18/05/2024
🔥 ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল প্রকাশ।
🔘ভর্তির জন্য সবাইকে অনলাইন ১৫০/- পেমেন্ট করে ৫-১০টা কলেজ চয়েস দিতে হবে আগামী ২৬/০৫/২০২৪ থেকে ১১/০৬/২০২৪ জুন পর্যন্ত।
🔘আবেদনে চান্সপ্রাপ্তদের মেধা তালিকা প্রকাশ করবে ২৩/০৬/২০২৪ইং রাত ৮ঃ০০টায়।
🔘কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে ১৫/০৭/২০২৪ থেকে ২৫/০৭/২০২৪ইং এর মধ্যে।
🔘কলেজে ক্লাস শুরু ৩০জুলাই ২০২৪ থেকে।