01/02/2025
পটুয়াখালীর বাউফলে মো. আহাদুল ইসলাম টিপু খান (৪৮) নামের এক যুবদল নেতার বাঁধার কারণে কব*রস্থানে এক নারীর লা*শ দাফন করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে মো. মতলেব চৌকিদারের স্ত্রী রাশেদা বেগম (৬০) মা*রা যান। জমি নিয়ে বিরোধের কারণে ২০ ঘণ্টা পর অন্য জায়গায় ওই নারীর লা*শ দাফন করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আহাদুল ইসলাম টিপু খান (৪৮) মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি।
এ বিষয়ে যুবদল নেতা মো. আহাদুল ইসলাম টিপু খান বলেন, যেখানে ক*বর দিতে চেয়েছিলেন, সেই জমি নিয়ে আদালতে মাম*লা চলমান। কোনো বাঁধা দেইনি, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো কার্যক্রম না করার জন্য বলেছি।