Lonely Shadow

Lonely Shadow মানুষ থেকেই মানুষ আসে
বিরুদ্ধতার ভিড় বাড়ায়
তুমিও মানুষ আমিও মানুষ
তফাৎ শুধু শিরদাঁড়ায়....
(/)
সব কিছুই আপেক্ষিক

06/06/2025

আমাদেরও ছিল দুইটা গরু, যত্ন আর ভালোবাসায় লালন করেছি।
কিন্তু শেষ মুহূর্তে টাকার কারণে ছাড়তে হলো,
মনটা আজও ভারী, কষ্ট আর বিষাদের অনুভূতি মুছে না।
টাকার জন্য ভালোবাসা হারিয়ে যায়,
যে সম্পর্ক এতদিন হৃদয়ে ছিল, হঠাৎ ফিকে হয়ে যায়।
গরুর চোখে আমার যত্ন আর মমতার প্রতিফলন ছিল—
কিন্তু জীবনের হিসাব যখন শুধুই টাকায় হয়,
তখন হারিয়ে যায় মানুষের মমতার দাম।
আসুন, ভুলে যাই না ভালোবাসার সেই সত্যিকারের মূল্য,
কারণ টাকার চেয়ে বড় কোনো সম্পদ নেই ,, ভালোবাসা।

06/06/2025

রাতে নিরবতা যখন ঘিরে ধরে...
একলা মনে প্রশ্ন জাগে — জীবনে আসলে কী করলাম?
সব দৌড়ঝাঁপ, সব অর্জন, সব সম্পর্ক...
শেষ পর্যন্ত কি শান্তি পেলাম?
সময় চলে যায়, মানুষ বদলে যায়, স্মৃতিগুলো রয়ে যায়।
আসল সাফল্য হয়তো শান্তি, আল্লাহর সন্তুষ্টি, আর কিছু ভালো কাজের স্মৃতি রেখে যাওয়া।
নিজেকে নতুন করে গড়ে তোলার এখনো সময় আছে।
#জীবনের_ভাবনা #একাকীত্ব #আত্মঅনুসন্ধান #ইমোশনাল_মোমেন্ট #ভালোলাগারপোস্ট #ভাইরাল_পোস্ট #আত্মউন্নয়ন #ভাইরালহোক #রাতের_ভাবনা

06/06/2025

📜 জীবন একটি ক্ষণস্থায়ী সফর...
কাল শক্তিশালী গরু কুরবানী হবে — এক সময় গরুটিও হয়তো ভাবেনি এমন দিন আসবে।
একদিন আমরাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাব।
তাহলে কিসের এত অহংকার?
নিজেকে প্রস্তুত করি, বিনয়ী হই, আমল বাড়াই।
#কুরবানীর_পাঠ #জীবনের_শিক্ষা #নম্রতা_অহংকার_নয়

13/05/2025

AICartএটা একটি সম্পূর্ণ এআই (Artificial Intelligence) দ্বারা তৈরি..

#বাংলা_কার্টুন ার্টুন িডিও #এনিমেটেড_কার্টুন

01/05/2025

সরকারি জনতা কলেজ, দুমকি — জ্ঞান ও শিক্ষার মিলনস্থল

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান — সরকারি জনতা কলেজ।
সবুজে ঘেরা, মনোরম পরিবেশে অবস্থিত এই কলেজটি শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে একটি প্রশান্তিপূর্ণ ও মনোযোগী শিক্ষাবান্ধব পরিবেশ।

এই কলেজের পাশেই অবস্থিত দেশের অন্যতম আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান — পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
দুই প্রতিষ্ঠানের মাঝে এই নৈকট্য যেন একটি শিক্ষার ক্যাম্পাস এলাকা গড়ে তুলেছে।
এই অবস্থান শিক্ষার্থীদের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা, কারণ পাশেই রয়েছে উচ্চতর গবেষণামূলক শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক জ্ঞানের বিশাল এক দিগন্ত।

সরকারি জনতা কলেজে রয়েছে:

এইচএসসি (ইন্টারমিডিয়েট) স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস কোর্স)

সম্মান (অনার্স) কোর্স বিভিন্ন বিষয়ে

এখানে শিক্ষার পাশাপাশি রয়েছে সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া ও নেতৃত্বের বিকাশের সুযোগ।

সরকারি জনতা কলেজ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত পরিবেশ শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে একটি জ্ঞাননির্ভর, প্রযুক্তিবান্ধব এবং প্রগতিশীল শিক্ষা অঙ্গন।

চলুন, এই ভিডিওর মাধ্যমে ঘুরে আসি পটুয়াখালী জেলার গর্ব —
সরকারি জনতা কলেজ, দুমকি
— এবং দেখুন কিভাবে এটি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

#সরকারি_জনতা_কলেজ #জনতা_কলেজ_দুমকি

# # #স্থানভিত্তিক
#পটুয়াখালী #দুমকি #বরিশাল_ডিভিশন #বাংলাদেশের_কলেজ

# # #একাডেমিক
ীক্ষা #ডিগ্রি_কোর্স #অনার্স_কোর্স #জাতীয়_বিশ্ববিদ্যালয়
# # #ক্যাম্পাস
#কলেজ_জীবন #ছাত্র_ছাত্রী #ক্যাম্পাস_সৌন্দর্য #শিক্ষা_আন্দোলন
#পবিপ্রবি #বিজ্ঞান_ও_প্রযুক্তি
#ভবিষ্যত_গড়ি #শিক্ষাই_মুক্তি #সাফল্যের_গল্প
#সরকারি_জনতা_কলেজ #পটুয়াখালী ীক্ষা #ভবিষ্যত_গড়ি"*

27/04/2025

AI এর মাধ্যমে তৈরি হলো আমার এক্সক্লুসিভ কার্টুন! 🖼️🎨 কেমন লাগছে? আপনার মতামত জানাতে ভুলবেন না! "

27/04/2025

Address

Dumki Patuakhali
Patuakhali
8660

Alerts

Be the first to know and let us send you an email when Lonely Shadow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category