Trait Block Dhopachari

Trait Block Dhopachari Inspirational videos will be posted, just waiting for time, Inshallah � South Shilghata G. Primary School
(6)

11/08/2025

আন্তর্জাতিক রাজনীতি তে কে, কখন, কার বন্ধু হতে যেমনি সময়ের প্রয়োজন হয় না..
তেমনি দুষমন হতে সময়ের প্রয়োজন না..

10/08/2025

এতো তাড়াতাড়ি প্রত্যায়ন ও সত্যায়িত করা মোটেই ঠিক নহে 👎
তবে চীন বন্ধু কে ছেড়ে চলে যায় না 🤗🙋‍♂️

03/08/2025

ইতিহাস বলছে, যেখানে হুমকি দিয়ে কূটনীতি শুরু হয় সেখানে শান্তি নহে; শুধু সময় গলে যায়...

29/07/2025

কেউ কারো খেলার পুতুল নহে; দেখা যাক আগামী ১২ দিনে কী হয় ⁉️
আমার দৃড় বিশ্বাস মহান আল্লাহ রহমানের রহিম 🤲

প্রায় মানুষ মানবিকতা বুঝতে পারে অনুরূপ পৃথিবীর প্রায় সব দেশর সরকারও মানবিকতা বুঝতে পারে কিন্তু কিছু কিছু দেশের সরকার প্র...
28/07/2025

প্রায় মানুষ মানবিকতা বুঝতে পারে অনুরূপ পৃথিবীর প্রায় সব দেশর সরকারও মানবিকতা বুঝতে পারে কিন্তু কিছু কিছু দেশের সরকার প্রধান মানবিকতা বুঝেও না বুঝার ভান করে; তাহারা বুঝে কেবলই সামরিক ভাষা 👎

25/07/2025

শুধু অন্যকে নিয়ন্ত্রণ হবে না..
নিজে কতটুকু নিয়ন্ত্রণে আছি; তা বুঝতে পারাটাই বড় নিয়ন্ত্রণ।

ট্রাম্প বার বার বলে আসতেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচী একেবারে ধ্বংস হয়ে গেছে এরপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে...
23/07/2025

ট্রাম্প বার বার বলে আসতেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচী একেবারে ধ্বংস হয়ে গেছে এরপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, "এই দাবি সম্পূর্ণ ভ্রান্ত কল্পনা পারমাণবিক সক্ষমতা ইরানের বিজ্ঞানীদের মস্তিষ্কে থাকে; স্থাপনাগুলিতে নহে।"

21/07/2025

এতো শুল্ক আরোপ করে লাভ কী ⁉️
যদি পণ্যের গুনগত মান ঠিক না থাকে..
যে পণ্যের মূল্য কম এবং কার্যকারিতা অধিক সেই পণ্যের চাহিদা থাকবে অধিক, এটাই চরম বাস্তবতা 👍

20/07/2025

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নৈতিকতার কোনো স্থান নেই, শুধুমাত্র স্বার্থের স্থান রয়েছে।
-- হেনরি কিসিঞ্জার

18/07/2025

যুদ্ধ এখন শক্তি দিয়ে করা যাচ্ছে না..
বর্তমানে যুদ্ধ চলছে মেধা, জ্ঞান, প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি মাধ্যমে 🖋️📒

👎চীর শত্রু ও চীর মিত্র 👍বিশ্বের সবচেয়ে আধুনিক ও নিরাপদ আকাশ প্রতিরক্ষা বলা হয় আমেরিকার নির্মিত "আয়রন ডোম" যা আকাশে শত্রু...
16/07/2025

👎চীর শত্রু ও চীর মিত্র 👍

বিশ্বের সবচেয়ে আধুনিক ও নিরাপদ আকাশ প্রতিরক্ষা বলা হয় আমেরিকার নির্মিত "আয়রন ডোম" যা আকাশে শত্রুর বিমান, মিশাইল, হাইপারসনিক মিশাইল, ড্রোন ইত্যাদি ইত্যাদি মহুর্তের মধ্যেই আকাশে ধ্বংস করে ফেলতে পারে..
কিন্তু বর্তমান বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে সেই নিরাপদ সিস্টেমও অনিরাপদ হয়ে লক্ষ্যে পৌঁছে বিশাল ধ্বংস সৃষ্টি করে ফেলছে...
অনুরূপভাবে,
দেশীয় বা বিশ্ব নীতিনৈতিকতায় চীর শত্রু এবং চীর মিত্র বলে কোন কথা হতে পারে না...
সময় ও পরিস্থিতি কে যে সবচেয়ে বেশি আত্মস্থ হতে পারবে, সেই অনুকূলের পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতেও কী সিদ্ধান্ত নিতে হয়, তিনি বা তাঁহারাই ভালোই জানেন 🖋️📒

বুঝতে তেমন সমস্যা হচ্ছে না..রাশিয়া ইরানের সাথে চরম বেইমানি শুরু করেছিল, করছে এবং আগামী তে করবে... যুদ্ধের মধ্যে শত্রু ও ...
14/07/2025

বুঝতে তেমন সমস্যা হচ্ছে না..
রাশিয়া ইরানের সাথে চরম বেইমানি শুরু করেছিল, করছে এবং আগামী তে করবে...
যুদ্ধের মধ্যে শত্রু ও বন্ধু চিহ্নিত একান্ত প্রয়োজন ইরানি জাতির বোধদয় হওয়া খুবই প্রয়োজন 🇳🇪

Address

Dhopachari
Chittagong
4382

Alerts

Be the first to know and let us send you an email when Trait Block Dhopachari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category