
16/02/2025
আমার স্ত্রীকে আমি ততটাই যত্নে রেখেছি যেমনটা আমার মেয়েকে ভবিষ্যতে দেখতে চাই আমার মা "বউ" অবস্থায় যা যা পেতে চাইতো, আমার স্ত্রী ও আজ তাই চায়। মা এখন শাশুড়ী হয়েছে তাই তার চাওয়া বদলেছে। হয়তো এজন্য আজ সে আমার স্ত্রীর চাওয়াগুলোকে আদিক্ষেতা মনে করে।এতে মায়ের দোষ নেই, দোষটা বয়সের।
তবে এই কারণে আমি আমার স্ত্রীর একটা চাওয়াও অপূর্ণ রাখবো না। যেমনটা আমার বাবা রাখেনি।❤️
একজন জীবন সঙ্গী এমন হলে, একটা মেয়ের জীবনে আর কিছু চাওয়ার থাকে না। 🥰🥀