Travel With Seju

Travel With Seju I Love To Travel And Live Anew. YouTube Channel⬇️
https://youtube.com/?si=a9

📍  #রণবাঘা_ভিউ_পয়েন্ট-সিজু'স চা-কফি☺️🤟
03/08/2025

📍 #রণবাঘা_ভিউ_পয়েন্ট-
সিজু'স চা-কফি☺️🤟

ক্যারাম লাভার যাঁরা আছেন তাদের জন্য সুন্দর পরিবেশের ব্যবস্থা করা হয়েছে☺️🤟📍রানা সুপার মার্কেটের দ্বিতীয় তলা, রণবাঘা বাস...
31/07/2025

ক্যারাম লাভার যাঁরা আছেন তাদের জন্য সুন্দর পরিবেশের ব্যবস্থা করা হয়েছে☺️🤟

📍রানা সুপার মার্কেটের দ্বিতীয় তলা, রণবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন।

চাইলে এখানে গানে-গানে ক্যারাম খেলা উপভোগ করতে পারেন।তা না হলেও কিছুটা সময় এখানে বসে এক কাপ চায়ে ঠান্ডা প্রাকৃতিক বাতাসের মধ্যে দিয়ে পুরো বাজারের একটা ভিউ নিতে পারেন।☺️

(বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সাপ্তাহিক গান আড্ডা,যেখানে এলাকার শিল্পীগণ ও সাংস্কৃতিক মোনা মানুষরা উপস্থিত থাকবেন।🔥)
যে কোন প্রয়োজনে: 01701-070832 (সিজু)

ওরে বাপরে! ভাগ্নে-ভাগ্নী হলুদ অনুষ্ঠানে🥰সুন্দর লাগছে তোমাদের মামা❤️
31/07/2025

ওরে বাপরে! ভাগ্নে-ভাগ্নী হলুদ অনুষ্ঠানে🥰
সুন্দর লাগছে তোমাদের মামা❤️

আমার যে ভাই-ব্রাদার গুলা আমার সাথে পাহাড়ে যেতে চেয়েছিলেন,তারা একটু দয়া করে আমার সাথে যোগাযোগ করুন।🌿আমি ৩১ তারিখে ক্রি...
25/07/2025

আমার যে ভাই-ব্রাদার গুলা আমার সাথে পাহাড়ে যেতে চেয়েছিলেন,তারা একটু দয়া করে আমার সাথে যোগাযোগ করুন।🌿
আমি ৩১ তারিখে ক্রিসতং রুংরাং ৩ দিন ৩৫০০৳ এর ট্যুরে যাচ্ছি।🤟💚

এই ট্রেনের নাম আইডিয়া করুন তো?! 😁☺️
23/07/2025

এই ট্রেনের নাম আইডিয়া করুন তো?! 😁☺️

পটেটো লাভাররা কই? ☺️
21/07/2025

পটেটো লাভাররা কই? ☺️

আমি অনেক বছর আগে একবার খেয়েছিলাম!বিকেলে হঠাৎ করেই শামিম ভাই বললো, ওখানকার  #ডালপুরি নাকি অনেক বিখ্যাত,তাই সন্ধ্যার আগে ...
20/07/2025

আমি অনেক বছর আগে একবার খেয়েছিলাম!
বিকেলে হঠাৎ করেই শামিম ভাই বললো, ওখানকার #ডালপুরি নাকি অনেক বিখ্যাত,তাই সন্ধ্যার আগে গিয়েছিলাম #রুপিহার বাজারের সেই বিখ্যাত ডালপুরি খাওয়ার জন্য।
খারাপ ছিল না ভালোই🥰
📍নাটোর বগুড়া হাইওয়ে,কুন্দারহাটের পরে।

১৮৭৮ সাল থেকে কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুড়ি যেতে দুইধাপে পার হতে হত। প্রথম ধাপটি ছিল ১৮৫ কিমির, কলকাতা স্টেশন (পরে না...
16/07/2025

১৮৭৮ সাল থেকে কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুড়ি যেতে দুইধাপে পার হতে হত। প্রথম ধাপটি ছিল ১৮৫ কিমির, কলকাতা স্টেশন (পরে নামকরণ করা শিয়ালদহ) থেকে পূর্ববাংলা রাজ্য রেলওয়ে ধরে পদ্মা নদীর দক্ষিণ তীরে দামুকদিয়া ঘাট পর্যন্ত যেতে হত। তারপর নদী পার হতে হত এবং সারঘাট যাত্রার দ্বিতীয় ধাপ শুরু হত। দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ রেলপথের মিটার গেজ লাইনটি ধরে সারঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত ৩৩৬ কিলোমিটার পাড়ি দিতে হত।[১] এই সময়েই আব্দুলপুর রেলওয়ে স্টেশন খোলা হয়েছিল।

কলকাতা-শিলিগুরির প্রধান লাইনটি পর্যায়ক্রমে ব্রডগেজ রূপান্তর করা হয়েছিল। শাকলে- সান্তাহার সেকশন ১৯১০-১৯১৪ সালের মধ্যে রুপান্তরিত হয়, তখন হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণাধীন ছিল। হার্ডিং সেতুটি ১৯১৫ সালে খোলা হয়েছিল।[২] এটি নাটোর জেলার বৃহত্তম রেলওয়ে স্টেশন।

🕰️সময়: রাত ৩:৪৫ মিনিট।

গোধূলি বিকেল🫰🌿📍চলনবিল,সিংড়া।
07/07/2025

গোধূলি বিকেল🫰🌿

📍চলনবিল,সিংড়া।

বান্দরবানের এই হিডেন ঝর্ণায় কিভাবে গেলাম এই বিস্তারিত ব্লগ ভিডিও দেখতে চান?☺️🌿
04/07/2025

বান্দরবানের এই হিডেন ঝর্ণায় কিভাবে গেলাম এই বিস্তারিত ব্লগ ভিডিও দেখতে চান?☺️🌿

কি একটা অবস্থা মনে হচ্ছে টাকা দিয়ে হাওয়া কিনে খেলাম!😅বাংলাদেশ বলে কথা🙏
03/07/2025

কি একটা অবস্থা মনে হচ্ছে টাকা দিয়ে হাওয়া কিনে খেলাম!😅
বাংলাদেশ বলে কথা🙏

Address

Rajshahi
5860

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Seju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share