Summa's Universe

Summa's Universe I am Summa Amin, A creative space where I share a variety of videos, especially cooking- my true passion. Join me on this flavorful journey ❤️

বিদায়কালে কিছু প্রিয় রান্না 👍মাটন রেজালা, পোলাও, ডিম ভুনা, মুগ ডাল, চিকেন রোস্ট।
03/08/2025

বিদায়কালে কিছু প্রিয় রান্না 👍
মাটন রেজালা, পোলাও, ডিম ভুনা, মুগ ডাল, চিকেন রোস্ট।

রাত গভীর হলে, চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, মেয়ে ঘুমিয়ে পড়ে,তখন চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ওর শান্ত নিঃশ্বাসের শব্...
26/07/2025

রাত গভীর হলে, চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, মেয়ে ঘুমিয়ে পড়ে,তখন চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ওর শান্ত নিঃশ্বাসের শব্দের মাঝে মনে পড়ে সেই শিশুদের কথা, যারা সেদিন প্লেন ক্র্যাশে দুর্ঘটনার শিকার হয়েছিল।

ভাবি, সেই বাবা-মায়েরা কেমন আছে? যারা চোখের সামনে তাদের ছোট্ট শিশুটিকে আগুনে পুড়ে যেতে দেখেছে… যাদের কেউ আর কখনও বলতে পারবে না“মা, খেতে দাও”… যাদের বুকের মাঝে চিরকাল জ্বলবে এক অপূরণীয় শূন্যতা।

আমরা তো গরম খাবারও ফু দিয়ে ঠাণ্ডা করে সন্তানের মুখে তুলে দিই, আর ওরা,নিজের সন্তানের পোড়া শরীর দেখেছে। কতটা হৃদয় পুড়েছে তাদের সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।কাওরে বুঝাইতে ও পারবে না এই কষ্ট।

আর এখনো যারা হাসপাতালে দিনরাত এক করে সন্তানের পাশে থাকছে,তাদের কষ্ট? হয়তো জানে না, বাঁচবে কিনা, তবু প্রার্থনায় কান্নায়, সাহসের শেষ সঞ্চয় দিয়ে লড়ে যাচ্ছে,শুধু একটাই আশায়: "বেঁচে থাকুক"।

মায়া, স্মৃতি, ভালোবাসা,সব হারিয়ে ফেলার পরও বেঁচে থাকার এই লড়াই ,কেমন করে সহ্য করছে তারা? আমি যদি নিজের সন্তানের জায়গায় কল্পনাও করি, নিশ্বাস বন্ধ হয়ে আসে। অথচ কত বাবা-মা এই বাস্তবতাই প্রতিদিন সহ্য করছে।😔

আল্লাহই জানেন তাদের কষ্ট। সেই নিষ্পাপ শিশুরা জান্নাতের পাখি হয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তাদের বাবা-মাকে অশেষ ধৈর্য আর শক্তি দান করুন।
আর আমাদের সকলকে সেই মর্মান্তিক ঘটনার শিক্ষা নিতে দিন,আরো কৃতজ্ঞ হতে দিন নিজের সন্তানকে জীবিত ও সুস্থ দেখে।

কচুর লতি+চিংড়ি কম্বিনেশন টা অলোয়েজ ফেভারিট 🦐🦐
25/07/2025

কচুর লতি+চিংড়ি কম্বিনেশন টা অলোয়েজ ফেভারিট 🦐🦐

All the innocent children from section 'sky' have gone to Allah in the sky..........💔
23/07/2025

All the innocent children from section 'sky' have gone to Allah in the sky..........💔

Most favourite pitha 😌
15/07/2025

Most favourite pitha 😌

10/07/2025

বাইরে অঝোর বৃষ্টি।
পরিবেশটা শান্ত আর ঠান্ডা, কিন্তু মনে পড়ে গেলো তাদের কথা, যারা রাস্তায় থাকে।
ভিজে যাচ্ছে, কাঁপছে, কোথাও ঠাঁই নেই—এই রাতটা তাদের জন্য কষ্টের।

আমরা অনেক ভালো আছি, অথচ সেটা বুঝে উঠি না।
সবসময় না পাওয়া জিনিস নিয়ে ভাবি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই না।

আসলে আল্লাহ আমাদের যতটা ভালো রেখেছেন, যদি সেটার কদর করি, তাহলে মন ভরে যাবে।
শুধু একটা “আলহামদুলিল্লাহ” বললেই হয়।

আসুন, যারা কষ্টে আছে তাদের জন্য দোয়া করি,
আর নিজের অবস্থার জন্য শুকরিয়া জানাই।
সবাই ভালো থাকুক।

©

শুভ সকাল ☕🍞🍳
09/07/2025

শুভ সকাল ☕🍞🍳

ছোট থেকে আমার ব্রেনে সবসময় ঘুরত “কেন নামাযের নিষিদ্ধ সময় আছে?"অনেক খুজাখুজির পর যা উত্তর পেলাম!!সূর্যসহ মহাজাগতিক সবকিছু...
08/07/2025

ছোট থেকে আমার ব্রেনে সবসময় ঘুরত “কেন নামাযের নিষিদ্ধ সময় আছে?"

অনেক খুজাখুজির পর যা উত্তর পেলাম!!
সূর্যসহ মহাজাগতিক সবকিছুতে থাকে কসমো ম্যা্গনেটিক ফিল্ড, আমাদের পৃথিবীতে আছে জিওম্যা্গনেটিক ফিল্ড, আর আমাদের শরীরে আছে বায়ো ম্যা্গনেটিক ফিল্ড। সিজদায় এসব ম্যা্গনেটিক ফিল্ড এর ক্রিয়া ঘটে, ফলে যদি শরীরে বিশেষ করে ব্রেইন যেটা ঠিক কপালের পিছনে থাকে (একে ফ্রন্টাল লোব বলে এবং তা দেহের বৃদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণকেন্দ্র) তাতে কোন আধান ঘাটতি(হতাশা) বা আধিক্য( উত্তেজনা) থাকলে সেটা পুরণ বা নিস্ক্রিয় করে দেয়। ফলে আমরা দীর্ঘক্ষন সিজদা করার পর মাথা খুব হালকা আর মনে প্রশান্তি অনুভব করি। কিন্তু যখন সূর্যদ্বয়, সূর্যাস্ত ও সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন কসমো ম্যা্গনেটিক ফিল্ড ও জিও ম্যা্গনেটিক ফিল্ড (সূর্যের কাছে দূরের অবস্থানের কারণে) বায়ো ম্যা্গনেটিক ফিল্ডের ক্ষতি হবে এমন অবস্থায় থাকে। তাই তখন দীর্ঘক্ষন সিজদা করলে মেজাজ খিটখিটে, ক্লান্তি আর মাথাঘুরা ভাব লাগে। তাই দিনের এই তিন সময়েই নামায পড়া নিষিদ্ধ বা হারাম বলা হয়েছে।

রেফারেন্স বই- "সিজদাহর বিজ্ঞান"

Copied

Midnight খাই খাই 🍗
07/07/2025

Midnight খাই খাই 🍗

04/07/2025

আমের এই ভরা সিজনে কমপক্ষে একবার এই ম্যাংগো-ভ্যানিলা-মিল্কশেক টা খাওয়া উচিত। বানানো খুবই সহজ, অবশ্যই অতি মিষ্টি আম দিয়ে এইটা বানানো উচিত, যেমনঃ ল্যাংড়া অথবা আম্রপালী।

#মিল্কশেক #ম্যাঙ্গগোভ্যানিলামিল্কশেক

🍗 ঝাল ভুনা 😋
04/07/2025

🍗 ঝাল ভুনা 😋

Zara is savoring her favourite meat machine PIZZA 🍕 at PizzaBurg Rajshahi 👍It was a wonderful experience with one of the...
03/07/2025

Zara is savoring her favourite meat machine PIZZA 🍕 at PizzaBurg Rajshahi 👍

It was a wonderful experience with one of the most hyped restaurants of Rajshahi.

Address

Kazla
Rajshahi
6204

Alerts

Be the first to know and let us send you an email when Summa's Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Summa's Universe:

Share