10/10/2023
হরিনাম সংকীর্তন সকল জীবের মহাকল্যাণ সাধন করে 🌿🌿 নামের অপার মাহাত্ম্য সর্বত্র কীর্তিত।❤️
🌻শ্রীচৈতন্যচরিতামৃত বলেছেন -
" একবার কৃষ্ণ নামে যত পাপ হরে।
জীবের সাধ্য নাই তত পাপ করে।। "
🌸তাহলে এত মাহাত্ম্য নামের, অথচ নাম করে ফল পাই না কেন? 🤔 -- এ প্রশ্ন অনেকের। 💮💮
👉 এর কারণ মহাপ্রভু বলেছেন-অপরাধ আছেয় প্রচুর। অন্যত্র অপরাধ করলে তা খন্ডন করে, কিন্তু নামের নিকট অপরাধ হলে আর কৃপা করেন না। 🤐
সেজন্য " নাম অপরাধ " বিষয়ে বিশেষ সচেতন হতে
হবে সাধককে, যেন কোন প্রকারেই নামাপরাধ না ঘটে।
💫 নামাপরাধ দশ প্রকারের, যথাঃ -
১. মহতের নিন্দা, ভক্ত-বৈষ্ণব-শ্রেষ্ঠব্যক্তির নিন্দা করলে অর্থাৎ নাম কোন ফল দেন না।
২. বিষ্ণু হইতে শিবের গুণ-নামাদি পৃথক করে মানা,
ঈশ্বর স্বরূপে ভেদ বুদ্ধি আনলে নাম কৃপা করেন না।
৩. গুরুদেবে অবজ্ঞা-- ভগবান বলেছেন " আচার্যং মাং
বিজানীয়াৎ" ---আমাকে আচার্য বলে জানবে। মর্ত্ত্য বুদ্ধি আরোপ করে কখনও অবজ্ঞা করবে না।
৪. বেদ বা বেদানুগত শাস্ত্রের নিন্দা করলে নামাপরাধ
হবে, সেক্ষেত্রে নাম আশ্রয় করলেও ফল কিছু পাওয়া যাবে না।
৫. হরিনাম মাহাত্ম্য শুনে যদি কেউ মনে করে বাড়িয়ে
বলা হয়েছে বা বেশী স্তুতি করা হয়েছে, তাহলে নামাপরাধ হবে। ইহা নাম মাহাত্ম্য অর্থবাদ-- ইহা
বর্জনে করতে হবে এবং ভাবতে হবে নাম-মাহাত্ম্য এতই তা বলা সকলের পক্ষে সাধ্যাতীত।
৬. প্রকারান্তরে নাম-মাহাত্ম্য শুনে অল্প মনে করলে অপরাধ হবে। বস্তুতঃ নামের শক্তি এতই যে বলতে
গেলে কম হয়ে যাবে।
🌿 প্রভু জগদ্বন্ধু বলেছেন-
" নাম মাহাত্ম্য লেখনীর অসাধ্য, গুরুমুখে শ্রোতব্য।"
৭. নাম বলে পাপে প্রবৃত্তি, নামে সকল পাপ নাশ করে
এই ভরসায় যদি কেউ পাপে প্রবৃত্ত হয়, নাম তাকে
কৃপা করেন না।
৮. অন্য শুভক্রিয়া, যথা যজ্ঞ,দান,ব্রত --এসবের সঙ্গে
নামের তুলনা করলে অপরাধ হবে।
৯. নাম শ্রদ্ধাবিহীন,বিমুখ ও শ্রবণে রুচিহীনকে হরিনামের উপদেশ দিলে নামাপরাধ হবে।
১০.নাম মাহাত্ম্য শ্রবণ করেও যদি নামে অপ্রবৃত্তি থাকে, তবে নাম আর কৃপা করেন না তাকে।
মহাপ্রভু বলেছেন, "নিরপরাধে নাম লৈলে পায় প্রেমধন।"
+🌸 শ্রীমন্ ড.মহানামব্রত ব্রহ্মচারী জীউ "ভাষণামৃত"
গ্রন্থ হইতে সংগ্রহ করা হয়েছে....