09/06/2025
কেউ কেমন আছি জানতে চাইলে স্বভাবত একটা হাসি দিয়ে বলি, ভাল আছি। ভাল থাকলেও বলি, না থাকলেও বলি। উত্তরে ভাল নাই বললেই হাজারটা প্রশ্ন শুনতে হয়। কেন ভাল নাই? কি হইছে? ইত্যাদি.. ইত্যাদি.. তার চেয়ে ভাল আছি বলে চলে যাওয়াই সহজ।
মাঝেমাঝে খুব ইচ্ছা করে কেউ কাছে এসে হাতটা ধরে চোখের দিকে তাকিয়ে বলুক, কেন মিথ্যা বলছিস আমাকে? তুই তো ভাল নেই; "এই নে দুই কোটি টাকা কিছু কিনে খাইস। 🙂