Promi Aich

Promi Aich I am Promi aich. I am always ready to give you full computer skill and freelancing service.

লিড জেনারেশন কি, কেন ও কিভাবে?লিড জেনারেশন ডিজটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় পন্থা। সঠিকভাবে লিড জেনারেশনের মাধ্যমে খুব স...
08/09/2024

লিড জেনারেশন কি, কেন ও কিভাবে?

লিড জেনারেশন ডিজটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় পন্থা। সঠিকভাবে লিড জেনারেশনের মাধ্যমে খুব সহজেই একটি ব্যবসাকে পৌঁছে দেওয়া যায় কাংক্ষিত লক্ষ্যে।

লিড জেনারেশন কি?
কোন একটি কাংক্ষিত বিষয়ের উপর সংগ্রহকৃত তথ্য এবং উপাত্তগুলোকে Lead বলা হয়ে থাকে। আর কোন ব্যবসা বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে যখন একটি নির্ধারিত লক্ষ্যে Lead সংগ্রহ করা হয়, তখন সেই প্রক্রিয়াকে লিড জেনারেশন বলা হয়। যেমনঃ আপনি একজন বই বিক্রেতা, যদি নির্দিষ্ট লেখকের উপর ভিত্তি করে বইপ্রেমীদের নাম্বার কালেক্ট করে তাদের কাছে ওই বইয়ের প্রমোশন করে তবে সেখানে তার বই বিক্রির সম্ভাবনা অনেক বেশি। এই যে বইপ্রেমীদের নাম্বার ও তথ্য সঠিকভাবে সংগ্রহ করা হলো এটিই লিড জেনারেশন।
লিড জেনারেশনের পদ্ধতিসমূহঃ
সাধারণত দুই ভাবে লিড জেনারেশন করা হয়।
১। ফানেল তৈরি করে।
২। বিভিন্ন প্লাটফর্ম থেকে লিড কালেক্ট করে।
১। ফানেল কনসেপ্টঃ এই পদ্ধতি ব্যবহার করে মূলত গ্রাহকের কাছে থেকে তার মাধ্যমে লিড কালেক্ট করা হয়ে থাকে।
২। বিভিন্ন প্লাটফর্ম থেকে লিড কালেকশনঃ বর্তমানে অনলাইনে অনেক B2B, B2C এবং সোস্যাল প্লাটফর্ম রয়েছে, যার মাধ্যমে ব্যবসার চাহিদার উপর ভিত্তি করে সহজেই আপনার টার্গেট কাস্টমারের প্রয়োজনীয় তথ্য গুলো খুঁজে বের করতে পারা যায়।

লিড জেনারেশনের বিভিন্ন ধাপসমূহঃ
১। পরিকল্পনা এবং বিশ্লেষণ: কীভাবে লিড জেনারেট করা যায় তার একটি সঠিক পরিকল্পনা প্রয়োজন। মার্কেটিং রিসার্চ করে ও কমপিটিটরদের উপর একটি পূর্নাজ্ঞ বিশ্লেষণ করার মধ্যমে এবং তার উপর ভিত্তি করে ব্যবসার একটি আদর্শ প্রোফাইল তৈরি করতে হবে। এই প্রোফাইলটি উপযুক্ত লিড পেতে সাহায্য করবে। যেমনঃ ওয়েবসাইট, সোস্যাল মিডিয়া লিংক প্রভৃতি।

২। গবেষণা করা: আপনাকে আদর্শ গ্রাহক প্রোফাইল তৈরি করে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। যেমনঃ ইনকামিং লিড, তাদের যোগাযোগের তথ্য, তাদের ডাটাবেসের উপর এনালাইসিস করা। ইনকামিং লিডের ট্র্যাক রাখা এবং সেলস টিমের কাছে রিপোর্ট করা এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ৷

৩। প্রি-টার্গেটিং: প্রি-টার্গেটিং এর মাধ্যমে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করতে পারা যায় । এটি ব্র্যান্ডের পরিচয় বাড়ানোর পাশাপাশি আউটবাউন্ড মার্কেটিং কেপিআই গুলিকে বাড়িয়ে তুলতে সহায়তা করবে। Cold আউটরিচ থেকে সর্বোত্তম সুবিধা পেতে এটি যথেষ্ট ভূমিকা রাখে।

৪। ল্যান্ডিং পেজ: প্রি-টার্গেটিং বিজ্ঞাপন এবং ই-মেইল কপি তৈরি করতে ল্যান্ডিং পেজ অনেক গুরুতেপূর্ন ভূমিকা রাখে। ল্যন্ডিং পেইজ মূলত হচ্ছে একটি ওয়েবপেইজ যেখানে একটি নির্দিষ্ট বিষয়বস্তু উক্ত পেইজে তুলে ধরা হয়। ওয়েবসাইট থেকে একটি ল্যান্ডিং পেইজ তৈরি করতে পারা যায় অথবা যেকোন ল্যান্ডিং পেইজ মেকার প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি সুন্দর ল্যান্ডিং পেইজ তৈরি করতে পারা যায় । ওয়েবসাইট লিঙ্কের পরিবর্তে একটি ল্যান্ডিং পেজ থাকা সবসময়ই ভাল কারণ ল্যান্ডিং পেজটি একটি কাজের উপর ফোকাস করে এবং সমস্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে সহজেই বাদ দিতে সহায়তা করে৷ এছাড়াও, এটি টার্গেটেড মেসেজ বা ই-মেইল পাঠিয়ে ক্রেতাদের মাইক্রো গ্রুপে ভাগ করতে সহায়তা করে।

৫। কার্যকর বিষয়বস্তুর মাধ্যমে লিড আকর্ষণ করা: সাম্প্রতিকালে কনটেন্ট মার্কেটিং অন্যান্য বিজ্ঞাপনের চেয়ে তিনগুণ বেশি লিড পাওয়া যায়। আরো লিড আকৃষ্ট করার জন্য, আকর্ষনীয় বিষয়বস্তু শেয়ার করা খুবই গুরুত্বপূর্ন। যেমন- ব্লগ, ইনফোগ্রাফিক্স, ভিডিও, ছবি, কেস স্টাডি, ওয়েবিনার এর মতো বিষয়বস্তু। লক্ষ্য রাখতে হবে আপনি যে বিষয়বস্তু শেয়ার করবেন তা যাতে আপনার ব্র্যান্ডের পরিচয়কে হাইলাইট করে।

৬। কাস্টমারদের নিকট পৌঁছানো: আপনার লিড জেনারেশন কার্যকারী হবে যদি আপনি সঠিকভাবে কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। এজন্য আপনাকে আপনার ব্যবসার মডেলের উপর ভিত্তি করে একটি সুন্দর পরিকল্পনা করা উচিত। যেমন আপনি আপনার কাস্টমারদের নিকট কল করতে এবং ক্রমানুসারে ইমেইল পাঠাতে পারেন। কল এবং ইমেলের পরে, আপনার লিড গুলোর কোয়ালিটি যাচাই করতে পারবেন। এছাড়াও প্রতিটি লিড CRM-এ রেকর্ড করার মাধ্যমে আপনি আপনার একটিভিটকে ট্র্যাক করতে সাহায্য করে।

৭। রিপোর্টিং: লিড জেনারেশন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে রিপোর্টিং করা উচিত। রিপোর্টে অন্তর্ভুক্ত করা উচিত — ইনকামিং লিড, গবেষণায় ব্যয় করা সময়, ইমেল টেমপ্লেট, পাঠানো ইমেলের সংখ্যা, বাউন্স হওয়া ইমেল, স্বয়ংক্রিয় উত্তর, ফলো আপ, যোগ্য লিডের সংখ্যা এবং সেই লিডগুলিকে নিয়ে ভালোভাবে গবেষণা করা।

ফ্রিল্যান্সিং সমস্যা:আয়ের অসামঞ্জস্যতা: ফ্রিল্যান্সাররা প্রায়শই অনিয়মিত আয়ের প্রবাহের মুখোমুখি হন, যা বাজেট এবং ব্যয...
29/08/2024

ফ্রিল্যান্সিং সমস্যা:
আয়ের অসামঞ্জস্যতা: ফ্রিল্যান্সাররা প্রায়শই অনিয়মিত আয়ের প্রবাহের মুখোমুখি হন, যা বাজেট এবং ব্যয়ের পরিকল্পনাকে চ্যালেঞ্জিং করে তোলে।
কাজের নিরাপত্তার অভাব: ফ্রিল্যান্সারদের সুবিধা এবং চাকরির নিরাপত্তা সহ একটি ঐতিহ্যগত কাজের স্থায়িত্ব থাকে না, যা আর্থিক নিরাপত্তাহীনতার দিকে পরিচালিত করে।
ক্লায়েন্ট নির্ভরতা: কয়েকটি মূল ক্লায়েন্টের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ তাদের হারানো একজন ফ্রিল্যান্সারের আয়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।
অপ্রত্যাশিত কাজের চাপ: শুষ্ক বানান সহ উচ্চ চাহিদার ভারসাম্যপূর্ণ সময়গুলি চাপের হতে পারে এবং কর্ম-জীবনের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে।
কোন সুবিধা নেই: ফ্রিল্যান্সারদের স্বাস্থ্যসেবা, অবসর পরিকল্পনা এবং অর্থ প্রদানের সময় বন্ধের অ্যাক্সেস নেই, যা আর্থিক বোঝা যোগ করে।
স্ব-কর্মসংস্থান কর: ফ্রিল্যান্সারদের অবশ্যই তাদের নিজস্ব ট্যাক্স পরিচালনা করতে হবে, যার ফলে প্রায়শই করের বোঝা বেশি হয়।
বিচ্ছিন্নতা: একা কাজ করা বিচ্ছিন্নতার অনুভূতি এবং সীমিত নেটওয়ার্কিং সুযোগের দিকে নিয়ে যেতে পারে।
অর্থপ্রদানে বিলম্ব: ক্লায়েন্টরা অর্থপ্রদানে বিলম্ব করতে পারে, যার ফলে ফ্রিল্যান্সারদের জন্য নগদ প্রবাহ সমস্যা হতে পারে।
প্রতিযোগিতা: প্রচণ্ড প্রতিযোগিতা লাভজনক প্রকল্পগুলিকে সুরক্ষিত করা চ্যালেঞ্জিং করে তুলতে পারে।
একাধিক ভূমিকা পরিচালনা করা: ফ্রিল্যান্সারদের অবশ্যই তাদের মূল দক্ষতার বাইরে কাজগুলি করতে হবে, যেমন মার্কেটিং এবং ক্লায়েন্ট পরিচালনা।
বার্নআউট: সময়সীমা পূরণের জন্য অতিরিক্ত কাজ করা বার্নআউট হতে পারে এবং কাজের গুণমানকে প্রভাবিত করতে পারে।
ক্লায়েন্ট বিরোধ: সুযোগ, অর্থপ্রদান বা প্রত্যাশা নিয়ে ক্লায়েন্টদের সাথে মতবিরোধ সময়সাপেক্ষ এবং চাপযুক্ত হতে পারে।
ফ্রিল্যান্সিং নমনীয়তা প্রদান করে কিন্তু অনন্য চ্যালেঞ্জ নিয়ে আসে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং অভিযোজন প্রয়োজন।



OFFER... ✨✨
22/04/2024

OFFER... ✨✨

🌿
19/04/2024

🌿

লিড জেনারেশন কি? লিড জেনারেশন কিভাবে করে?একটি কোম্পানি বা প্রোডাক্ট তখনি সফলতা পায় যখন মানুষের কাছে প্রচলিত হয়। আমরা অ...
26/03/2024

লিড জেনারেশন কি? লিড জেনারেশন কিভাবে করে?

একটি কোম্পানি বা প্রোডাক্ট তখনি সফলতা পায় যখন মানুষের কাছে প্রচলিত হয়। আমরা অনেকগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি বা প্রোডাক্ট চিনি এবং ব্যবহার করি। এগুলো সম্পর্কে আমরা কীভাবে জানলাম? আমরা কি কখনো বাইরের দেশে গিয়ে প্রোডাক্ট সম্পর্কে জেনে আসি? এই প্রযুক্তির যুগে আমাদের এমন কিছুই করতে হয়না। আমরা ঘরে বসেই বিশ্বব্যাপী প্রচলিত সকল পপুলার কোম্পানি বা প্রোডাক্ট সম্পর্কে জেনে নিতে পারি। আর এর সবটুকু সম্ভব হয়েছে ডিজিটাল মার্কেটিং এর কারণে। তাই আজকে আমরা জানবো লিড জেনারেশন কি?
লিড জেনারেশন কিভাবে করে?

লিড জেনারেশন হল একটি তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া। অর্থাৎ কোন সার্ভিস বা প্রোডাক্ট প্রোমোশন বা বিক্রি করার জন্য টার্গেটেড কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করা। তথ্য গুলো সাধারণত ইমেইল, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি হয়। আমরা যদি ই-মেইল এর স্প্যাম বক্স চেক করে দেখি অনেকগুলো অচেনা অজানা মেইল পাবো। কিন্ত খেয়াল করলে দেখতে পাবো যে সোর্স থেকে মেইল এসেছে সেখানে আমি কখনো সাবস্ক্রাইব বা রেজিস্ট্রেশন করিই নি, তাহলে এই মেইল কোথায় থেকে আমার কাছে আসলো?

আমার কাছে এভাবে অপরিচিত সোর্স থেকে মেইল আসার কারন কেউ আমার ডাটা তাদের দিয়েছে। অনলাইনে এই ডাটার অনেক মূল্য এবং মার্কেটিং এর জন্য অনেক কার্যকরী একটি পদ্ধতি।

লিড জেনারেশন কিভাবে করে?

ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে লিড জেনারেট করতে পারা যায়। লিড জেনারেশনের অনেক গুলো পদ্ধতি আছে।
লিড জেনারেশন একটি ক্রিয়েটিভ প্রক্রিয়া, এখানে নিয়ম মেনে সব সময় কাজ করতে হবে বা এভাবেই সব ডাটা খুঁজে পাওয়া যায় এমন কোন বাধ্যবাধকতা নেই। নিজস্ব জ্ঞান বা ক্রিয়েটিভিটি ব্যবহার করে লিড জেনারেট করতে পারা যায়।




🍪
17/03/2024

🍪

💟
11/03/2024

💟

06/03/2024


Address

Patiya

Telephone

+8801995454966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Promi Aich posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Promi Aich:

Share