Muhammad Shoyaib BD

Muhammad Shoyaib BD ✅SOCIAL MEDIA SPECIALIST
✅RECOVERY SPECIALIST
✅DIGITAL MARKETING AGENCY

🎯 Profile has some issues Solvedআপনার পেইজ বা প্রোফাইল মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে? ভিডিওতে ইনকাম আসছে না? "Limited" বা "Su...
30/06/2025

🎯 Profile has some issues Solved

আপনার পেইজ বা প্রোফাইল মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে? ভিডিওতে ইনকাম আসছে না? "Limited" বা "Suspended" দেখাচ্ছে?

চিন্তা নেই! আমরা দ্রুততম সময়ে আপনার মনিটাইজেশন সমস্যার সমাধান করে দিবো ইন-শা-আল্লাহ।

✅ Page/Profile Recovery
✅ Monetization Re-enable
✅ Policy Violation Fix

📩 Help Available | দ্রুত সমাধান | 100% গাইডলাইন অনুযায়ী ।

প্রশ্নঃ প্রমোট এবং বুষ্টের মধ্যে পার্থক্য কি?উত্তরঃ প্রমোট করা হয় পেইজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আর বুষ্ট করা হয় পেইজে...
28/06/2025

প্রশ্নঃ প্রমোট এবং বুষ্টের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ প্রমোট করা হয় পেইজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আর বুষ্ট করা হয় পেইজের নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়ানোর জন্য বা বিক্রি বৃদ্ধি করার জন্য।
এছাড়া আর তেমন কোন পার্থক্য নেই।

🚀 আপনার ব্যবসার স্বপ্নকে বাস্তব করুন!একটি ছোট উদ্যোগও বড় সাফল্যের গল্প হতে পারে—যদি পাশে থাকে সঠিক গাইড।👉 MSB নিয়ে এসেছে...
27/06/2025

🚀 আপনার ব্যবসার স্বপ্নকে বাস্তব করুন!
একটি ছোট উদ্যোগও বড় সাফল্যের গল্প হতে পারে—যদি পাশে থাকে সঠিক গাইড।
👉 MSB নিয়ে এসেছে আপনার ব্যবসাকে অনলাইন জগতে এগিয়ে নেওয়ার পূর্ণ সমাধান!

✨ আমাদের সেবাসমূহ:
🔹 পোস্ট বুস্ট করে বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য
🔹 পেজ প্রোমোশন করে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি
🔹 বিক্রয় বৃদ্ধিতে কার্যকরী মার্কেটিং
🔹 একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিতি গড়ে তোলা

🎯 আমাদের প্রতিশ্রুতি:
✅ রেজাল্ট ওরিয়েন্টেড সার্ভিস
✅ দক্ষ ও অভিজ্ঞ টিম
✅ স্বচ্ছ ও পেশাদারী সাপোর্ট
✅ একান্ত মনোযোগ আপনার ব্র্যান্ডে

📞 যোগাযোগ করুন এখনই:
📲 01604-099874

📩 ইনবক্স করুন বা কল দিন — আপনার ব্যবসার উন্নতির যাত্রা আজই শুরু হোক!

🔖

আল্লাহ তা'আলা সবাইকে বুঝার তৌফিক দান করুক।আমীন
15/10/2024

আল্লাহ তা'আলা সবাইকে বুঝার তৌফিক দান করুক।আমীন

25/11/2023

যে ব্যক্তি কখনও ভুল করেনি, সে কখনও নতুন কিছু করার চেষ্টা করেনি

25/11/2023

মাঝে মাঝে আল্লাহ তা'আলা তোমার ইহকালীন জীবনে তিক্ততা দেন, যাতে পরকালে তুমি মধুরতা উপভোগ করতে পারো

মুভি ইন্ডাস্ট্রি, পর্ণ ও ইহুদি জায়োনিস্ট প্রটোকলে উল্লেখ আছে “ মিথ্যা, বানোয়াট ও অশ্লীল গল্প সাহিত্যের বীজ আমরা প্রতিটি ...
24/11/2023

মুভি ইন্ডাস্ট্রি, পর্ণ ও ইহুদি

জায়োনিস্ট প্রটোকলে উল্লেখ আছে

“ মিথ্যা, বানোয়াট ও অশ্লীল গল্প সাহিত্যের বীজ আমরা প্রতিটি দেশে ছড়িয়ে দিয়েছি।সাধারণ মানুষকে আমরা বুঝিয়েছি এগুলো আধুনিকতার অংশ।”

আমেরিকার মুভি ইন্ডাস্ট্রি তথা হলিউডের বিখ্যাত প্রায় সমস্ত মুভি কোম্পানিগুলোর মালিক ইহুদিরা।

Fox Film company - এর মালিক William Fox, তিনি একজন হাঙ্গেরিয়ান ইহুদি।
The Metro - এর মালিক মার্কাস লিউ।
The universal film company এর মালিক Carl Laemmle,একজন জার্মান ইহুদি।
Goldwyn Film Corporation এর মালিক Samuel Goldwyn একজন পোলিশ ইহুদি।

এরকম আরো উদাহরণ দেওয়া সম্ভব। বলা যায় মুভি ইন্ডাস্ট্রিতে ইহুদিদের একছত্র অধিপত্য আছে।

Dr. James Empringham নিউইয়র্কের World ম্যাগাজিনে বলেন

“ কিছুদিন আগে আমি চলচ্চিত্র শিল্প নিয়ে আমেরিকার বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান একটি সম্মেলন আয়োজন করে। আমাকেও আমন্ত্রণ জানানো হয়।অবাক ব্যাপার হলো উপস্থিত ৫০০ জন সদস্যের মধ্যে কেবল আমিই খ্রিস্টান। ”

মুভির মাধ্যমে আমেরিকান সমাজে নোংরামি ছড়ানোর ইহুদিদের উপর অভিযোগ পুরাতন। এই নোংরামি ঠেকানোর জন্য Anthony cosmtock সেন্সর তৈরির প্রস্তাব করেন। ফলে তিনি ইহুদিদের চক্ষুশূলে পরিণত হন।

১৯০৯ সালে National Board of Review of Motion Pictures প্রতিষ্ঠিত হলে সবাই মনে করে নোংরামি হয়ত কিছু কমবে কিন্তু সে গুড়ে বালি।

Frederick Boyd Stevenson ব্রুকলাইনের Eagle ম্যাগাজিনে উল্লেখ করেন
“ চলচ্চিত্র শিল্পের মাধ্যমে সমাজে যে যৌনতা প্রবেশ করছে তার দরুন প্রচুর সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। আন্দোলন, আইন করে এই নোংরা থাবা থেকে চলচ্চিত্রকে বাঁচানো যাচ্ছে না। ’

Dramatic Mirror এর মালিক Harrison Grey Fiske এই নোংরামির বিষয়ে মুখ খুললে তার উপর মানহানীর মামলা করা হয়।

তিনি বলেছিলেন
“এই শিল্পে অশ্লীলতার যাত্রা তাদের হাত ধরেই হয়েছে যারা একসময় জুতো পালিশ,পত্রিকা বিক্রি করতো।”

চলচ্চিত্র শিল্পে ওরাই নোংরামি ঢুকিয়েছে অধিক মুনাফার লোভে, বর্তমানে দেখা যাচ্ছে পর্ণ ইন্ডাস্ট্রিতেও ইহুদিদের দখল আছে। আল জাজিরা এ নিয়ে একটা আর্টিকেলও লিখেছে।

ভারতীয় নির্বাক চলচ্চিত্রের প্রথম দিকে প্রথমে নারীদের চরিত্রে পুরুষরা অভিনয় করতো, হিন্দু বা মুসলিম যেকোন নারী অভিনয় জগতকে ঘৃণা করতো।এমনকি পতিতারাও ভালো চোখে দেখতো না। এইসময় এগিয়ে এসেছিল ভারতে বসবাসকারী বাগদাদি জ্যু কমিউনিটির মেয়েরা। তাদের স্ক্রিন নেম ছিলো মিস রোজ, সুলোচনা, প্রমীলা।
দিলীপ কুমারের বিপরীতে ‘আন’ মুভিতে অভিনয় করা নিম্মি নাদিরাও একজন ইহুদি।
#কপি

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Shoyaib BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Shoyaib BD:

Share