23/09/2025
গাউসে জমান তাহের শাহ (মা) আনোয়ারা একটি মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সমস্ত ওলী আল্লাহ!
দরবার-এ আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের বর্তমান শাজ্জাদানাশীন, গাউসে জমান, মুর্শিদে বরহক্ব, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলি বাংলাদেশ সফরকালে আনোয়ারায় একটি আজিমুশ্শান মাহমফিলে মেহমানে আলা হিসেবে তাশরিফ রাখেন। ঐ মাহফিলের সভাপতি ছিলেন, সে সময়ের আনজুমানের প্রবীণ কর্মকর্তা, চন্দনাইশ নিবাসী হযরত আবু বকর (রহ.)। গাউসে জমান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.) যখন মঞ্চে তাশরিফ রাখেন তখন হঠাৎ সভাপতি আবু বকর সাহেব মঞ্চ থেকে নেমে সাধারণ কাতারে বসে যান। মাহফিলের সভাপতি নিচে বসাটা বেমানান দেখায় এজন্য তাঁকে অনেকে জোর করলেও তিনি আর মঞ্চে উঠেননি। নিচে নামার কারণও তিনি কারোকাছে ব্যাখ্যা দেননি। বাসায় আসার পর ওনার নাতি মঞ্চ থেকে নেমে যাওয়ার কারণ জানতে চাইলে ওনি কোনমতেই এর কারণ বলতে রাজি হননি। শেষমেষ ওনার ইন্তেকালের পূর্বে নাতিকে ডেকে ঐ ঘটনার কারণ ব্যাখ্যা করে যান। তিনি বলেন, "নাতি, ঐদিন মাহফিলে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.) মঞ্চে তাশরিফ রাখার মূহুর্তে আমি সেখানে দেখলাম যে, হযরত সিরিকোটি, আল্লামা তৈয়্যব শাহ, ইমাম শেরে বাংলা, হযরত মোহসেন আউলিয়া সহ চট্টগ্রামের সমস্ত আউলিয়ায়ে কেরামকে উপস্থিত। তাই আমি মঞ্চে বসার আর সাহস পায়নী।" সুবহানআল্লাহ! এটা মহান আল্লাহর রহমত। আওলাদে রাসুল ﷺ , মুর্শিদে বরহক হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.) যে, জমানার গাউস এটা তার অন্যতম একটি প্রমাণ। যিনি জামানার গাউসিয়্যতের দায়িত্বে নিয়োজিত থাকেন, তাঁর আগমনকে সাদর সম্ভাষণ জানাতে ওলিআল্লাহগণ উপস্থিত থাকেন। এরকম বহু ঘটনার সাক্ষী হাজারো আশেকগণ প্রত্যক্ষ করেছেন, করে যাচ্ছেন।
উল্ল্যেখ্য হযরত আবু বকর (র.) হলেন, হযরত সিরিকোটি (রহ.)'র একজন একনিষ্ঠ মুরিদ ও খলিফা এবং তৎকালীন আনজুমানের সিনিয়র কর্মকর্তা ছিলেন। বর্মানে তাঁর জন্মস্থান চট্টগ্রামে তার মাজার শরীফ অবস্থিত। মহান আল্লাহ পাক যেন তাঁর মর্যাদা বৃদ্ধি করেন আর আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ গাউসে জমান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ কাবা কেবলাকে হায়াতে খিজরি দান করেন। আমিন...