বিডিসি নিউজ

বিডিসি নিউজ সব ধরণে নিউজ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে সাথে থাকুন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। খারাপ মন্তব্যের জন্য আমরা দায়ী নয়।

আপনার সাপোর্টই আমাদের অনুপ্রেরণা।
BDC News– আপনার বিশ্বস্ত সংবাদ সঙ্গী।
📌 লাইক দিন | কমেন্ট করুন | শেয়ার করুন
📲 সাথে থাকুন প্রতিদিন
#বাংলাদেশসংবাদ #খবর #তাজাখবর #আপডেট #সংবাদমাধ্যম #বিশ্বস্ত

28/10/2025

২৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রামে দিনজুড়ে নানা ঘটনা
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সোমবার (২৮ অক্টোবর) দিনভর সংঘটিত হয়েছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও দুর্ঘটনা।

27/10/2025

চট্টগ্রামের দিনজুড়ে নানা ঘটনা
২৭-১০-২০২৫

26/10/2025

চট্টগ্রামে দিনজুড়ে নানা ঘটনা
==========
চট্টগ্রাম প্রতিনিধি:

রবিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সংঘটিত হয়েছে একাধিক দুঃখজনক ও আলোচিত ঘটনা। আগুন, দুর্ঘটনা, আত্মহত্যা ও চুরির মতো নানা ঘটনায় দিনজুড়ে ছিল চাঞ্চল্য।

সন্দ্বীপে অগ্নিকাণ্ডে আহত ১

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ আগুন লাগে। স্থানীয়রা জানায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ঘরে। এতে একজন আহত হন।

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা ৩টার দিকে করেরহাট-রামগড় আঞ্চলিক সড়কের করেরহাট ফরেস্ট অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।
রাঙ্গুনিয়ায় গরু চুরি, দুই চোর আটক

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা গ্রাম থেকে পিকআপে করে চারটি গরু চুরি করে পালানোর সময় দুই চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে নারিশ্চা মগবান্দের ব্রিজ সংলগ্ন নতুনপাড়ামুখী তিন রাস্তার মোড়ে তাদের আটক করা হয়।
আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব কেয়াগড় কালু মহাজনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রামে বিএনপির মনোনয়ন দৌড়: শৃঙ্খলার পরীক্ষায় নেতারা টেনশনে"""""""""""""""""চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির মনোনয়ন প্রক...
26/10/2025

চট্টগ্রামে বিএনপির মনোনয়ন দৌড়: শৃঙ্খলার পরীক্ষায় নেতারা টেনশনে
"""""""""""""""""
চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে। এ লক্ষ্যে আজ রোববার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশান দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে মনোনয়নপ্রত্যাশীদের ভাইভা।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসন থেকে মোট ৪৫ জনকে ভাইভার জন্য ডাকা হয়েছে। আগামীকাল সোমবার বা মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হতে পারে।

সূত্র আরও জানায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থী যাচাই–বাছাই করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ং। প্রার্থীদের যোগ্যতা, জনসম্পৃক্ততা এবং দলের প্রতি নিষ্ঠা—এই তিন মানদণ্ড বিবেচনায় প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ চলছে।

এদিকে, চট্টগ্রাম জেলার মোট ১৬টি আসনে প্রার্থী নির্ধারণ ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। প্রতি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় চলছে তৎপর লবিং ও কূটনৈতিক যোগাযোগ। নগর ও উত্তর জেলা বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও বেশ স্পষ্ট।

দলীয় শৃঙ্খলা রক্ষা ও অভ্যন্তরীণ কোন্দল এড়াতে কেন্দ্র এবার ঐক্যবদ্ধভাবে প্রার্থী মনোনয়নে গুরুত্ব দিচ্ছে। একাধিক মনোনয়নপ্রত্যাশীর মতে, প্রতিটি আসনে প্রার্থী বেশি থাকায় বিএনপিকে বাছাই প্রক্রিয়ায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তাই প্রাথমিকভাবে প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীকেই ভাইভায় ডাকা হয়েছে।

জানা গেছে, এর আগে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে জ্যেষ্ঠ নেতারা আসনভিত্তিক মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন—মূলত বিশৃঙ্খলা এড়ানোর কৌশল হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়।

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন বুকে নিয়ে অপ্রাপ্তবয়সেই দূর প্রবাসে পাড়ি জমিয়েছিল সে।একদিন এক বন্ধু মজা করে বলেছিল...
26/10/2025

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন বুকে নিয়ে অপ্রাপ্তবয়সেই দূর প্রবাসে পাড়ি জমিয়েছিল সে।
একদিন এক বন্ধু মজা করে বলেছিল—
“ছোট! তোর জুতার দিকে তাকিয়ে বলতে পারি, তুই একদিন দামি জুতা পরে স্বাবলম্বী হয়ে মায়ের বুকে ফিরে আসবি।”

কিন্তু ভাগ্যের লিখন যে অন্য কিছু ছিল!
সাম্প্রতিক সময়ে এই কথাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যা ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয়।
অনেকে লিখছেন, মন্তব্য করছেন— মায়ের সেই অপেক্ষা যেন একদিন পূর্ণ হয়।

আমরাও প্রার্থনা করি, আল্লাহ যেন তার পথকে নিরাপদ ও সফল করেন,
আর প্রতিটি মায়ের মুখে ফুটিয়ে তোলেন সেই কাঙ্ক্ষিত হাসি।

এক পুকুরে নিভে গেল তিনটি ফুলের হাসি: রাঙুনিয়ায় একসঙ্গে ৩ বোনের মর্মান্তিক মৃত্যুচট্টগ্রামের রাঙুনিয়া উপজেলার পারুয়া ইউনি...
25/10/2025

এক পুকুরে নিভে গেল তিনটি ফুলের হাসি: রাঙুনিয়ায় একসঙ্গে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে হৃদয়বিদারক এক ঘটনায় একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উত্তর পারুয়ার দক্ষিণপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তারা পানিতে ডুবে প্রাণ হারায়।

নিহত তিন শিশুই পরস্পর আত্মীয়। তারা হলো—উত্তর পারুয়ার মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (১১), পাশের বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা পারভীন হাবীবা (৭) এবং সাহাব্দীনগর গ্রামের প্রবাসী মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (১০)। সুমাইয়া ও জান্নাত খালাতো বোন, আর হাবীবা তাদের চাচাতো বোন।

স্থানীয়রা জানায়, দুপুরে জান্নাত বেড়াতে এসেছিল খালার বাড়িতে। বিকেলে তিন বোন মিলে পুকুরে গোসল করতে নামে। পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর ঘরে ফিরিয়ে আনলেও তারা আবার চুপিচুপি পুকুরে নামে।
কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা পুকুরের দিকে ছুটে যান—তখনই দেখা যায় তিনটি ছোট্ট দেহ নিথর ভেসে উঠেছে পানির ওপরে।
অবিলম্বে উদ্ধার করে রাঙুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান—তিনজনই আর বেঁচে নেই।

এক মুহূর্তেই হাসিখুশি তিনটি পরিবারে নেমে আসে শোকের ছায়া। গোটা গ্রামজুড়ে এখন কান্নার রোল—পুকুরপাড়ে এখনও শোনা যায় মায়েদের আহাজারি, “আর একবার যদি বুকে জড়িয়ে ধরতে পারতাম আমার মেয়েকে…”

আবারও রক্ত ঝরল রাউজানে: যুবদল কর্মী আলমগীর গুলিবিদ্ধ হয়ে নিহত"""""""""""""""নিজস্ব প্রতিবেদক"""""""চট্টগ্রামের রাউজানে আ...
25/10/2025

আবারও রক্ত ঝরল রাউজানে: যুবদল কর্মী আলমগীর গুলিবিদ্ধ হয়ে নিহত
"""""""""""""""
নিজস্ব প্রতিবেদক
"""""""
চট্টগ্রামের রাউজানে আবারও রক্ত ঝরল। দুর্বৃত্তদের গুলিতে মো. আলমগীর প্রকাশ আলম (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
২৫ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায় কায়কোবাদ চৌধুরী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় তার সহযোগী রিয়াজ নামের আরও একজন গুলিবিদ্ধ হন। বর্তমানে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে রাউজানের আরেক বিএনপি কর্মী মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নিহত হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে রাউজানে অন্তত ১৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এর মধ্যে নিহতদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

25/10/2025

চট্টগ্রামের রাউজানে দু'পক্ষের গোলাগুলিতে ১ জন নিহত

25/10/2025

লুডুর ২০০ টাকার বাজি থেকে প্রাণহানি!

মাত্র ২০০ টাকার লুডু খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল এক তরুণের ব্রাহ্মণবাড়িয়ার মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া

#ব্রাহ্মণবাড়িয়া #সংঘর্ষ #লুডু_বাজি #দুর্ভাগ্যজনক #বাংলাদেশনিউজ

ভাগ্যবতী জুইয়ের গল্প""""""""""বাবা–মায়ের পছন্দে, পারিবারিক আয়োজনেই সাত বছর আগে জুই আক্তারের বিয়ে হয়েছিল এক সরকারি চাকরিজ...
24/10/2025

ভাগ্যবতী জুইয়ের গল্প
""""""""""
বাবা–মায়ের পছন্দে, পারিবারিক আয়োজনেই সাত বছর আগে জুই আক্তারের বিয়ে হয়েছিল এক সরকারি চাকরিজীবীর সঙ্গে।
তখন সবাই বলেছিল মেয়ে তো ভাগ্যবতী! সরকারি চাকরিজীবী স্বামী পেয়েছে!”

কিন্তু কেউ দেখেনি, সেই ছেলেটা মানুষটা কেমন।
বাবা–মা দেখেছিলেন চাকরি, দেখেননি—
সে মেয়েটাকে মানুষ হিসেবে সম্মান করবে কিনা,
নেশার আসক্ত কিনা, বা তার নৈতিকতা ও চরিত্র কতটা অন্ধকার।

আজ সাত বছর পর, জুইয়ের চোখের নিচে জমে আছে রক্ত, শরীরজুড়ে নির্যাতনের দাগ,
মনটা ভেঙে গেছে হাজার টুকরোতে।
বিয়ের এই সাত বছরে সে খুঁজে পায়নি “সুখ” নামের শব্দটা পেয়েছে শুধু কান্না, ব্যথা আর অসহায় নীরবতা।

তবুও জুই বাঁচতে চায়... শুধু একটা প্রশ্ন আজও তাকে তাড়া করে...
কেন বিয়ের সময় আমরা “ভালো ছেলে” দেখি, কিন্তু “ভালো মানুষ” দেখি না?

নতুন ড্রেসে কেমন লাগছে লায়লা কে ?
24/10/2025

নতুন ড্রেসে কেমন লাগছে লায়লা কে ?

নিখোঁজের একদিন পর হাওর থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার """""হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওরের জলাশয়...
24/10/2025

নিখোঁজের একদিন পর হাওর থেকে
বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
"""""

হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওরের জলাশয় থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ (৭০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে হাঁটতে বেরিয়ে আর ফিরেননি তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা মরদেহ ভাসতে দেখে খবর দেন।

Address

Chittagong
5055

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিডিসি নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিডিসি নিউজ:

Share

সবার আগে সব নিউজ এখানে, সাথে থাকবেন

সবার আগে সব নিউজ এখানে, সাথে থাকবেন