চর কাজল নিউজ Char Kazol News

চর কাজল নিউজ Char Kazol News চরকাজল ইউনিয়নের যে কোনো নিউজ পেতে পেজ?

শোক সংবাদ..........  শোক সংবাদ...... #শাজাহান খান আর নেই দশমিনা-গলাচিপার সাবেক সংসদ সদস্য  এবং পটুয়াখালী জেলা বিএনপির স...
28/11/2022

শোক সংবাদ.......... শোক সংবাদ......
#শাজাহান খান আর নেই

দশমিনা-গলাচিপার সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান খান কিছুক্ষণ আগে শেষনিঃশ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না হি রাজিউন।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে,( তোমার হাত পাখার বাতাশে ) গান গেয়ে গোটা দেশে আলোড়ন তৈরি করা কণ্ঠশিল্পী আকবর মারা...
13/11/2022

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে,( তোমার হাত পাখার বাতাশে )
গান গেয়ে গোটা দেশে আলোড়ন তৈরি করা কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন।

Time is not constant. Everything will back.  TODAY ot TOMORROW
12/11/2022

Time is not constant. Everything will back.

TODAY ot TOMORROW

নিখোঁজ সংবাদ বড় শিবা নিবাসিনাম মোঃরত্তন হোসেন বয়স ৭২গত কালকে পটুয়াখালী থেকে গলাচিপা আসার  পথে নিখোঁজ,তার খোঁজ যদি কোনো ল...
08/11/2022

নিখোঁজ সংবাদ
বড় শিবা নিবাসি
নাম মোঃরত্তন হোসেন
বয়স ৭২
গত কালকে পটুয়াখালী থেকে গলাচিপা আসার পথে নিখোঁজ,তার খোঁজ যদি কোনো লোক পান
তাহলে এই নাম্বার জানাবেন
01712068695+01712363493

কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা 🇧🇷😍
08/11/2022

কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬
সদস্যের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা 🇧🇷😍

05/11/2022

শোক সংবাদ!!
চর কপাল বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শ্রদ্ধাভাজন শিক্ষক,
জনাব মোঃ আলতাব হোসেন মল্লিক (7:00pm) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)😭😭😭

মনে হচ্ছে সেই ভুলেরই খেসারত দিচ্ছি এখন: শাকিব খান
27/10/2022

মনে হচ্ছে সেই ভুলেরই খেসারত দিচ্ছি এখন: শাকিব খান

বরিশালে চুরি করতে গিয়ে দোকানে আটকা, ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলেন চোর।
20/10/2022

বরিশালে চুরি করতে গিয়ে দোকানে আটকা, ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলেন চোর।

অভিনন্দন....সদস্য, পটুয়াখালী জেলা পরিষদ।
17/10/2022

অভিনন্দন....

সদস্য, পটুয়াখালী জেলা পরিষদ।

জরুরী বিজ্ঞপ্তিঃএতদ্বারা ভোলা পল্লী বিদ্যুত সমিতির সম্মানিত সকল গ্রাহকের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা ...
10/10/2022

জরুরী বিজ্ঞপ্তিঃ

এতদ্বারা ভোলা পল্লী বিদ্যুত সমিতির সম্মানিত সকল গ্রাহকের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্পটে বকেয়ার টাকা গ্রহণ সম্পুর্ণভাবে বন্ধ থাকবে। দয়াকরে আপনারা আপনাদের বকেয়ার টাকা কোন ব্যক্তির কাছে প্রদান করিবেন না। এমতাবস্থায় আপনার বিল নিকটস্থ বিদ্যুত অফিস, ব্যাংক অথবা ডিজিটাল সেবা ( বিকাশ, রকেট, উপায় ইত্যাদি) এর মাধ্যমে প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোন ব্যক্তির কাছে কোনরূপ অর্থ প্রদান করলে সেটার জন্য ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কোনরূপ দায়ী থাকবে না।

উল্লেখ্য, এখন থেকে বকেয়ার টাকা গ্রহণ না করে সরাসরি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

ধন্যবাদান্তে
জেনারেল ম্যানেজার
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

খিলক্ষেত থানা মহিলা আওয়ামীলীগের  নারী নেতৃত্বের অহংকার,,, নেত্রী শশী আক্তার শাহিনা।যার নেতৃত্বে পুরুষের পাশাপাশি রাজপথে ...
09/10/2022

খিলক্ষেত থানা মহিলা আওয়ামীলীগের
নারী নেতৃত্বের অহংকার,,, নেত্রী শশী আক্তার শাহিনা।

যার নেতৃত্বে পুরুষের পাশাপাশি রাজপথে নেমে এসেছে একঝাঁক তরুনী দের নিয়ে
নারী-পুরুষ নির্বিশেষে সম-অধিকারের ভিত্তিতে
প্রতিষ্ঠিত সমাজ-ব্যবস্থাই হচ্ছে একটা আদর্শ সমাজ ব্যবস্থা। নারী-পুরুষ কেউ কারো প্রতিপক্ষ
নয় বরং একে অপরের পরিপূরক।

সমকালীন বিশ্বে নারী নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত।
বাংলাদেশের ক্ষেত্রে একথা আরও বেশি প্রযোজ্য।
কারণ বাংলাদেশের নারী নেতৃত্বের অহংকার
জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা বিশ্ব নেত্রী হিসাবে নিজেকে যেমন প্রমাণ করেছেন তেমনি দেশের নারী নেতৃত্বকে বেগবান করতে নানা মুখি পদক্ষেপ গ্রহণ করে চলেছেন
আর সেই ধারাবাহিকতা রক্ষায় খিলক্ষেতের নারীদের কে নিয়ে দূর্বার গতিতে এগিয়ে চলেছেন
খিলক্ষেত থানা মহিলা আওয়ামীলীগের
নেএী
শশী আক্তার শাহিনা
সময় এসেছে সব অন্যায় দূর করে নারী-পুরুষ
কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার।
আর সেখানে সামনে থেকে যদি নেতৃত্ব দেয় এমন একজন সাহসী,ত্যাগী,নির্লোভ দেশপ্রেমিক নিরাপদ স্নেহময় রাজনৈতিক নেতৃী তবে আর
ভয় কিসের,আসুন আমরা এগিয়ে যাই আমাদের মূল মন্ত্র হোক মানবতার জন্য কাজ করে দেশ কে এগিয়ে নেওয়া
জয় বাংলা জয় বঙ্গবন্ধু

প্রকাশ্যে শাকিব-বুবলীর ছেলের ছবি, বয়স আড়াই বছর
30/09/2022

প্রকাশ্যে শাকিব-বুবলীর ছেলের ছবি, বয়স আড়াই বছর

৭৬তম জন্মদিনের শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আপনার সুযোগ্য নেতৃত্বেই ডিজিট...
27/09/2022

৭৬তম জন্মদিনের শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আপনার সুযোগ্য নেতৃত্বেই ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আপনার নেতৃত্বেই এগিয়ে যাবে উন্নয়নের পথে আমাদের অগ্রযাত্রা। আমরা এটুআই পরিবার আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

অভিনন্দনকম্বোডিয়াকে ১-০ গোলে হারালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল
22/09/2022

অভিনন্দন
কম্বোডিয়াকে ১-০ গোলে হারালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল

আলহামদুলিল্লাহ✌️বিশ্বজয় 🇧🇩সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের সাথে লড়াই করে ৩য় স্থান অর্জন করা...
22/09/2022

আলহামদুলিল্লাহ✌️বিশ্বজয় 🇧🇩
সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের সাথে লড়াই করে ৩য় স্থান অর্জন করার হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে অভিনন্দন।
পুরস্কার হিসেবে সে পেয়েছে ১লক্ষ রিয়াল যা বাংলাদেশের টাকায় প্রায় ৩০ লক্ষ টাকা।

অভিনন্দন বাংলাদেশ টিম, নারী সাফের চ্যাম্পিয়ন ফাইনালে!বাংলাদেশ-৩নেপাল -১
19/09/2022

অভিনন্দন বাংলাদেশ টিম,
নারী সাফের চ্যাম্পিয়ন ফাইনালে!
বাংলাদেশ-৩
নেপাল -১

দর্শকদের বিপুল উৎসাহ ও চাহিদার কথা চিন্তা করে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২২ এর ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।...
19/09/2022

দর্শকদের বিপুল উৎসাহ ও চাহিদার কথা চিন্তা করে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২২ এর ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাংলাদেশ বনাম নেপালের বিগ ফাইনাল ম্যাচটি সরাসরি দেখবেন আজ বিকেল ৫:১৫ টায় শুধুমাত্র টি স্পোর্টসের পর্দায়।

এশিয়া কাপে দক্ষতার সাথে আম্পায়ারিং করায় এবার আসন্ন টি-টুয়ান্টি বিশ্বকাপের জন্য ডাক পেয়েছেন বাংলাদেশী আম্পায়ার মাসুদুর...
16/09/2022

এশিয়া কাপে দক্ষতার সাথে আম্পায়ারিং করায় এবার আসন্ন টি-টুয়ান্টি বিশ্বকাপের জন্য ডাক পেয়েছেন বাংলাদেশী আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

এই প্রথম কোনো বাংলাদেশী আম্পায়ার বিশ্বকাপের আসরে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। জনাব মাসুদুর রহমান মুকুল আপনার জন্য শুভ কামনা!🖤

জ্ঞাতব্য বিজ্ঞপ্তিঃএতদ্বারা ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর সম্মানিত সকল গ্রাহক সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব...
16/09/2022

জ্ঞাতব্য বিজ্ঞপ্তিঃ

এতদ্বারা ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর সম্মানিত সকল গ্রাহক সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে বজ্রপাত ও ভারী বর্ষনের কারনে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি সহ নিচু আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। এমতাবস্থায় বৈদ্যুতিক পোল হেলে গেলে, পোল টু পোল তারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে গেলে, তারের ওপর গাছ ভেঙ্গে পড়লে, বৈদ্যুতিক তার ছিড়ে গেলে নিজেরা হাত না দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করছিা। জরুরী প্রয়োজনে নিন্ম বর্নিত বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণ কমিটির সদস্যদের নম্বরে যোগাযোগ করুনঃ
-----------------------------------------------------
01769-404062
01769-400892
01704-106269
01704-106270
01704-106271
-------------------------------------------------------
শ্রদ্ধান্তে,
জিএম,
ভোলা পবিস।

ভারতকে ৩-০ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ গ্রূপ সেরা বাংলাদেশ ফাইনালে 🇧🇩অভিনন্দন ✌️
13/09/2022

ভারতকে ৩-০ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ গ্রূপ সেরা বাংলাদেশ ফাইনালে 🇧🇩
অভিনন্দন ✌️

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শোক সংবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,  আওয়ামীলীগের রাজপথের লড়াকু সৈনিক,  মাননীয় সংসদ উপনেতা সৈয়...
12/09/2022

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শোক সংবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,
আওয়ামীলীগের রাজপথের লড়াকু সৈনিক, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আপা
আমাদের মাঝে আর নেই
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সোনালী অর্জন গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।মোঃ নিজাম উদ্দিন মোল্লা  ঢাকা দ...
07/09/2022

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সোনালী অর্জন গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
মোঃ নিজাম উদ্দিন মোল্লা ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন ।

এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত।
06/09/2022

এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত।

দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্র...
05/09/2022

দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন মুশফিক।
04/09/2022

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন মুশফিক।

নগদকে লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংকডাক বিভাগের ডিজিটাল লেনদেনের (মোবাইল ব্যাংকিং) সহযোগী প্রতিষ্ঠান ‘নগদ’কে কার্যক্রম পরি...
31/08/2022

নগদকে লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংক

ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের (মোবাইল ব্যাংকিং) সহযোগী প্রতিষ্ঠান ‘নগদ’কে কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অব ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার বৈঠকে এ অনুমোদন দেয়। এ নিয়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৩৫টিতে দাঁড়ালো।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সূত্র জানিয়েছে, কিছু শর্তসাপেক্ষে এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এতে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

এ বিষয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক যুগান্তরকে বলেন, আমাদের পরিকল্পনা অনুসারে চূড়ান্ত অনুমোদনের পর নগদ ফাইন্যান্স পিএলসি স্বতন্ত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। তবে ডাক বিভাগের সঙ্গে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের বিদ্যমান সম্পর্ক অপরিবর্তিত থাকবে। অর্থাৎ নগদ লিমিটেড ডাক বিভাগের সেবা হিসেবেই পরিচালিত হবে। সেক্ষেত্রে নগদ ফাইন্যান্স পিএলসি অন্য আর দশটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে।

তানভীর এ মিশুক আরও বলেন, একটি মোবাইল আর্থিক সেবা হিসেবে নগদ লিমিটেড এখন অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। এক্ষেত্রে নগদ ফাইন্যান্স পিএলসি এবং নগদ লিমিটেডের সম্পর্কও একই রকম হবে। তখন নগদ ফাইন্যান্স পিএলসি বিভিন্ন প্রডাক্ট নগদ লিমিটেডের মাধ্যমে বিপনন করা হবে। ডিজিটাল আর্থিক অন্তর্ভূক্তির বাইরে থাকা প্রান্তিক মানুষকে সেবার কলেরবরের মধ্যে আনতে ফাইন্যান্স পিএলসি এবং নগদ লিমিটড যৌথভাবে কাজ করতে পারবে। তাতে সেবার খরচও কমবে এবং সেবার গুণগত মানও আগের চেয়ে ভালো হবে।

মাঠে নামবে টিম টাইগার, শুভ কামনা রইল সাকিব বাহিনীর জন্য 🥰🥰
30/08/2022

মাঠে নামবে টিম টাইগার, শুভ কামনা রইল সাকিব বাহিনীর জন্য 🥰🥰

ডিজেল, পেট্রল, অকটেনের দাম লিটারে পাঁচ টাকা করে কমানোর দিদ্ধান্ত নিয়েছে সরকার।
29/08/2022

ডিজেল, পেট্রল, অকটেনের দাম লিটারে পাঁচ টাকা করে কমানোর দিদ্ধান্ত নিয়েছে সরকার।

29/08/2022

আলহামদুলিল্লাহ...
ডিজেল, পেট্রল, অকটেনের দাম লিটারে পাঁচ টাকা করে কমানোর দিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুভ কামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।
25/08/2022

শুভ কামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।

ব্যাপক সাইবার আক্রমণের মুখে বাংলাদেশ। দেশের বিদ্যুৎ, টেলিকম ও আর্থিক খাতগুলোকে টার্গেট করে এই হামলা হচ্ছে। তবে এসব হামল...
24/08/2022

ব্যাপক সাইবার আক্রমণের মুখে বাংলাদেশ। দেশের বিদ্যুৎ, টেলিকম ও আর্থিক খাতগুলোকে টার্গেট করে এই হামলা হচ্ছে। তবে এসব হামলায় এখনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এসব হামলার ব্যাপারে সতর্ক রয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরেও সতর্ক করে তারা বার্তা পাঠিয়েছে।

- জুনাইদ আহমেদ পলক

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।
23/08/2022

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।

গু*ম হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গু*ম হওয়া ব্যক্তিদের ফেরতের দাবিতে 'মায়ের ডাক' সংগঠন কর্তৃক আয়োজিত মানববন্ধনে নুরুলহক...
21/08/2022

গু*ম হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গু*ম হওয়া ব্যক্তিদের ফেরতের দাবিতে 'মায়ের ডাক' সংগঠন কর্তৃক আয়োজিত মানববন্ধনে নুরুলহক নুর এই হুঁশিয়ারি দেন।

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ
21/08/2022

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

শোক সংবাদ.... উত্তর কাজল প্যাদা বাড়ির মামুন প্যাদা বিকাল ৩ টার সময় বজ্রপাতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাহি...
18/08/2022

শোক সংবাদ....

উত্তর কাজল প্যাদা বাড়ির মামুন প্যাদা বিকাল ৩ টার সময় বজ্রপাতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাহি রাজিউন।

খিলক্ষেত থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি  সাইফুল ইসলাম সরকারের উদ্যোগে ১৫ আগষ্ট শোকদিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া অন...
18/08/2022

খিলক্ষেত থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সরকারের উদ্যোগে ১৫ আগষ্ট শোকদিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়।

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকীতে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও জাতীয় শোকদিবস পালন এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের উদ্দেশ্য ১৫ আগষ্ট
খিলক্ষেত নিকুঞ্জ ২ এর ৬ রোডে দুপুর ২ ঘটিকায় মুজিব অনুসারীদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরনের আয়োজন করা হয়। এ সময় জাতীয় শোকদিবসে আমন্ত্রীত অতিথিগণ বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও ১৫ আগষ্টের মর্মান্তিক ঘটনা নিয়ে স্বল্প পরিসরে আলোচনা সভা সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক খিলক্ষেতের গনোমানুষের নেতা ও কর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজের সভাপতি , আলহাজ্ব আসলাম উদ্দিন,
সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব আসলাম উদ্দিন বক্তব্য বলেন, বঙ্গবন্ধু বাঙালি ও বাংলার অবিচ্ছেদ্য অংশ। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও বাঙালি জাতির অস্তিত্ব ধুলিস্যাৎ করে দিতেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল। বক্তারা আরো বলেন, আমরা শোক দিবস পালন করছি সেটা যেমন বড় কথা, তার চেয়ে বড় কথা হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা।’ অসাম্প্রদায়িক চেতনায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। আরো বলেন, “১৯৭৫ সালের ১৫ আগষ্টের এই দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জাতির পিতা একজন সৎ ও যোগ্য নেতা ছিলেন। বক্তারা আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনি, যারা বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। তবেই ১৫ আগস্টের শহীদদের আত্মা শান্তি পাবে। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিতি ছিলেন।

ঢাকা - দক্ষিণ অঞ্চলের লঞ্চ ভাড়ার নতুন তালিকা
16/08/2022

ঢাকা - দক্ষিণ অঞ্চলের লঞ্চ ভাড়ার নতুন তালিকা

বদলি হয়েগেছেন।
16/08/2022

বদলি হয়েগেছেন।

প্রাইভেট কারে পড়ল উড়াল সড়কের গার্ডার, নিমেষে শেষ ৩ প্রাণঢাকার উত্তরায় নির্মাণ কাজের গার্ডার ছিঁড়ে পড়ে তিন জনের মৃত্যু হয়...
15/08/2022

প্রাইভেট কারে পড়ল উড়াল সড়কের গার্ডার, নিমেষে শেষ ৩ প্রাণ
ঢাকার উত্তরায় নির্মাণ কাজের গার্ডার ছিঁড়ে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার ১৫ আগষ্ট বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা তিন নম্বর সেক্টরের বিআরটি প্রকল্প এলাকায় সিয়াম টাওয়ারের সামনে প্রাইভেট কারের উপর নির্মাণ কাজের ক্রেনের তার ছিড়ে গার্ডার পরে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

চকবাজারে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন
15/08/2022

চকবাজারে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন

Address

Baro Shiba
Patuakhali
CHARSHIBA-8640

Telephone

+8801400998601

Website

Alerts

Be the first to know and let us send you an email when চর কাজল নিউজ Char Kazol News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share