সঠিক পথে আনা তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব শুধু বানী পৌঁছে দেওয়া। [সূরা নাহল-৮২]
10/08/2025

কেউ মুখ ফিরিয়ে নিলে জোরপূর্বক তাদের সঠিক পথে আনা তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব শুধু বানী পৌঁছে দেওয়া। [সূরা নাহল-৮২]

08/08/2025

আমি আগে মুসলিম, পরে বাংলাদেশী!☝️

06/08/2025

Address


Telephone

+8801586130910

Website

Alerts

Be the first to know and let us send you an email when I-D Significant Reader’s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I-D Significant Reader’s:

  • Want your business to be the top-listed Media Company?

Share