06/06/2025
আমাদেরও ছিল দুইটা গরু, যত্ন আর ভালোবাসায় লালন করেছি।
কিন্তু শেষ মুহূর্তে টাকার কারণে ছাড়তে হলো,
মনটা আজও ভারী, কষ্ট আর বিষাদের অনুভূতি মুছে না।
টাকার জন্য ভালোবাসা হারিয়ে যায়,
যে সম্পর্ক এতদিন হৃদয়ে ছিল, হঠাৎ ফিকে হয়ে যায়।
গরুর চোখে আমার যত্ন আর মমতার প্রতিফলন ছিল—
কিন্তু জীবনের হিসাব যখন শুধুই টাকায় হয়,
তখন হারিয়ে যায় মানুষের মমতার দাম।
আসুন, ভুলে যাই না ভালোবাসার সেই সত্যিকারের মূল্য,
কারণ টাকার চেয়ে বড় কোনো সম্পদ নেই ,, ভালোবাসা।