পটিয়া টিভি PaTiya TV

পটিয়া টিভি  PaTiya TV পটিয়ার সব খবর পেতে

পটিয়া টিভির সাথে থাকুন patiya Chittagong

23/10/2025

ইসলামী ব্যাংক থেকে আবারও কর্মী ছাঁটাই: ব্যাংক খাতে বাড়ছে অস্থিরতা

ইসলামী ব্যাংকে আবারও কর্মী ছাঁটাই: ব্যাংকিং খাতে উদ্বেগ বাড়ছেস্টাফ রিপোর্টার | ঢাকা | ২৩ অক্টোবর ২০২৫দেশের বেসরকারিখাতের...
23/10/2025

ইসলামী ব্যাংকে আবারও কর্মী ছাঁটাই: ব্যাংকিং খাতে উদ্বেগ বাড়ছে
স্টাফ রিপোর্টার | ঢাকা | ২৩ অক্টোবর ২০২৫

দেশের বেসরকারিখাতের বৃহৎ ও অগ্রগণ্য ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে আবারও কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে। ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগে কর্মরত অনেক কর্মকর্তা সাম্প্রতিক সময়ে ছাঁটাই বা জোরপূর্বক পদত্যাগের চাপের মুখে পড়েছেন— এমন অভিযোগে কর্মীদের মাঝে বিরাজ করছে তীব্র হতাশা ও অনিশ্চয়তা।

কর্মীদের অভিযোগ, নতুন প্রশাসনিক নীতিমালা ও পুনর্গঠনের অজুহাতে অভিজ্ঞ কর্মকর্তাদের বাদ দিয়ে ব্যাংককে নবভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এতে বিশেষ করে মধ্য ও নিম্ন স্তরের কর্মকর্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, আগেও বেশ কিছু শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কর্মী অপসারণ বা বদলির মুখে পড়েছিলেন। সাম্প্রতিক ছাঁটাইয়ের ঘটনা ব্যাংকের ভেতরে অস্থিরতা, কর্মীদের মানসিক চাপ এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে, ব্যাংকের নীতিনির্ধারকরা দাবি করেছেন—
“সংস্থার আর্থিক শৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামো সুদৃঢ় করতেই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোগ্যতা, সক্ষমতা এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় মানবসম্পদ নীতিতে পরিবর্তন আনা জরুরি।”

এদিকে ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে,

একটি প্রতিষ্ঠানে ঘনঘন ছাঁটাই বা প্রশাসনিক অস্থিরতা গ্রাহকের আস্থা ও সেবার মান— উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে।

সাম্প্রতিক এই ঘটনায় দেশের ব্যাংকিং খাতে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ এমন অস্থিরতা বেসরকারি ব্যাংক খাতে চাকরি নিরাপত্তাহীনতাকে আরও স্পষ্ট করে তুলছে।

#পটিয়া_টিভি

পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যুবিস্তারিত  পটিয়া টিভি  প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজে...
23/10/2025

পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

বিস্তারিত পটিয়া টিভি প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত যুবকরা হলেন—পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওস্তাদ পাড়া এলাকার বাচা মিয়ার পুত্র মো. মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মো. ফাহিম (১৬), পিতা মিন্টু।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজাফরাবাদ এলাকায় মৃত রমিজ আহমদের বাড়ির জন্য বালুবাহী একটি পিকআপ যায়। বালু নামানোর সময় গাড়ির শরীরে লাগা একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে পড়ে যায় এবং ওই তার দুটি যুবকের গায়ে লেগে তারা ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুর্ঘটনার সময় বিদ্যুৎ লাইন সচল থাকায় আশপাশের কেউ এগিয়ে যেতে পারেননি। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় আরও একজন যুবক ইকবাল আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

কচুয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম বলেন, “একটি পিকআপের ধাক্কায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে যায়। সেই তার দুই যুবকের গায়ে পড়ে ঘটনাস্থলেই তারা মারা গেছেন। খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক।”

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, “বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

হঠাৎ এমন দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই পরিবারের সদস্যরা আহাজারিতে ভেঙে পড়েছেন।
#পটিয়া_টিভি #পটিয়া

গত ১৯ তারিখ আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া পটিয়ার ফাহিম   শেষ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন...
22/10/2025

গত ১৯ তারিখ আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া পটিয়ার ফাহিম শেষ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফাহিমের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ রাহমত করুন, শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিক — আমিন।

#পটিয়া_টিভি

হারানো বয়স্ক নারীকে খুঁজে পেতে সহায়তা করুনচট্টগ্রামের খাতুনগঞ্জ সংলগ্ন এলাকা থেকে এক মানসিকভাবে অসুস্থ ও অসহায় বৃদ্ধা মহ...
22/10/2025

হারানো বয়স্ক নারীকে খুঁজে পেতে সহায়তা করুন
চট্টগ্রামের খাতুনগঞ্জ সংলগ্ন এলাকা থেকে এক মানসিকভাবে অসুস্থ ও অসহায় বৃদ্ধা মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ সকাল ০৭টার দিকে তিনি মেয়ের বাসা থেকে নিঃশব্দে বের হয়ে যান। তিনি কথা বলতে পারেন না, হাঁটতেও ঠিকভাবে চলতে পারেন না এবং মিনি প্যারালাইসিসে আক্রান্ত, ফলে স্বাভাবিকভাবে নিজের অবস্থান জানানোর সক্ষমতা নেই।

এখন পর্যন্ত ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে।

📍 ঠিকানা
এলাকা: খাতুনগঞ্জ সংলগ্ন, চট্টগ্রাম

স্থায়ী ঠিকানা: মনসা, পটিয়া, চট্টগ্রাম

📞 যোগাযোগ
যদি কেউ তাকে দেখে থাকেন বা যেকোনো তথ্য পেয়ে থাকেন, দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করুন—
👉 ০১৮১৫-৪৯৪৪৪১৭

🙏 সবার কাছে অনুরোধ
চট্টগ্রামের বন্ধুরা, আপনারা পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে এই অসহায় মাকে দ্রুত খুঁজে পাওয়া যায়।
আল্লাহর রহমতে তিনি যেন নিরাপদে ফিরে আসেন — আমিন।
#পটিয়া_টিভি

22/10/2025

অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করবে, নিরপেক্ষ থাকতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে এবং তাদের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নিরপেক্ষতার মাধ্যমেই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

ওরা ছিল দুই বন্ধু…এক স্বপ্ন, এক পথ, এক লক্ষ্যকে বুকে নিয়েপরবাসের মাটিতে পাড়ি জমিয়েছিল দু’জন।প্রতিটি ভোরে একই রোদ ঝরেছিল...
21/10/2025

ওরা ছিল দুই বন্ধু…
এক স্বপ্ন, এক পথ, এক লক্ষ্যকে বুকে নিয়ে
পরবাসের মাটিতে পাড়ি জমিয়েছিল দু’জন।
প্রতিটি ভোরে একই রোদ ঝরেছিল তাদের কপালে,
একই ঘামে ভিজেছিল শ্রমের নোনতা স্মৃতি।

হঠাৎ একদিন, নিয়তির নিষ্ঠুরতা
দু’জনের পথ একসঙ্গে থামিয়ে দিল —
জীবনের শেষ স্টেশনটিও
তারা পাড়ি দিল পাশাপাশি!

দেশে ফিরলো দুটো নিথর দেহ,
চোখের জলে ভিজলো মানুষের অপেক্ষা।
দুটি জানাজা — একই মাঠে, একই সারিতে,
আর শেষ আশ্রয় কবরেও পাশাপাশি দুজন,
দূরত্ব মাত্র এক হাতে ছোঁয়া যায়!

বন্ধুত্বের এমন সাক্ষ্য
সময়ও হয়তো আর খুঁজে পাবে না—
কারণ সত্যিকারের বন্ধুত্ব
শুধু জীবন নয়, মৃত্যুকেও ছাড়িয়ে যায়।

হে আল্লাহ, এই দুই ভ্রাতাকে
যেমন জীবনভর পাশাপাশি রেখেছেন,
তেমনি আখেরাতেও জান্নাতে রাখুন একই কাতারে। আমিন। 🤲

#ওমানপ্রবাসী #বন্ধুত্ব #প্রবাসেরকষ্ট
#পটিয়া_টিভি

ছেলের চাকরি গেল… শোকে ভেঙে পড়লেন মা, স্ট্রোকে হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াইইসলামী ব্যাংক থেকে একমাত্র ছেলের চাকরি চলে যাও...
21/10/2025

ছেলের চাকরি গেল… শোকে ভেঙে পড়লেন মা, স্ট্রোকে হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই
ইসলামী ব্যাংক থেকে একমাত্র ছেলের চাকরি চলে যাওয়ার খবর শুনে পুরো দুনিয়াই যেন অন্ধকার হয়ে গেল এক অসহায় মায়ের সামনে। সন্তানই ছিল সংসারের একমাত্র আশা, একমাত্র ভরসা। সেই আঘাত সইতে না পেরে স্ট্রোক করেন তিনি। বর্তমানে মা পটিয়া জেনারেল হাসপাতালে শুয়ে জীবনের সাথে লড়ছেন, আর পরিবার প্রহর গুনছে—কবে ফিরবে স্বাভাবিক জীবনে তাদের জননী।
পরিবার বলছে,
“চাকরিটাই ছিল আমাদের সব আশা-ভরসা… আর এখন মায়ের জীবনটাই ঝুঁকির সামনে
#

21/10/2025

চাকরি হারানোর খবরে ছেলের জন্য শোকে মায়ের স্ট্রোক
ইসলামী ব্যাংক থেকে ছেলের চাকরি চলে যাওয়ার দুঃসংবাদ শুনে পটিয়ার এক অসহায় মা স্ট্রোক করেন। বর্তমানে তিনি পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার মানবিক সহায়তা ও দোয়া কামনা করেছে।

পটিয়ার মহীয়সী নারী, দানবীর ও সাইফুল আলম মাসুদ সাহেবের প্রিয় আম্মাজান চেমনআরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 🥀এক বছর হয়ে...
20/10/2025

পটিয়ার মহীয়সী নারী, দানবীর ও সাইফুল আলম মাসুদ সাহেবের প্রিয় আম্মাজান চেমনআরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 🥀
এক বছর হয়ে গেল, কিন্তু তাঁর শিক্ষা, প্রেরণা, আদর্শ ও মানবসেবার পথচলা এখনো আমাদের হৃদয়ে অম্লান স্মৃতি হয়ে বেঁচে আছে।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। 🌸

ইসলামী ব্যাংক থেকে চাকুরীচ্যুত একাধিক কর্মকর্তা: মানবিক টানাপোড়েনে PO থেকে SAVP পর্যন্তস্টাফ রিপোর্টার:ইসলামী ব্যাংক বাং...
20/10/2025

ইসলামী ব্যাংক থেকে চাকুরীচ্যুত একাধিক কর্মকর্তা: মানবিক টানাপোড়েনে PO থেকে SAVP পর্যন্ত

স্টাফ রিপোর্টার:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে একাধিক কর্মকর্তা চাকুরীচ্যুত হয়েছেন বলে জানা গেছে। পদোন্নতিপ্রাপ্ত অফিসার (PO), সিনিয়র প্রিন্সিপাল অফিসার (SPO), অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (AVP) থেকে শুরু করে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (SAVP) পর্যায়ের কর্মকর্তারা এ সিদ্ধান্তের আওতায় পড়েছেন। হঠাৎ চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন এসব কর্মকর্তা ও তাদের পরিবার।

চাকরি হারানো কর্মকর্তাদের অভিযোগ—বহু বছর নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেও তারা বিনা শুনানিতে চাকরি হারিয়েছেন। কেউ কেউ দীর্ঘদিনের কর্মজীবন, স্বপ্ন, পরিবার ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

অনেক চাকরিচ্যুত কর্মকর্তা মানবিক সহায়তা ও ন্যায্য সমাধানের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পটিয়া ফায়ার সার্ভিস: ইতিহাস-ঐতিহ্য আর নিরন্তর মানবসেবার এক বিশ্বস্ত নামবিস্তারিত ব্রিটিশ আমলে সূচিত ফায়ার সার্ভিসের যাত্...
20/10/2025

পটিয়া ফায়ার সার্ভিস: ইতিহাস-ঐতিহ্য আর নিরন্তর মানবসেবার এক বিশ্বস্ত নাম
বিস্তারিত
ব্রিটিশ আমলে সূচিত ফায়ার সার্ভিসের যাত্রা, স্বাধীন বাংলাদেশে আধুনিক রূপ—আর পটিয়ায় এর কার্যকর উপস্থিতি জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত
চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ অঞ্চল পটিয়া। শিল্প এলাকা, জনবসতি, গ্রামীণ জীবন ও মহাসড়ক—সব মিলিয়ে এখানকার জননিরাপত্তা নিশ্চিত করা কখনো সহজ ছিল না। তবে এলাকার মানুষের আস্থা ও নিরাপত্তার জায়গায় দীর্ঘদিন ধরে যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেটিই পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন।

✨ ইতিহাসের পটভূমি

ফায়ার সার্ভিসের ইতিহাস শুরু বৃটিশ আমলে। অবিভক্ত ভারতে ১৯৩৯-৪০ অর্থবছরে বৃটিশ সরকার জরুরি সেবা হিসেবে ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা করে। পরবর্তীতে দেশভাগের পর এই অঞ্চলের প্রতিষ্ঠানটি পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে কার্যক্রম চালায়।
স্বাধীনতার পর এটি কাজ শুরু করে ফায়ার সার্ভিস পরিদপ্তর হিসেবে। পরে, জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাকে আরও সমন্বিত করার জন্য ১৯৮১ সালের ৯ এপ্রিল সরকার ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে একীভূত করে বর্তমানে পরিচিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠা করে।
এই ধারাবাহিক ঐতিহাসিক যাত্রারই একটি অংশ হিসেবে গড়ে ওঠে পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন, যা বর্তমানে চট্টগ্রাম জেলা ফায়ার সার্ভিসের জোন–২ এর অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।

🔥 পটিয়া অঞ্চলে ফায়ার সার্ভিসের অবদান

এই স্টেশন প্রতিষ্ঠার পর থেকে পটিয়া অঞ্চলে বিভিন্ন মানবিক ও জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে—

অগ্নিকাণ্ডে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ

দুর্গম গ্রামীণ এলাকায় আগুন–নিয়ন্ত্রণ অভিযান

ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যায় উদ্ধার তৎপরতা

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও সহায়তা

শিল্পাঞ্চলে ঝুঁকি ব্যবস্থাপনা ও ফায়ার সেফটি পরামর্শ

গরু-ছাগল থেকে শুরু করে মানুষ—প্রাণ বাঁচানোই তাদের মূল ব্রত। বারবার জীবন ঝুঁকিতে রেখে আগুনের লেলিহান শিখার ভেতর ঢুকে মানুষের স্বপ্ন, ঘর, ব্যবসা—এবং সবচেয়ে বড় কথা “জীবন”—রক্ষা করেছে তারা।
এই ত্যাগ ও মানবিক সেবার কারণেই পটিয়া ফায়ার সার্ভিস আজ স্থানীয়দের কাছে বিশ্বাস, আস্থা ও নির্ভরতার প্রতীক।

📌 জরুরি নম্বর

ফায়ার সার্ভিস: ১০২
জাতীয় জরুরি সেবা: ৯৯৯
পটিয়া স্টেশন: ০৩০৩৫-৫৬৫৫০ / ০১৭৩০-০০২৪৩০

Address

Patiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when পটিয়া টিভি PaTiya TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share