Md Sarwar Alam

Md Sarwar Alam বঙ্গবন্ধুর সৈনিক

16/02/2025

কে কে নিবা স্টারলিংক? মিনিমাম ইন্সটলেশন কিট ৩০,০০০ টাকার মত হবে আর মাসে মিনিমাম ৫০ জিবি ডাটা ৬ থেকে ৭ হাজার টাকার মত হবে।

গরীব দেশগুলোর মধ্য খুব কম দেশেই স্টারলিংক চালু হয়েছে যেমন:

ভুটান: স্টারলিংক ভুটানে তাদের সেবা চালু করেছে, যা দেশের দূরবর্তী এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করছে।

দক্ষিণ সুদান: ২০২৪ সালের আগস্ট থেকে স্টারলিংক দক্ষিণ সুদানে তাদের সেবা প্রদান শুরু করেছে, যা দেশের ইন্টারনেট সংযোগের উন্নয়নে সহায়তা করছে।

জাম্বিয়া: স্টারলিংক জাম্বিয়ায় তাদের সেবা চালু করেছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সংযোগ প্রদান করছে।

ভুটানে স্টারলিংকের খরচ হচ্ছে:

ভুটানে স্টারলিংক ইন্টারনেট সেবার ইনস্টলেশন খরচ বাংলাদেশি টাকায় নিম্নরূপ:

১। স্ট্যান্ডার্ড স্টারলিংক কিট: প্রায় ৩৩,০০০ এনইউ → ৪৪,০০০ টাকা (প্রায়)
২। ফ্ল্যাট হাই-পারফরম্যান্স স্টারলিংক কিট: প্রায় ২,৩১,০০০ এনইউ → ৩,০৮,০০০ টাকা (প্রায়)
৩। মিনি স্টারলিংক কিট: প্রায় ১৭,০০০ এনইউ → ২২,৫০০ টাকা (প্রায়)

ভুটানে স্টারলিংক ইন্টারনেট প্যাকেজের খরচ:

ভুটানে স্টারলিংক সেবার জন্য বিভিন্ন ডেটা প্ল্যান প্রস্তাবিত, যেমন ৫০ জিবি, ১ টেরাবাইট এবং ৫ টেরাবাইট মাসিক ডেটা প্ল্যান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ৫০ জিবি ডেটা প্ল্যানের মাসিক খরচ প্রায় $৫০ (প্রায় ৫,৫০০ টাকা)। অতিরিক্ত প্রায়োরিটি ডেটার জন্য আলাদা চার্জ প্রযোজ্য।

16/02/2025

বসন্ত উৎসব, লালন উৎসব, নাটক বন্ধ, ঘুড়ি উৎসব বন্ধ, ঐতিহ‍্যবাহী মেলা বন্ধ এসব দেখে মন ভরতেছে না। ঢাবির লাল শিক্ষক-শিক্ষিকা এবং লাল বামদের পাছা লাল উৎসব দেখার জন‍্য বসে আছি। তৌহিদি জনতা এগিয়ে যাও। বেত কেনার টাকা লাগলে ইনবক্সে ম‍্যাসেজ দিও।

16/02/2025

স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট পরিসেবা দিতে ইলন মাস্কের স্টারলিংকের সাথে চুক্তি করেছে ২০২৩ সালের জুলাই মাসে শেখ হাসিনা সরকার। এটা নিয়ে তখন আমি উচ্ছ্বাস প্রকাশ করে ফেইসবুকে পোস্ট দিছি স্পষ্ট মনে আছে আমার।তখন সব পত্রিকায় এ নিয়ে নিউজ হয়। নতুন করে এই বিষয়টা আলোচনায় আসার পর আমি অনেক খুঁজাখুঁজি করলাম মেইনস্ট্রিম কোন মিডিয়ার ই সেই নিউজ এখন নেই।২/৪ টা মিডিয়া নিউজ আছে। (নীচে সেগুলোর লিংক দিচ্ছি)। প্রথম আলো থেকে সবাই ২০২৩ সালের খবরটি হাইড করে ফেলছে নাহয় ডিলিট করে দিছে। কিন্তু প্রথম আলোসহ সব পত্রিকা নতুন করে ২৫ সালের জানুয়ারি থেকে স্টারলিংকের সাথে চুক্তির বিষয়টা ঘটা করে নিউজ করছে এবং সেখানে তারা বলতেছে ইউনুসের অধিনে এই চুক্তি হয়েছে। বুঝাতে চাচ্ছে ইলন মাস্কের সাথে ইউনুস ব্যবসায়ীক ভাবে সম্পর্ক করতেছে,তাদের মধ্যে সুসম্পর্ক!

এই যে অন্যের অর্জন চুরি করা এই অসুখ আমরা এত বছর জামাত-বিম্পির মধ্যে দেখছি। এখন ইউনুস শুরু করছে। মানে বাংলাদেশে যারা ই রাজনীতিতে আসে তাদের কাজ হচ্ছে আওয়ামীলীগের সকল অর্জন চুরি করে নিজেদের নামে চালিয়ে দেওয়া। ঢাকা বিমানবন্দরে যাত্রী পরিসেবা উন্নত, যাত্রীদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়াসহ বহু কাজ করেছে শেখ হাসিনা। কিন্তু ইউনুস চেয়ারে বসে গুজব ছড়িয়ে দিলো বিমানবন্দরে যাত্রীদের জন্য সে নানা সুবিধার ব্যবস্থা করছে। ইউনুচ্চা কেমন শিক্ষিত বুঝলাম না ন্যুনতম লজ্জা লাগলো না শেখ হাসিনা সরকারের করা চুক্তি নিজের নামে চালাতে! মানে একটা লোক কত বড় নির্লজ্জ হলে শেখ হাসিনা সরকারের করা চুক্তি নিজের নামে চালাচ্ছে তাও আবার আয়োজন করে মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে নিউজ করিয়ে। তোদের চোরের মায়ের মুখে থু: দিলাম।

আওয়ামীলীগের সবচেয়ে বড় দূর্ভাগ্য হলো, তাদেরকে লড়তে হয় জ-ঙ্গি-রাজা-কার -মৌলবাদী, চোরদের সাথে।

16/02/2025

হুমকির মুখে স্থগিত হয়ে গেল ঢাকা মহানগর নাট্যোৎসব। লালে লাল- বাংলাদেশ- লালে লাল ইউনুচের লালদেশ।

16/02/2025

আচ্ছা, রুমগুলো রং করা, কক্ষ ভেঙ্গে বড় করা, আলাদা ইটের গাঁথুনি, নতুন সিলিং ফ্যান, এডজাস্ট ফ্যান, সদ্য ওয়েল্ডিং, স্টিলের চেয়ার এমন উত্থাপিত বহু বিতর্ক বাদ দিলাম!

আয়না ঘরে এই বান্ডিল বান্ডিল টাকা, ডলার আর এত মদের বোতলের আসল মাজেজা কি! এগুলা আগে থেকে থাকলে, কেন ছিলো? ৬ মাস পরেও এগুলা কেন আছে? কার জন্য? ঠিক কি কাজে??

আর পরিদর্শনে যদু মধু কতজন গেলো, হেসেখেলে ঘুরে এলো অথচ আমাদের দেশের কোন ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার একজনকেও কেন নেয়া হলো না? গোমর ফাঁসের ভয়ে নাকি??

16/02/2025

দেশের জনগণের ঘাড়ে এখন ২০ লাখ কোটি টাকার বেশি ঋণ

বিস্তারিত কমেন্টে...

15/02/2025

⁨⁨শবে বরাত উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিবৃতি
------------
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত শবে বরাত। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। এটি একটি বরকতময় রাত। এই রাত মুসলমানদের জন্য একটি মহিমান্বিত রজনী। এই রাতে বান্দা ইবাদত করলে তার গুনাহ মাফ হয়। মহান আল্লাহ তায়ালা প্রত্যাশা করে বান্দা যে কোনো কারণে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করুক এবং তিনি বান্দাকে ক্ষমা করে দেবেন। তাই পরম করুণাময় আল্লাহ তায়ালা তাঁর গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য বিভিন্ন স্থান ও সময়-সুযোগ বাতলে দিয়েছেন। শবে বরাত তেমনি একটি নির্ধারিত রাত।

আমি বাংলাদেশের জনগণের প্রতি শবে বরাতের শুভেচ্ছা জানাই। আমার কাছে বাংলার মানুষ আমার পরিবারের সদস্য। আমি বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি করার লক্ষ্যে সমর্পিত ছিলাম। নিজের সর্বোচ্চটুকু দিয়ে দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেছি। আজ এই শুভক্ষণে পরম করুণাময় আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন বাংলাদেশের জনগণের উপর কৃপা করেন এবং বাংলাদেশে বর্তমান সকল সংকট, বালা মসিবত কেটে গিয়ে যেন বাংলার জনগণ সুখে, শান্তিতে ও সমৃদ্ধিতে বসবাস করতে পারে। উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা আমাকে পরিপূর্ণ তৃপ্তি দান করে। আমি সকল পরিস্থিতিতে সর্বদা বাংলার মানুষের কল্যাণ দেখতে চাই, ললাটে দুশ্চিন্তার ভাঁজের পরিবর্তে দুখী মানুষের মুখে হাসি দেখতে চাই।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫⁩

15/02/2025

ওরা ভাবছে-
আয়নাঘরে আয়না থাকবে,
খাট আলনা ময়না থাকবে,
ময়না পাখির গয়না থাকবে,
গয়না পরার বায়না থাকবে।
ওই ঘরেতো কণ্ঠ রোধ,
বছর জুড়ে কান্নাস্রোত।
গুমোট কান্নার আহাজারি,
কে বলবে তা আয়নাবাড়ি।
ওই ঘরেতো আয়না নেই,
সোনা পাখি ময়না নেই।
ওই ঘরে তো রক্ত ভাসে,
রক্ত দেখে ওরা অট্ট হাসে।

- রেজাউল করিম

গণভবন থেকে লাগেজ চুরি করে অট্টহাসি দেয়া মুমিন ভাইটির বাসায় গতকাল ডাকাতি হবার পর তিনি লিখেছেন,"অবশ্যই হে রব, তুমিই সর্বোত...
12/02/2025

গণভবন থেকে লাগেজ চুরি করে অট্টহাসি দেয়া মুমিন ভাইটির বাসায় গতকাল ডাকাতি হবার পর তিনি লিখেছেন,

"অবশ্যই হে রব, তুমিই সর্বোত্তম পরিকল্পনাকারী এবং তোমার পরিকল্পনার মধ্যে অবশ্যই ভালো কিছু রয়েছে।"

#আত্মোপলব্ধি

12/02/2025

কোথাও 'বিচার' নাই,
ভাবো তোমরা বোকার মতো;
সে-তো থাকে প্রকৃতি'তে
ফলের মাঝে পোকার মতো!

লাল বদরদের পদত্যাগের হিড়িক পড়েছে 😂🤣👇👇সবাই প্রতারিত হয়েছেন এইবার সত‍্যিকারের অন‍্যায়ের বিরুদ্ধে কথা বলা থাকলে কথা বলেন ।ম...
12/02/2025

লাল বদরদের পদত্যাগের হিড়িক পড়েছে 😂🤣
👇👇
সবাই প্রতারিত হয়েছেন এইবার সত‍্যিকারের অন‍্যায়ের বিরুদ্ধে কথা বলা থাকলে কথা বলেন ।
মিচকি শয়তান হয়ে থেকে লাভ নেই সব প্রকাশ পাবে।

1️⃣‼️
https://www.facebook.com/100009500195781/posts/3946442042349097/?app=fbl

2️⃣‼️
https://www.facebook.com/100027594586345/posts/1678338463095957/?mibextid=rS40aB7S9Ucbxw6v

3️⃣‼️
https://www.facebook.com/100013213450187/posts/2132731910510570/?app=fbl

4️⃣‼️
https://www.facebook.com/100041541232645/posts/1493341865393840/?app=fbl

5️⃣‼️
https://www.facebook.com/groups/2188040738224595/permalink/2345890365772964/?app=fbl

6️⃣‼️
https://www.facebook.com/100012205758853/posts/2140341749715996/?app=fbl

7️⃣‼️
https://www.facebook.com/100047438872548/posts/1028318328759453/?app=fbl

8️⃣‼️
https://www.facebook.com/share/p/1F5Ushhn3v/

9️⃣‼️
https://www.facebook.com/share/p/1B8jsN7Ar2/

1️⃣0️⃣‼️
https://www.facebook.com/share/p/1EU38Gm5ML/

1️⃣1️⃣‼️
https://www.facebook.com/share/p/1A5S5Z6rQm/

1️⃣2️⃣‼️
https://www.facebook.com/share/p/18L8p89Xfm/
1️⃣3️⃣‼️
https://www.facebook.com/share/p/12DCkAtbzYd/
1️⃣4️⃣
https://www.facebook.com/share/p/18UL8tkoWX/
1️⃣5️⃣‼️
https://www.facebook.com/share/p/1XP8yjpH1P/
1️⃣6️⃣‼️
https://www.facebook.com/share/p/19iELZ1KMp/
1️⃣7️⃣‼️
https://www.facebook.com/share/p/1EJA6DQur4/
1️⃣9️⃣‼️
https://www.facebook.com/share/p/15HFLgNk6r/
2️⃣0️⃣‼️
https://www.facebook.com/share/p/15iH3cuGLj/
2️⃣1️⃣‼️
https://www.facebook.com/share/p/15JYazXg1L/
2️⃣2️⃣‼️
https://www.facebook.com/share/v/19s51Cs7N6/

24/05/2024

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sarwar Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share