
01/10/2025
নাজিরহাট পৌরসভা পূজা পরিষদের উদ্যোগে
পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদ উপহার বিতরণ
==========
নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩০ সেপ্টেম্বর) রাতে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌর প্রশাসক মোঃ নজরুল ইসলাম। তিনি পূজার আনন্দ-উৎসবে সবার অংশগ্রহণ ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।
পৌরসভা পূজা পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নান্টু কান্তি দাশের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সুমন বনিক, সাবেক সভাপতি প্রদীপ রায়, সম্পাদক সৌরভ পাল ও সৈকত দাশ, রাজীব চৌধুরী, বাগীশিক সভাপতি মানস চক্রবর্তী, সজল চক্রবর্তী, প্রিয়রঞ্জন ভট্টাচার্য, সহ সভাপতি লিটন চক্রবর্তী, কিল্টন চক্রবর্তী সঞ্জয় ধর, রবি দে, শান্ত নাথ, সুমন নাথ, লিটন নাথ, সেতু চৌধুরী, সুমন সরকার, রুপন গুহসহ অনেকে।
পরে প্রশাসক মহোদয় পূজা পরিষদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে পৌরসভাধীন মোট নয়টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত পূজারীদের মাঝে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।