10/04/2025
"এক বড় ভাই। সম্প্রতি বিয়ে করেছেন এবং পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে বিশেষজ্ঞ হয়েছেন। ভাই দেখতে খুবই সুন্দর। চেহারাটা সব সময় হাসিহাসি। কিন্তু আজ সকালে দেখি মুখটা একদম কালো করে বসে আছেন।
জিজ্ঞেস করলাম, 'ঘটনা কী?'
- ঘটনা খুব খারাপ। খুব।
- বিস্তারিত বলেন।
দীর্ঘশ্বাস ফেলে ভাই বললেন, 'একটা বয়ষ্ক মহিলা রোগী ভর্তি ছিলো আমার আন্ডারে।'
- রোগী কি এক্সপায়ার্ড?
- আরে নাহ। রোগী ভালো আছে।
- তাহলে?
- আর বলিস না। রোগীর এক মেয়ে আছে। থাকে লন্ডন।
আমি ভ্রুঁ কুচকে জিজ্ঞেস করলাম, 'মেয়ের আবার কী হলো?'
আগের চেয়ে বড় দীর্ঘশ্বাস ফেলে ভাই বললেন, 'মেয়ে কীভাবে জানি আমার ফোন নাম্বার পেয়ে গেছে।'
আমি বললাম, 'হায় হায়! খুব বিরক্ত করে?'
- মোটেও না। খুবই ভদ্র মেয়ে। মাঝে মাঝে ফোন দিয়ে মায়ের খবর টবর নেয়।
- তো? এতে আপনার মন খারাপের কী হলো?
শার্টের হাত দিয়ে কপালটা মুছে ভাই বললেন, 'গতকাল মেয়ে এক মেসেজ পাঠিয়েছে। এই মেসেজ দেখেছে তোর ভাবি। মানে আমার বউ।'
আমি গলা নিচু করে প্রশ্ন করলাম, 'খারাপ মেসেজ পাঠিয়েছে? মানে... ইয়ে টাইপ কোনো মেসেজ?'
- আরে নাহ। ভালো মেসেজ।
এবার কিছুটা বিরক্তি নিয়েই জিজ্ঞেস করলাম, 'এতে আপনার মন খারাপের কী হলো?'
টেবিলে থাবা দিয়ে ভাই বললেন, 'হারামজাদি বাংলা বানানের কিচ্ছু জানে না। যেখানে লেখার কথা "Amma", সেখানে লিখেছে "Ama".'
আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, 'তাতে কী সমস্যা?'
ভাই পকেট থেকে ফোন বের করে মেসেজটা দেখালেন। মেসেজটা এরকম - Ajke amar shorir kemon dekhlen? valo na besh? Kalke somoy kore arekbar amar shorirta dekhe jaben. with thanks, Shammi."
Status Courtesy - Razy
:D