পটিয়া টিভি PaTiya TV

পটিয়া টিভি  PaTiya TV পটিয়ার সব খবর পেতে

পটিয়া টিভির সাথে থাকুন patiya Chittagong

স্বপ্নের পটিয়া এমন যদি একটা পটিয়া মেডিক্যাল কলেজ থাকতো পটিয়া ❤️
25/09/2025

স্বপ্নের পটিয়া
এমন যদি একটা পটিয়া মেডিক্যাল কলেজ থাকতো পটিয়া ❤️

পটিয়া টিভি নিউজপটিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ট্রাকভর্তি সবজির আড়ালে লুকানো গাঁজা উদ্ধার হয়েছে।👉 এসময় দুইজন মাদক পাচারকার...
24/09/2025

পটিয়া টিভি নিউজ

পটিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ট্রাকভর্তি সবজির আড়ালে লুকানো গাঁজা উদ্ধার হয়েছে।
👉 এসময় দুইজন মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সবজি পরিবহনের আড়ালে মাদক পাচার চলছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামের এক অসহায় শিশু জন্মগত হার্টের সমস্যায় ভুগছে। বুকের বাইরে বের হয়ে আসা হার্ট যেকোনো মুহূর্তে তার জীবন কেড়ে নিতে...
24/09/2025

চট্টগ্রামের এক অসহায় শিশু জন্মগত হার্টের সমস্যায় ভুগছে। বুকের বাইরে বের হয়ে আসা হার্ট যেকোনো মুহূর্তে তার জীবন কেড়ে নিতে পারে। জরুরি অপারেশন ছাড়া তার বেঁচে থাকা সম্ভব নয়।

কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব।
👉 তাই আপনার সামান্য সহযোগিতা হতে পারে তার বাঁচার বড় ভরসা।

📌 সাহায্য পাঠাতে বিকাশ/নগদ: ০১৭২২-৮৮৮২১৫

অনুগ্রহ করে যতটুকু পারেন সহযোগিতা করুন এবং শেয়ার করে পাশে দাঁড়ান 🙏

গত ২৩ তারিখ ইসলামী ব্যাংক হতে চাকরিচ্যুত হওয়া এক ভাইয়ের হৃদয়বিদারক টার্মিনেট চিটিতে ২৩ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের কয়েকজন...
24/09/2025

গত ২৩ তারিখ ইসলামী ব্যাংক হতে চাকরিচ্যুত হওয়া এক ভাইয়ের হৃদয়বিদারক টার্মিনেট চিটিতে
২৩ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়েছে।
👉 হাতে দেওয়া টার্মিনেট লেটারে কোনো কারণই উল্লেখ নেই!
👉 বছরের পর বছর পরিশ্রমের পর এমন আকস্মিক সিদ্ধান্তে অনেক কর্মকর্তা চোখের পানি ধরে রাখতে পারেননি।
👉 পরিবার-পরিজনের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরে গেছে।
🔴 আজ তারা শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছেন—
“আমাদের অপরাধটা কী ছিল?”
#চাকরি #ব্যাংক #হৃদয়বিদারক #পটিয়াটিভি

গাউসে জমান তাহের শাহ (মা) আনোয়ারা একটি মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সমস্ত ওলী আল্লাহ!দরবার-এ আলিয়া কাদেরিয়া সিরিকোট...
23/09/2025

গাউসে জমান তাহের শাহ (মা) আনোয়ারা একটি মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সমস্ত ওলী আল্লাহ!

দরবার-এ আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের বর্তমান শাজ্জাদানাশীন, গাউসে জমান, মুর্শিদে বরহক্ব, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলি বাংলাদেশ সফরকালে আনোয়ারায় একটি আজিমুশ্শান মাহমফিলে মেহমানে আলা হিসেবে তাশরিফ রাখেন। ঐ মাহফিলের সভাপতি ছিলেন, সে সময়ের আনজুমানের প্রবীণ কর্মকর্তা, চন্দনাইশ নিবাসী হযরত আবু বকর (রহ.)। গাউসে জমান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.) যখন মঞ্চে তাশরিফ রাখেন তখন হঠাৎ সভাপতি আবু বকর সাহেব মঞ্চ থেকে নেমে সাধারণ কাতারে বসে যান। মাহফিলের সভাপতি নিচে বসাটা বেমানান দেখায় এজন্য তাঁকে অনেকে জোর করলেও তিনি আর মঞ্চে উঠেননি। নিচে নামার কারণও তিনি কারোকাছে ব্যাখ্যা দেননি। বাসায় আসার পর ওনার নাতি মঞ্চ থেকে নেমে যাওয়ার কারণ জানতে চাইলে ওনি কোনমতেই এর কারণ বলতে রাজি হননি। শেষমেষ ওনার ইন্তেকালের পূর্বে নাতিকে ডেকে ঐ ঘটনার কারণ ব্যাখ্যা করে যান। তিনি বলেন, "নাতি, ঐদিন মাহফিলে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.) মঞ্চে তাশরিফ রাখার মূহুর্তে আমি সেখানে দেখলাম যে, হযরত সিরিকোটি, আল্লামা তৈয়্যব শাহ, ইমাম শেরে বাংলা, হযরত মোহসেন আউলিয়া সহ চট্টগ্রামের সমস্ত আউলিয়ায়ে কেরামকে উপস্থিত। তাই আমি মঞ্চে বসার আর সাহস পায়নী।" সুবহানআল্লাহ! এটা মহান আল্লাহর রহমত। আওলাদে রাসুল ﷺ , মুর্শিদে বরহক হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.) যে, জমানার গাউস এটা তার অন্যতম একটি প্রমাণ। যিনি জামানার গাউসিয়্যতের দায়িত্বে নিয়োজিত থাকেন, তাঁর আগমনকে সাদর সম্ভাষণ জানাতে ওলিআল্লাহগণ উপস্থিত থাকেন। এরকম বহু ঘটনার সাক্ষী হাজারো আশেকগণ প্রত্যক্ষ করেছেন, করে যাচ্ছেন।
উল্ল্যেখ্য হযরত আবু বকর (র.) হলেন, হযরত সিরিকোটি (রহ.)'র একজন একনিষ্ঠ মুরিদ ও খলিফা এবং তৎকালীন আনজুমানের সিনিয়র কর্মকর্তা ছিলেন। বর্মানে তাঁর জন্মস্থান চট্টগ্রামে তার মাজার শরীফ অবস্থিত। মহান আল্লাহ পাক যেন তাঁর মর্যাদা বৃদ্ধি করেন আর আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ গাউসে জমান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ কাবা কেবলাকে হায়াতে খিজরি দান করেন। আমিন...

লালমনিরহাটের হাতিবান্ধায় ভাইয়ের পরিবারের চলাচলের পথ বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে "ভাই😒
23/09/2025

লালমনিরহাটের হাতিবান্ধায় ভাইয়ের পরিবারের চলাচলের পথ বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে "ভাই😒

নিজের মা মনে করে একটি শেয়ার করুন।। উনি চট্রলা ট্রেনে উঠে গেছে সঠিক ভাবে বলতে পারতেছেনা কোথায় যাবে মনে হচ্ছে হারিয়ে গেছে ...
22/09/2025

নিজের মা মনে করে একটি শেয়ার করুন।। উনি চট্রলা ট্রেনে উঠে গেছে সঠিক ভাবে বলতে পারতেছেনা কোথায় যাবে মনে হচ্ছে হারিয়ে গেছে আসুন সবাই বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করি।।

দেশের বর্তমান অবস্থা রাতের বেলা গরুর নিরাপত্তা, আহারে মানব জীবন
21/09/2025

দেশের বর্তমান অবস্থা
রাতের বেলা গরুর নিরাপত্তা, আহারে মানব জীবন

বিয়ে দিতে চাওয়ায় বোয়ালখালীতে কলেজছাত্রীর আত্মহত্যা বিস্তারিত কমেন্ট
21/09/2025

বিয়ে দিতে চাওয়ায় বোয়ালখালীতে কলেজছাত্রীর আত্মহত্যা বিস্তারিত কমেন্ট

হারানো বিজ্ঞপ্তিকুমিল্লার বুড়িচং উপজেলার পয়াত গ্রামের মো. সুজন (২৩) গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বাদশা মিয়া বাজার এলাকা থে...
21/09/2025

হারানো বিজ্ঞপ্তি

কুমিল্লার বুড়িচং উপজেলার পয়াত গ্রামের মো. সুজন (২৩) গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বাদশা মিয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। তিনি মো. সেলিমের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে 01759614737 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

🙏 সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

অভিনন্দন শ্রীলংকার বিরুদ্ধে দারুণ এক জয় দিয়ে সুপার ফোর শুরু করলো বাংলাদেশ!  এভাবেই যেন প্রতিটি ম্যাচে আমাদের টাইগাররা লড়...
20/09/2025

অভিনন্দন
শ্রীলংকার বিরুদ্ধে দারুণ এক জয় দিয়ে সুপার ফোর শুরু করলো বাংলাদেশ!
এভাবেই যেন প্রতিটি ম্যাচে আমাদের টাইগাররা লড়াই করে যায় ইনশাআল্লাহ 🇧🇩🤲
বাংলাদেশ এগিয়ে চলো!

দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে দামি বাড়ি!সাতকানিয়া-লোহাগাড়ার গারাংগিয়াতে অবস্থিত  হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি—এটিই দক্ষিণ ...
20/09/2025

দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে দামি বাড়ি!
সাতকানিয়া-লোহাগাড়ার গারাংগিয়াতে অবস্থিত হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি—এটিই দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে দামি বাড়ি!
অনেকেই একনজর দেখতে দূরদূরান্ত থেকে চলে আসেন💜🌹💜

Address

Patiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when পটিয়া টিভি PaTiya TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share