মহাবতারী শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দর

  • Home
  • মহাবতারী শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দর

মহাবতারী শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দর হে বন্ধু করুণাসিন্ধু জগদ্বন্ধু জগৎপতে 🙏 Sundar

শিক্ষা প্রসঙ্গে মহানামব্রত ব্রহ্মচারী 🙏বিজ্ঞানের প্রসারতার সাথে সাথে যে ধারণাটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন।...
16/07/2024

শিক্ষা প্রসঙ্গে
মহানামব্রত ব্রহ্মচারী 🙏
বিজ্ঞানের প্রসারতার সাথে সাথে যে ধারণাটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। দিনের পর দিন যে ধৰ্ম্ম, আত্মা, ভগবান, ইত্যাদি বিষয়ে মানুষের আগ্রহ, শ্রদ্ধা এবং বিশ্বাস ক্ষীণ থেকে ক্রমে ক্ষীণতর হয়ে আসছে এটা নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছেন। এই সঙ্গে এটাও আপনাদের স্মরণে রাখতে বলছি যে, কিছু লোককে কিছুকালের জন্য বোকা বানিয়ে রাখা যায় কিন্তু চিরকালের জন্য বাকা বানিয়ে রাখা যায় না।
* কাজেই এই সম্বন্ধে একটা স্পষ্টাস্পষ্টি বোঝাপড়া করা দরকার।

দর্শন করুন সকলে, ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গন আয়োজিত আজকের উল্টো রথযাত্রা কিছু মুহূর্ত.... 🥰 রথে প্রাণনাথ জগদ্বন্ধু জগন্নাথ...
15/07/2024

দর্শন করুন সকলে, ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গন আয়োজিত আজকের উল্টো রথযাত্রা কিছু মুহূর্ত.... 🥰 রথে প্রাণনাথ জগদ্বন্ধু জগন্নাথ 🙏

14/07/2024

" কীট পতঙ্গ হতে উচ্চ উচ্চ দেবলোক ও
ঋষিলোক এক মৈথুনে উন্মত্ত। 🥰 🌿
একান্ত চৈতন্যদাস ভিন্ন কামজয় করিতে
দেবতারাও অসমর্থ। দ্যাখ মহাপ্রভুর অবতারের
পূর্বে যত কিছু শাস্ত্র হয়েছে, সকলেতেই দেবতা
ও ঋষিদের ব্যভিচার বর্ণনা আছে।
কিন্তু মহাপ্রভু অবতারের পরে তিন লক্ষ বত্রিশ হাজার গ্রন্থ হয়েছে, ব্যভিচার দূরের কথা, প্রকৃতি সম্মন্ধে একটা অধ্যায় বা প্যারাগ্রাফ বা পেজ নাই। নির্মল শুভ্র বেদমার্গ, নিবৃত্তি মার্গ।"
----- শ্রী শ্রী জগদ্বন্ধু সুন্দর 🙏

14/07/2024

🌻লীলা রঙ্গময় প্রভু বন্ধুসুন্দর কখনো কখনো
ইচ্ছা মত অমৃতমধুকন্ঠি ব্রজসখী গোপীর মতো
সুমধুর সুধা সার মৃদু স্বরে গীত গেয়েছেন,
কথাও বলেছেন।।🌼🌼
বন্ধুর শারিকা স্বকর্ণে সেই সুধা পান করেছেন।
✨✨
💖 প্রভুর এই অপার্থিব দিব্যরূপাদি প্রত্যক্ষ করে বর্ণনা করেছেন--
' অহো কি কন্ঠে র ধ্বনি, কেকিলা লজ্জিতা শুনি, তোলে কিবা সুধা তরঙ্গিণী 🍀
' কথা শুনে বিকায় পরাণ '
' অহো কি মোহনমূর্ত্তি, কাঞ্চন বরণদ্যুতি,'
' অপরূপ শ্রী অঙ্গ-লাবনী।'
একবার যেই হেরে, তার মন-প্রাণ হরে। 🌱
ব্রজ রস গৌররস নিঙারি তার নির্যাস, পিয়াইলে
মিটাই আশ' ইত্যাদি বলিয়া মনের কথা বোঝান। 🌼

🙏🌿 জয় জগদ্বন্ধু হরি কৃপাসিন্ধু 🌿🙏
🥰🙏 হরিবোল হরিবোল 🙏🥰

05/06/2024

🌿 পৃথিবীর প্রাচীনতম ধর্ম বিশ্বাস সনাতনধর্ম। 🥰💖
যার আধুনিক নাম হিন্দু ধর্ম। সনাতন শব্দের অর্থ যা অতীতে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে। এর কোন প্রতিষ্ঠাতা নেই। আমরা কেউ প্রশ্ন করলে উত্তর দিয়ে থাকি; আমি হিন্দু। 😊😊🤗
🌷 হিন্দু শব্দের অর্থ কি? যে মানুষটি সমস্ত রকম হীন কাজ থেকে দূরে থাকে অপরকে দূরে রাখে তিনিই যথার্থ হিন্দু। আধুনিক বিশ্বে অনেক দেশেই হিন্দু ধর্মালম্বী লোক দেখা যায়।
আজ একটি বিশেষ তাৎপর্য পূর্ণ দিন। কেন? কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন মানুষের মত দেহ নিয়ে। দ্বাপর যুগে পৌরাণিক মতে।আর আধুনিক ঐতিহাসিকদের মতে পাঁচ হাজার বৎসরের অধিক সময় আগে।
এ দিনটিতে সনাতন ধর্মালম্বীরা অনেকেই উপবাস থাকে। এ দিন সরকারী ছুটিও থাকে। কৃষ্ণ যে স্বয়ং ভগবান এ কথাটি ঘোষণা করেছেন অনন্য সাধারণ পন্ডিত বিশাল প্রতিভা সম্পন্ন ঋষি বেদব্যাস।

তিনিই বলেছেন " কৃষ্ণস্তুু ভগবান স্বয়ম"
এ দিনে উপবাস থাকার প্রয়োজন কি?
উপবাস। সন্ধিবিচ্ছেদ করলে অর্থ দাড়ায়
উপ+বাস। উপ শব্দের অর্থ নিকট। বাস শব্দের অর্থ বসবাস করা। জন্মাষ্টমীর দিন, আমি কৃষ্ণের সংগে বাস করবো।

স্মরণে মননে ধ্যানে ভজনে
থাকিব ভগবান শ্রীকৃষ্ণের সনে।"
--------- শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী🙏

স্মরণে মননে ধ্যানে ভজনে।
অনাহার থাকবো কেন?
আজ আমি দেহের খাদ্য নেবনা। মনের খাদ্য নেব ভগবানের সাথে থেকে। মানুষ শুধু দেহের খাদ্য নিয়েই বেঁচে থাকতে পারেনা। মনের খাদ্য ও প্রয়োজন। তাই ব্রত উপবাস ধ্যান ভজন শাস্ত্র অধ্যায়ন।

🌿 ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এই পৃথিবীর মাটিতে ১২৫ বছর। ১০ বৎসর ৮মাস ছিলেন বৃন্দাবনে।শ্রী ভগবানের লীলা ক্ষেত্র ভারতের বিভিন্ন প্রদেশে। উত্তর প্রদেশ রাজস্হান পাঞ্জাব গুজরাট। আবির্ভূত হয়েছেন উত্তর প্রদেশের মথুরায়। প্রথম জীবনে নন্দরাজার বাড়িতে গোকুলে।কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত ছিলেন পাঞ্জাবের হরিয়ানা রাজ্যে। শ্রীকৃষ্ণের রাজধানী ছিল গুজরাট প্রদেশের দ্বারকায়।

সনাতন ধর্মের অধিকাংশ গ্রন্থ ঋষিদের সাধনার উপলব্ধির প্রকাশ।আর ভগবান শ্রীকৃষ্ণের মুখের বানী হল শ্রী মদ্ ভগবদ্ গীতা। যা বিশ্ববাসীর কাছে অতি পরিচিত।
বৃটিশ ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর যোদ্ধাদের কাছে গীতা ছিল অনুপ্রেরণার উৎস। পাশ্চাত্যে ও গীতার প্রভাব কম নয়। বিশিষ্ট বিজ্ঞানী ওপেন হাইমার তার পদার্থ বিজ্ঞানের গবেষণায় গীতার সাহায্য নিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথের জীবনে গীতার প্রভাব অনেক।ষাটের দশকে জাতিসংঘের সেক্রেটারি দ্যা হেমার শেল্ড তাঁর জীবনে গীতার কর্ম যোগের অনুশীলনের চেষ্টা করেছেন। ভারতের ভূতপূর্ব রাষ্ট্র পতি আবুল কালাম গীতাকে শ্রদ্ধার চোখে দেখেছেন।
গীতা সর্বজনীন। কোন বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। জ্ঞান কর্ম ও ভক্তি এই তিনটি ভাবনার উপর বিশেষ জোড় দেয়া হয়েছে গীতাতে।

শ্রী ভগবান গীতাতে অভয় বাণী দিয়েছেন -
মানুষ আমাকে যেমন করে ভজন করে আমি তাকে সে ভাবে ই কৃপা করে থাকি। গীতার ২য় অধ্যায়ে বিশেষ ভাবে যে কথাটি বলা হয়েছে তা হল যে কোন প্রাণী দেহ লাভ করে।

বি.দ্রঃ আমাদের পরমারাধ্য শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী
পাঠরত শ্রীমদভগবদগীতা ও শ্রীভাগবত সম্পর্কীয় আলোচনা হতে সংগ্রহ করা হয়েছে।

🙏💖💞 জয় জগদ্বন্ধু হরি 💞💖🙏
🙏💖 💞 জয়তু গুরুমহারাজ 💞💖🙏

নিত্য নিরভিমানে কীর্তন করিও। অহংকার চিরত্যাগ করিও। --- বন্ধুবাণী 🙏হরিপুরুষ জগদ্বন্ধু মহাউদ্ধারণ। চারিহস্ত চন্দ্রপুত্র হা...
16/12/2023

নিত্য নিরভিমানে কীর্তন করিও।
অহংকার চিরত্যাগ করিও। --- বন্ধুবাণী 🙏

হরিপুরুষ জগদ্বন্ধু মহাউদ্ধারণ।
চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপতন।
প্রভু প্রভু প্রভু হে অনন্তানন্তময়।।

হরিনাম সংকীর্তন সকল জীবের মহাকল্যাণ সাধন করে 🌿🌿 নামের অপার মাহাত্ম্য সর্বত্র কীর্তিত।❤️🌻শ্রীচৈতন্যচরিতামৃত বলেছেন -     ...
10/10/2023

হরিনাম সংকীর্তন সকল জীবের মহাকল্যাণ সাধন করে 🌿🌿 নামের অপার মাহাত্ম্য সর্বত্র কীর্তিত।❤️
🌻শ্রীচৈতন্যচরিতামৃত বলেছেন -
" একবার কৃষ্ণ নামে যত পাপ হরে।
জীবের সাধ্য নাই তত পাপ করে।। "
🌸তাহলে এত মাহাত্ম্য নামের, অথচ নাম করে ফল পাই না কেন? 🤔 -- এ প্রশ্ন অনেকের। 💮💮
👉 এর কারণ মহাপ্রভু বলেছেন-অপরাধ আছেয় প্রচুর। অন্যত্র অপরাধ করলে তা খন্ডন করে, কিন্তু নামের নিকট অপরাধ হলে আর কৃপা করেন না। 🤐

সেজন্য " নাম অপরাধ " বিষয়ে বিশেষ সচেতন হতে
হবে সাধককে, যেন কোন প্রকারেই নামাপরাধ না ঘটে।

💫 নামাপরাধ দশ প্রকারের, যথাঃ -
১. মহতের নিন্দা, ভক্ত-বৈষ্ণব-শ্রেষ্ঠব্যক্তির নিন্দা করলে অর্থাৎ নাম কোন ফল দেন না।

২. বিষ্ণু হইতে শিবের গুণ-নামাদি পৃথক করে মানা,
ঈশ্বর স্বরূপে ভেদ বুদ্ধি আনলে নাম কৃপা করেন না।

৩. গুরুদেবে অবজ্ঞা-- ভগবান বলেছেন " আচার্যং মাং
বিজানীয়াৎ" ---আমাকে আচার্য বলে জানবে। মর্ত্ত্য বুদ্ধি আরোপ করে কখনও অবজ্ঞা করবে না।

৪. বেদ বা বেদানুগত শাস্ত্রের নিন্দা করলে নামাপরাধ
হবে, সেক্ষেত্রে নাম আশ্রয় করলেও ফল কিছু পাওয়া যাবে না।

৫. হরিনাম মাহাত্ম্য শুনে যদি কেউ মনে করে বাড়িয়ে
বলা হয়েছে বা বেশী স্তুতি করা হয়েছে, তাহলে নামাপরাধ হবে। ইহা নাম মাহাত্ম্য অর্থবাদ-- ইহা
বর্জনে করতে হবে এবং ভাবতে হবে নাম-মাহাত্ম্য এতই তা বলা সকলের পক্ষে সাধ্যাতীত।
৬. প্রকারান্তরে নাম-মাহাত্ম্য শুনে অল্প মনে করলে অপরাধ হবে। বস্তুতঃ নামের শক্তি এতই যে বলতে
গেলে কম হয়ে যাবে।
🌿 প্রভু জগদ্বন্ধু বলেছেন-
" নাম মাহাত্ম্য লেখনীর অসাধ্য, গুরুমুখে শ্রোতব্য।"

৭. নাম বলে পাপে প্রবৃত্তি, নামে সকল পাপ নাশ করে
এই ভরসায় যদি কেউ পাপে প্রবৃত্ত হয়, নাম তাকে
কৃপা করেন না।

৮. অন্য শুভক্রিয়া, যথা যজ্ঞ,দান,ব্রত --এসবের সঙ্গে
নামের তুলনা করলে অপরাধ হবে।

৯. নাম শ্রদ্ধাবিহীন,বিমুখ ও শ্রবণে রুচিহীনকে হরিনামের উপদেশ দিলে নামাপরাধ হবে।

১০.নাম মাহাত্ম্য শ্রবণ করেও যদি নামে অপ্রবৃত্তি থাকে, তবে নাম আর কৃপা করেন না তাকে।

মহাপ্রভু বলেছেন, "নিরপরাধে নাম লৈলে পায় প্রেমধন।"

+🌸 শ্রীমন্ ড.মহানামব্রত ব্রহ্মচারী জীউ "ভাষণামৃত"
গ্রন্থ হইতে সংগ্রহ করা হয়েছে....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মহাবতারী শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহাবতারী শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দর:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share