Abu Hannan Sakib - আবু হান্নান সাকিব

Abu Hannan Sakib - আবু হান্নান সাকিব Asscalamulaikum Everyone'❤️💐
(1)

12/07/2025

আপনি যেমন। তেমন টাইপের কেউ আপনার জীবন সঙ্গী হলে, জিতবেন না ঠকবেন!'🖤

12/07/2025

যাকে চোখ বন্ধ করে 'বিশ্বাস' করবেন, যার প্রতি প্রচুর 'আশা' রাখবেন, সে মানুষ টা এমন ভাবে ঠকাবে,জীবনে ভুলতে পারবেন না!🖤

আল্লাহ সবাইকে একদিন দুই হাত ভরে দিতে পারি মতো সামর্থ্য দিও'🌸
07/06/2025

আল্লাহ সবাইকে একদিন দুই হাত ভরে দিতে পারি মতো সামর্থ্য দিও'🌸

28/05/2025

আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি,তবে সমকালীন অসংখ্য কারণ আমি কমবেশি সকলেরই হয়েছি। আমাকে অনন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটি মানুষও আমি পাইনি!

তবে স্বল্প আবেগে নিস্বপবিত হয়ে ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া মানুষের অভাব হয়নি আমার এই ছোট জীবনে। অকারণে, অপ্রয়োজনে খুঁজ নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূণ্যের কৌটায়,তবে সাময়িক সময় কা'টানোর জন্য আমি অনেকের'ই শূণ্যস্তান পূরণ করেছি দীর্ঘসময় দিয়ে।

আমার মন খারাপে এককালীন সজিব সান্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে।কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইলে আমি তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃসঙ্গ ডাক বিনিদ্র থেকেও সময় দিয়েছি।

সাময়িকভাবে পাশে থেকে অনেকেই বন্যার স্রোতের মতো রঙ বেরঙের ভালোবাসা দেখিয়ে গেছে, আবার সেই স্রোতে তারা ভেসেও গেছে।কেউ সারাজীবন থেকে যায়নি। সময় কত দ্রুতই না বদলে যায়, আপন হয়ে থেকে যেতে আসা মানুষগুলো সময়ের ফাঁ'দে পা ফেলে স্বার্থপর হয়ে চলে গেছে কতো মানুষগুলো আমার ভাবনার চাইতেও বেশি ভাবাত্মক!

21/05/2025

একটা জলজ্যান্ত মানুষের আবেগ খুন করে কিভাবে অন্য কারো সাথে হাসো!😅💔

19/05/2025

Aww'🖤🌸

17/05/2025

আমি যাদের সাথে চলাফেরা করি প্রথমে তারা সান্ডা থাকে,তারপরে তারা কুমির হ'য়ে যায়🐸

17/05/2025

বলা হয় নি অনেক কথা'🍂

15/04/2025

তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল 💙

15/04/2025

আবারও বলতিসি বেডা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েন না। আমি আপনাদের মায়ের বয়সী।

15/04/2025

কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, "আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময়ে দেন।"

অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাইনা; তখন এই লেখাটা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো একদিন দিবেন। সঠিক সময়েই দিবেন। ইনশাআল্লাহ! ❤️

10/04/2025

- তোমার সাথে আমার যা প্রয়োজন সবই আছে। আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার পৃথিবী!'🤍🌸

Address

Patiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Hannan Sakib - আবু হান্নান সাকিব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share