31/03/2024
আজ থেকে কদরের রাত শুরু,
বেশি বেশি নফল ইবাদাতের দাওয়াত রইলো!
🤲🤲🤲
সবকিছু বাদ দিয়ে এই কয়েকটা দিন
লাইলাতুল ক্বদর তালাশ করবেন ইন শা আল্লাহ, করতেই হবে...
এক মিনিট মিস মানে ৫১ দিন মিস হয়ে যাওয়া,কারণ ১ হাজার বছর সমান, কদরের এই ১টা রাত..
তাই দুনিয়াবি সকল কাজ বাদ দিয়ে
আপনার সময় দিতে হবে আল্লাহ তায়ালাকেই!
আজকে থেকেই শুরু করবেন৷
লাইলাতুল ক্বদর বহু মূল্যবান৷ যা আগের উম্মতদের দেওয়া হয়নি৷ এটি আমাদের জন্য রহমত আলহামদুলিল্লাহ৷
৮৩ বছর ৪ মাসে যে ইবাদত করবেন এই এক রাতে ইবাদত করলে সে সাওয়াব পাওয়া যাবে ইন শা আল্লাহ!
বেশি বেশি দান সাদাকা, যিকির আযকার, দু'আ, দরূদ, তাসবীহ, তাহলীল, ইস্তেগফার, কুরআন তিলাওয়াত , নফল স্বলাত, কিয়ামুল লাইল ইত্যাদি কাজে নিজেকে ব্যস্ত রাখবেন৷
আর এই কাজগুলোই ১০ দিন রিপিট করতে থাকবেন!
সবাই সবার জন্য দু'আ করবেন। আল্লাহ তায়ালা আমাদের সবার গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করুন!