
26/08/2025
কেউ যখন নিজে কিছু একটা করার চেষ্টা করে তখন কাছের মানুষ আরকি বন্ধু - বান্ধব, আত্মীয় - স্বজন তারা একটু সাপোর্ট করলে অনেক টা আগানো যায়, বলতে গেলে পথ চলাটা সহজ হয়। এক্ষেত্রে তারা যদি তার বানানো প্রোডাক্ট কিনে, অন্যকেও কেনার জন্য সাজেস্ট করে বা সেটাও না পারলে সে যে ভালো কাজ করে এইটুকু বললেও কিন্তু অনেক কিছু। কিন্তু না তারা আগেই আপনার কাছ থেকে ফ্রীতে কিভাবে নেওয়া যায় সেটা চিন্তা করবে, আগেই গিফট চেয়ে বসে থাকবে...
কেনো ভাই সে যে কাজটা করছে তাকে একটু সাপোর্ট দিন, সে যে কষ্ট করে বানাইছে, বানাতে যে জিনিস লাগছে সেগুলো কি কিনতে তার টাকা লাগে নাই, সেগুলো কি এমনিই আকাশ থেকে পড়ছে..?? এই যে ফ্রী তে চেয়ে ছ্যাঁ*চ*ড়া*মো* করেন কেন...?? এগুলো করে তার কনফিডেন্স টা নষ্ট করেন , তার আগ্রহটা শেষ করেন । পারলে কারো ভালো কাজে উৎসাহ দিন, না পারলে চুপ থাকুন, আর সেটাও না পারলে এড়িয়ে চলুন। মানুষকে উৎসাহ, উদ্দীপনা দিতে ভালো একটা মন দরকার যা কি না সবার থাকে না।
দুঃখিত এত বড় একটা গদ্য লেখার জন্য। তবুও মনের কষ্ট বোঝানোর জন্য আরো শব্দের দরকার ছিল কিন্তু পারছি না আর লিখতে😶