Nusrat's art world

Nusrat's art world আসসালামু ওয়ালাইকুম সবাইকে, আমার এই সুন্দর পেজ টা তে সবাইকে স্বাগতম🥰🥰

কেউ যখন নিজে কিছু একটা করার চেষ্টা করে তখন কাছের মানুষ আরকি বন্ধু - বান্ধব, আত্মীয় - স্বজন তারা একটু সাপোর্ট করলে অনেক ...
26/08/2025

কেউ যখন নিজে কিছু একটা করার চেষ্টা করে তখন কাছের মানুষ আরকি বন্ধু - বান্ধব, আত্মীয় - স্বজন তারা একটু সাপোর্ট করলে অনেক টা আগানো যায়, বলতে গেলে পথ চলাটা সহজ হয়। এক্ষেত্রে তারা যদি তার বানানো প্রোডাক্ট কিনে, অন্যকেও কেনার জন্য সাজেস্ট করে বা সেটাও না পারলে সে যে ভালো কাজ করে এইটুকু বললেও কিন্তু অনেক কিছু। কিন্তু না তারা আগেই আপনার কাছ থেকে ফ্রীতে কিভাবে নেওয়া যায় সেটা চিন্তা করবে, আগেই গিফট চেয়ে বসে থাকবে...
কেনো ভাই সে যে কাজটা করছে তাকে একটু সাপোর্ট দিন, সে যে কষ্ট করে বানাইছে, বানাতে যে জিনিস লাগছে সেগুলো কি কিনতে তার টাকা লাগে নাই, সেগুলো কি এমনিই আকাশ থেকে পড়ছে..?? এই যে ফ্রী তে চেয়ে ছ্যাঁ*চ*ড়া*মো* করেন কেন...?? এগুলো করে তার কনফিডেন্স টা নষ্ট করেন , তার আগ্রহটা শেষ করেন । পারলে কারো ভালো কাজে উৎসাহ দিন, না পারলে চুপ থাকুন, আর সেটাও না পারলে এড়িয়ে চলুন। মানুষকে উৎসাহ, উদ্দীপনা দিতে ভালো একটা মন দরকার যা কি না সবার থাকে না।
দুঃখিত এত বড় একটা গদ্য লেখার জন্য। তবুও মনের কষ্ট বোঝানোর জন্য আরো শব্দের দরকার ছিল কিন্তু পারছি না আর লিখতে😶

Experiment work.....আসলে মেহেদী দেওয়ার পরে কিছুটা বেচে গেছিল সেটা দিয়েই এই আঁকিবুঁকি আরকি😁           ゚viralシfypシ゚viral...
25/08/2025

Experiment work.....
আসলে মেহেদী দেওয়ার পরে কিছুটা বেচে গেছিল সেটা দিয়েই এই আঁকিবুঁকি আরকি😁

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚

বাগান বিলাস ফুলটা আজকাল খুব মনে ধরেছে। আমি যা ই করি সবটাতে শুধু এই ফুলটাই আঁকতে ইচ্ছে করে।কি একটা অবস্থা, কোনো কিছু ভালো...
25/08/2025

বাগান বিলাস ফুলটা আজকাল খুব মনে ধরেছে। আমি যা ই করি সবটাতে শুধু এই ফুলটাই আঁকতে ইচ্ছে করে।কি একটা অবস্থা, কোনো কিছু ভালো লাগল সেটাই যেনো ধ্যান জ্ঞান হয়ে যায়🥹
আপনার হাতকে সুন্দর করে সাজাতে চাইলে ইনবক্স করুন। ধন্যবাদ💜

অনেক দিন আগে পায়ে একটু মেহেদী পরেছিলাম।ছবি আপলোড দিতে ভুলে গেছিলাম। আজ গ্যালারি ঘাটতে গিয়ে চোখে পড়লো, কি আশ্চর্য এইদি...
24/08/2025

অনেক দিন আগে পায়ে একটু মেহেদী পরেছিলাম।ছবি আপলোড দিতে ভুলে গেছিলাম। আজ গ্যালারি ঘাটতে গিয়ে চোখে পড়লো, কি আশ্চর্য এইদিকে কি আপ দিব ভেবে পাচ্ছি না আর উনি আমার গ্যালারির কোনায় লুকিয়ে বসে আছেন। ফেসবুক থেকে নির্দেশ 30 টা পোস্ট দিতে হবে ১ সপ্তাহে, এতগুলো পোস্ট কিভাবে সম্ভব😩..........???

সময়ের মুখোমুখি হলেই বুঝা যায় মানুষ শুধু কথাতেই আপন!🖤
24/08/2025

সময়ের মুখোমুখি হলেই বুঝা যায় মানুষ শুধু কথাতেই আপন!🖤

শুভ সকাল 🌸
24/08/2025

শুভ সকাল 🌸

আমার পছন্দের মেহেদী ডিজাইন এর সাথে প্রিয় বাগান বিলাস....✨😌
23/08/2025

আমার পছন্দের মেহেদী ডিজাইন এর সাথে প্রিয় বাগান বিলাস....✨😌

আসসালামুয়ালাইকুম প্রতিদিনের সহজ ৬ টি আমল।এমন কিছু আমল আছে যা আমরা চাইলেই প্রতিদিনই করতে পারি ইনশাআল্লাহ। এমন সহজ ৬টি আম...
22/08/2025

আসসালামুয়ালাইকুম

প্রতিদিনের সহজ ৬ টি আমল।

এমন কিছু আমল আছে যা আমরা চাইলেই প্রতিদিনই করতে পারি ইনশাআল্লাহ। এমন সহজ ৬টি আমল দেখে নিন। আমল করুন, আর সওয়াব আল্লাহর পক্ষ থেকেই পাবেন ইনশাআল্লাহ।
আমলগুলো হলো:

১.বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।
-(সহি ফাযায়েলে আমল ১৪১,সহি তারগিব ৩১৬)।

২.মনোযোগী হয়ে আযানের উওর দিবেন। যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উওর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।
-(আবু দাউদ ৫২৭)।

৩.নিজে সঠিক হওয়া সত্বেও ঝগড়া পরিহার করবেন। রাসুল (সাঃ) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন।
-(আবু দাউদ ৪৮০০)।

৪.আল্লাহর সন্তুষ্টির জন্য 'লা ইলাহা ইল্লাল্লাহ'পড়লে তার জন্য জাহান্নাম হারাম।
-(সহি বুখারী ৬৪২৩)।

৫.অযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন।তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন।
-(সুনানে ইবনে মাজাহ ৪৭০)।

৬.প্রতিদিন অন্তত কয়েকবার হলেও 'সূরা ইখলাস'পাঠ করবেন। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত।
-(মিশকাতুল মাসাবিহ ২১৬০)।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক।
আমিন।

Mood off  হওয়ার জন্য তেমন কিছু না আমার উল্টা পাল্টা চিন্তাই যথেষ্ট🥴🥹এমন সুন্দর সুন্দর চুরি রিজেনাবল প্রাইস এ নিতে চাইলে...
21/08/2025

Mood off হওয়ার জন্য তেমন কিছু না আমার উল্টা পাল্টা চিন্তাই যথেষ্ট🥴🥹

এমন সুন্দর সুন্দর চুরি রিজেনাবল প্রাইস এ নিতে চাইলে ইনবক্স করুন 💌

゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ

Address

Bondhujon Somiti Songlogno
Patuakhali
8600

Telephone

+8801758714860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat's art world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat's art world:

Share