06/10/2025
**ফুটন্ত ফুল আসরের নতুন কমিটি গঠিত:
**পটিয়া, চট্টগ্রাম:**
বিশিষ্ট শিক্ষার্থীবান্ধব সংগঠন **ফুটন্ত ফুল আসর** – ৩নং ওয়ার্ড, পটিয়া পৌরসভার অন্তর্ভুক্ত – তাদের বার্ষিক কাউন্সিল ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেছে। এ উপলক্ষে একটি মনোজ্ঞ পোস্টার প্রকাশ করে নবনির্বাচিত পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উক্ত সভায় উপস্তিত অতিথি এবং সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী একবছরের নির্বাচনে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন:
* **মোঃ শরীফুল আজম** – সভাপতি
* **এস.এম ফরিদুল আলম** – সাধারণ সম্পাদক
* **মোঃ এফতিয়ার হোসেন রাশেদ** – সাংগঠনিক সম্পাদক
* **মুহাম্মদ রাজিবুর রহমান** – অর্থ সম্পাদক
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ আলী, মফিজুল ইসলাম বাবুল,শেখ ইয়াসির আরাফাত, এখতিয়ার হোসেন, হাফেজ আব্দুল্লাহ, হাকিমুল্লাহ,এস এম ইফতেখার, সাজ্জাদ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা “নতুন কমিটির নেতৃত্বে ফুটন্ত ফুল আসর আরও গতিশীল, সৃজনশীল এবং সমাজবান্ধব কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন এবং ” পাশাপাশি নবনির্বাচিত নেতৃবৃন্দদের দায়িত্ব পালনে সকল সদস্যদের সহযোগিতার আহ্বান জানান
এছাড়াও সংগঠনটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং একটি ইতিবাচক সমাজ গঠন।
**প্রকাশের তারিখ:** ৫ অক্টোবর ২০২৫
Cnews24-সিনিউজ২৪