29/05/2024
🍂আসসালামু আলাইকুম🌷
➡️ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ 🙏
যত দ্রুত সম্ভব সহযোগিতার হাত ✋ বাড়িয়ে দিন।
➡️ ডোনেট করুন 🔵
মোঃ ইমরানুল হক:: 01825-139578
( বিকাশ +নগদ + রকেট ( পার্সোনাল))
➡️ প্রতি টা টাকার হিসাব, প্রতিদিন দেওয়া হবে নাম, নাম্বার এবং টাকার পরিমাণ সহ। সুতরাং যারাই টাকা পাঠাবেন অবশ্যই সাথে সাথে নাম,নাম্বার,টাকার এমাউন্ট লিখে ম্যাসেজ দিবেন ।
হয় মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমু - 01825139578 তে।
সবার দৃষ্টি আকর্ষণ করছি । আমরা যদি এই দিনে আশা এবং সমবেদনার বার্তা ছড়িয়ে দিতে না পারি তবে ব্যর্থতা আমাদেরই। আপনাদের দেওয়া অল্প অল্প টাকা বিশাল আকার ধারণ করবে।
আপনার আমার দেওয়া টাকা এবং সহায়তার ছোট কাজগুলি ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন বয়ে আনতে পারে।
🤝 আমার ফেসবুক আইডি যে প্রায় ৭ হাজার ফলোয়ার আছেন, এক এক জন ফলোয়ার শুধুমাত্র ১০ টাকা করে দিলেও মোট কালেকশন হয় ১০*৭০০০ =৭০,০০০ টাকা (৭০ হাজার) হয়। বিশাল একটা একাউন্ট হয়, যেইটা দিয়ে ক্ষতিগ্রস্ত দের সহযোগিতা করতে পারবো। 😱😱
আসুন আমাদের অভ্যন্তরীণ মানবতাকে জাগ্রত করি এবং যাদের প্রয়োজন তাদের সাহায্য করি যতটুকুই সম্ভব । ভাল কাজটি করতে সমুদ্রের সমান সামর্থ্য বা সম্পদ লাগে না ভাই। এটা করতে শুধু ভালবাসা এবং একটি মানবিক ইচ্ছুক হৃদয় লাগে। তাই আসুন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের ভালোবাসা একত্রিত করি এবং দেখাই যে তারা কোনভাবেই একা নন।
এখনই সময় প্রমাণ করার - মানুষ মানুষের জন্য।
আসুন দয়া এবং আশার এই বার্তাটি আমরা সবাই নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ার করি এবং নিজে টাকা পাঠিয়ে মানবতার হাত বাড়িয়ে দিই।
দেখান যে প্রতিটি ছোট কাজে বেশি ভালোবাসা উৎসর্গ করে একসাথে আমরা বন্যার্তদের জন্য অনেক পরিবর্তন আনতে পারি। নিরাপদ এবং অসহায়দের প্রতি সদয় থাকুন! ভাল থাকুন
✌️আবারো প্রমাণ করে দিন : আমরাই বাঙালি,আমরাই সব পারি। 💪💪
সৌজন্যেঃ
মোঃ ইমরানুল হক এবং আমার ফলোয়ার বৃন্দ