Raj Mango Seller

Raj Mango Seller রাজশাহীর কেমিক্যাল মুক্ত সকল ধরনের আম খুচরা ও পাইকারী নিতে যোগাযোগ করুন। 01950202782
(19)

02/09/2025

আজ থেকেই এইসব কাজ শুরু করার চেষ্টা করুন, ধীরে ধীরে নিজের জীবন বদলে দিতে সাহায্য করবে ইন শা আল্লাহ

🌸 ইস্তিগফার ও দরুদ বাড়িয়ে দাও — প্রতিদিন ১০০০ বার পড়ার চেষ্টা করো।
🌸 যখন দুশ্চিন্তা বা চাপ অনুভব করো, যিকিরে শান্তি খোঁজো।
🌸 কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যাও — নিজের উপর মনোযোগ দাও।
🌸 নিঃসঙ্গতায় অনেক কিছু শেখার থাকে, সেটা উপলব্ধি করো।
🌸 রাতের শেষ তৃতীয়াংশে জেগে উঠো, আল্লাহর কাছে মাফ চাও এবং যা চাও সব চেয়ে নাও।

ধৈর্য ধরো, নিয়মিত চর্চা করো, এবং আল্লাহর উপর ভরসা রাখো। তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে — ইন শা আল্লাহ।

26/08/2025

আল্লাহ চাইলে এক মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন।
তাঁর এক কুন (হও) বলার মাধ্যমেই অসম্ভবকে সম্ভব করা হয়। তবুও যখন কিছু পেতে দেরি হয়, তখন মনে রাখতে হবে— সেই দেরির মাঝেও আমাদের জন্য হয়তো কোনো রহমত, কল্যাণ কিংবা বিপদ থেকে সুরক্ষা লুকিয়ে আছে।

আল্লাহ কখনো আমাদের দু'আ ফিরিয়ে দেন না, তিনি হয়ত সেটা পরে কবুল করেন, ভালো কিছুর বদলে দেন, অথবা আমাদের রক্ষা করেন এমন কিছু থেকে যা আমরা বুঝি না।

তাই ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আর প্রার্থনা করে যান। কারণ আল্লাহ কখনো তাঁর বান্দার আশা ভঙ্গ করেন না।🖤🌸

24/08/2025

যতটুকু মোর আছে জীবনে সবই মাটির কাছাকাছি,
আমি তো কেবলই বিবাগী ফকির, বিষাদ ভালোবাসি।

– বিষাদনীড়

19/08/2025

*হেদায়েত কেন হারিয়ে যায়?*

আল্লাহ তায়ালা কেবল তাঁর বাছাইকৃত বান্দাদেরই হেদায়েত দান করেন। হেদায়েত আল্লাহ তায়ালার অনুগ্রহ। হেদায়েত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে, আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় হঠাৎ খুব ইবাদত বন্দেগী করছেন। কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়েত হারিয়ে ফেলেন, ইবাদতে আগের মত স্পৃহা পান না। এর উল্লেখযোগ্য কিছু কারণ নিম্নরূপ:

(১) ফিতনা:
হেদায়েত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয়। হেদায়েতপ্রাপ্তকে আল্লাহ তায়ালা বিভিন্নভাবে পরীক্ষা করেন। নানারকম ফিতনা তার সামনে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হলো বিপরীত লিঙ্গের ফিতনা। এসব ফিতনা থেকে বাঁচতে চোখের হিফাজত করা ও ফিতনায় পড়লে আল্লাহর দেওয়া শিক্ষার অনুযায়ী আচরণ করা জরুরি।

(২) দ্বীনদারদের সান্নিধ্যে না থাকা:
অনেকে হেদায়েত পাওয়ার পর ব্যক্তিজীবনে কেবল নামাজকে ধরে রাখেন। ইসলামের ফরজ জ্ঞানার্জনের চেষ্টা করেন না, দ্বীনি মাজলিসগুলোতে যান না, আলেমদের সাথে থাকেন না। সরাসরি আলেমদের থেকে জ্ঞানার্জন করতে না পারলে অনলাইনে বিষয়ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে।

(৩) সঠিক পদ্ধতিতে জ্ঞানার্জন না করা:
সদ্য হিদায়াতপ্রাপ্ত অনেককে দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অনেক গভীর বা ইখতিলাফি বিষয় নিয়ে পড়ে আছেন যেগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান নেই। কেউ হয়তো নাস্তিকদের সাথে তর্কে জড়াচ্ছে, কেউ বা শিয়া রাফেজিদের নিয়ে পড়াশোনা করে বিভ্রান্ত হচ্ছে। অথচ প্রত্যেকের জন্য জরুরি হলো দ্বীনের মৌলিক বিষয় যেমন : ঈমান, আকীদা, সালাত, পবিত্রতা, কুরআন, হাদীস, আখলাক ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জন করা।

(৪) অহংকার করা:
অনেকেই হিদায়াত পেয়ে অহংকারী হয়ে ওঠেন, অন্য মুসলিম ভাইবোনকে তুচ্ছতাচ্ছিল্য করেন। পোশাক, চলাফেরা, গুনাহ কিংবা ইবাদতের দৈন্যতা নিয়ে তাদের সমালোচনা করেন, খাটো চোখে দেখেন, জাহান্নামী বলে কটাক্ষ করেন। কে হাফপ্যান্ট পরে মসজিদে এলো, কে কানে দুল পরে মসজিদে এলো, কার হিজাব পরিপূর্ণ না ইত্যাদি দোষত্রুটি ধরা শুরু করেন। এতেও হেদায়েত হারিয়ে যায়।

(৫) দুআ না করা:
অনেকেই ভাবেন হেদায়েত চিরস্থায়ী। কিন্তু আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে দোয়া শিখিয়েছেন,
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
অর্থ: হে আমাদের প্রতিপালক, হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে পুনরায় বাঁকা করে দেবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সুরা আলে ইমরান, আয়াত ৮)
নবীজী সাঃ ও হেদায়েত ধরে রাখার জন্য অনেক দোয়া করতেন যেমন: يا مقلب القلوب ثبت قلبي على دينك
অর্থাৎ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন।
সুতরাং হেদায়েত ধরে রাখতে অধিক পরিমাণে দোয়া করা জরুরি।

(৬) নিয়মিত তাওবাহ ইস্তিগফার না করা:
মানুষ হিসেবে নিজের অজান্তেই আমাদের অনেক গুনাহ হয়ে যায়। এসব গুনাহ থেকে বাঁচতে ও নিজের হেদায়েতকে নবায়ন করতে নিয়মিত তাওবাহ ইস্তিগফার করা জরুরি। গুনাহের জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা না করলে গুনাহ জমতে জমতে মানুষ একসময় হেদায়েত থেকে ছিটকে পড়ে।

হারিকেনের মৃদু আলোকে যেমন বাতাস থেকে রক্ষা করতে হয়, চিমনির ভেতর অনেক যত্ন আগলে রাখতে হয়, তেমনি হেদায়েত ধরে রাখার জন্য এর যত্ন ও পরিচর্যা করা জরুরি।

(আবু মুহাম্মাদ রাফিউজ্জামানের বক্তব্য থেকে অনুলিখন)

সাভারের সুন্দর আকাশ
31/07/2025

সাভারের সুন্দর আকাশ

30/07/2025

*বন্ধু তো সে* যে আপনার উপস্থিতিতে আপনার সামনে আল্লাহর কথা বলে। আর আপনি যখন সামনে থাকেন না, *তখন সে আল্লাহর কাছে আপনার কথা বলে।*

- আরিফ আজাদ

30/07/2025

وَمَنۡ اَحۡسَنُ قَوۡلًا مِّمَّنۡ دَعَاۤ اِلَی اللّٰہِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ

*তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, আমি আনুগত্য স্বীকারকারীদের একজন।*

—সূরা : হা-মীম আস-সিজদাহ্ (ফুছছিলাত) - ৩৩

~ 𝗡𝗔𝗦𝗜𝗛𝗔 ~

30/07/2025

*সে বলল, ‘আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি। আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা তা জানো না’।*

— সূরা ইউসুফ, আয়াত : ৮৬

29/07/2025

যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তোমার হৃদয়কে তাদের মজলিসের কাছাকাছি রাখো। হতে পারে এর ফলে তোমার হৃদয়ের গাফিলতি কেটে যাবে এবং তা জেগে উঠবে। আর তোমার সত্ত্বাকে নেককারদের সেবায় নিয়োজিত রাখো। হতে পারে এর ফলে তোমার সত্ত্বা রব্বুল আলামীনের আনুগত্যে অভ্যস্ত হবে।

— আবু আল-আব্বাস ইবনে আতা (রহ.)
[সূত্র : হিলয়াততুল আউলিয়া, ১০/৩৩০]

29/07/2025

হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে বিরত থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ।

— সূরা আল-হুজুরাত, আয়াত : ১২ (আয়াতাংশ)

29/07/2025

দুনিয়ার মানুষের সাথে যদি কোন অপরাধ করেন তাহলে কি করবেন?
তার কাছ থেকে পালিয়ে বেড়াবেন, হয়তো প্রিয়জনের কাছে, নয়তো এমন জায়গায় যেখানে আপনার অপরাধ ডেকে বেড়াতে পারবেন, আপনি যেখানে খুশি লুকোতে পারবেন।

কিন্তু আল্লাহ সাথে যে দিনের পর দিন অপরাধ করে বেড়াচ্ছেন আল্লাহর আনিতো আইন যে আইন স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআ'লা দিয়েছেন,তা অমান্য করছেন সেই অপরাধটা কোথায় গিয়ে ডাকবেন, *বলুন!?*
কোন সে জায়গা যেখানে গিয়ে অপরাধ করলে আল্লাহ দেখবেন *না,* *সে দিনের জন্য তো কিছু করছেন না যে দিন সব লুকোচুরি বন্দ করে দিবেন স্বয়ং আল্লাহ তাআ'লা, হে আমি সেই দিনের কথা বলছি যে দিন আপনার কোন জায়গা থাকবে না পালিয়ে বেড়ানুর, না থাকবে প্রিয়জন আর না থাকবে কোন রাস্তা,অন্দকার গহীন কবরে কোন পথ থাকবে না শুধু আপনি একা এবং একা। আর বিচার দিবসে থাকবে না কোন আপনজন যাদের সঙ্গ পেয়ে আজকে আপনি পাপের সাগরে ডুবে আছেন, সে দিন কোন সঙ্গী সাথী কাজে আসবে না।*
*আর এটাই হলো আল্লাহর পাকড়াও, সেটা দুনিয়ার পাকড়াও না যে পার পেয়ে যাবেন, তাই সময় থাকতে এমন সঙ্গী সাথীদের সঙ্গ ছেড়ে দিন যাদের জন্য আপনার আখিরাত নষ্ট হচ্ছে, এমন সব গুপনে করা গুনাহ যেটা দুনিয়াতে পার পেলেও আখিরাতে পার পাবেন না,, মোট কথা গুনাহের সব অবস্থান পরিত্যোগ করুন, না হলে সেই পাকড়াও এর জন্য রেডি থাকুন।*

> *লেখা : জুহায়রা নুহা*

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj Mango Seller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raj Mango Seller:

Share